1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদ উৎসব

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৬ অক্টোবর ২০১২

মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহার উদযাপনের সব প্রস্তুতি শেষ হয়েছে বাংলাদেশে৷ কিন্তু ভোগান্তি মানুষের পিছু ছাড়ছে না৷ শেষ দিনে পশুর হাট ক্রেতা শূন্য৷ তাই ব্যাপারীরা লোকসানের কারণে দিশেহারা হয়ে পড়েছেন৷

ছবি: Reuters

কোরবানির ঈদের বড় প্রস্তুতি হল পশু কেনা৷ কারণ এই ঈদে মুসলমানরা পশু কোরবানি দেয় ত্যাগের আদর্শকে মহিমান্বিত করতে৷ আর বাংলাদেশে অধিকাংশ মুসলমানই গরু কোরবানি দেয়৷ কিন্তু এবার হাটে পশু আমদানি বেশি হওয়ায় শুরু থেকেই দাম ছিল কম৷ আর শেষ দিনে, অর্থাৎ শুক্রবার, হাট বলতে গেলে ক্রেতাশুন্য হয়ে যায়৷ ক্রেতারা কম দামে পশু কিনতে পেরে খুশি থাকলেও ব্যাপারীরা হতাশ৷ তাঁরা লোকসানের কারণে রীতিমত বসে পড়েছেন৷ আর ব্যাপারীদের এই অবস্থার ক্রেতারাও সমব্যথী৷

ঘরমুখো মানুষ চরম ভোগান্তিতে পড়ছেনছবি: dapd

এদিকে ঘরমুখো মানুষ চরম ভোগান্তিতে পড়েন আজ৷ আর নিম্নবিত্ত মানুষ বাধ্য হয়ে যাবনবাহনের ছাদে ওঠেন৷ কারণ বেশি পয়সা খরচ করে বাড়ি যওয়ার সামর্থ্য নেই তাঁদের৷ তার ওপর মহাশড়কে তীব্র যানজট পরিস্থিতকে ভয়াবহ করে তুলেছে৷

ঢাকাসহ সারা দেশে ঈদের নামাজের জন্য ঈদগা এবং মসজিদের নিরপত্তা জোরদার করা হয়েছে৷ আর বাড়ানো হয়েছে ঢাকার নিরপত্তা৷ ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, ফাঁকা রাজধানীর নিরপত্তায় তাঁরা কার্যকর ব্যবস্থা নিয়েছেন৷ ব়্যাবের পরিচালক কমান্ডার এম সোহায়েল জানান, পথে যাতে মানুষ কোনো ঝামেলায় না পড়েন তারও ব্যবস্থা নেয়া হয়েছে৷

এদিকে রাজধানী ঢাকার একটি এলাকা, চাঁদপুর, বরিশাল, নোয়াখালি, লক্ষ্মীপুরসহ দেশের ১৫টি এলাকার মুসলমানরা আজ ঈদ-উল-আজহা উদযাপন করেছেন৷ তাঁরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছরই একদিন আগে ঈদ করেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ