1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্যাশন বিপ্লব দিবস

২৪ এপ্রিল ২০১৫

আজ ফ্যাশন বিপ্লব দিবস৷ রানা প্লাজায় দুর্ঘটনায় নিহতদের স্মরণে এই দিনটি পালন করা হচ্ছে৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যতিক্রমী এক প্রচারণাও দেখা যাচ্ছে আজ৷

Screenshot fashionrevolution
ছবি: www.fashionrevolution.org

আমার পরনের পোশাকটি কে তৈরি করেছেন? এমনই এক প্রশ্ন আজ ঘুরপাক খাচ্ছে ইন্টারনেটে৷ অসংখ্য মানুষ তাদের পোশাকের ছবি পোস্ট করেছেন, করছেন ইন্টারনেটে #হুমেডমাইক্লথস হ্যাশট্যাগ ব্যবহার করে৷ উদ্দেশ্য রানা প্লাজা দুর্ঘটনায় ২০১৩ সালে নিহত ১১৩৩ জন মানুষকে স্মরণ করা৷ এমন বিপর্যয় যেন আর না ঘটে সেসম্পর্কে গোটা বিশ্বের মানুষকে সচেতন করা৷ সেই ঘটনায় আহত আড়াই হাজারের বেশি মানুষের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করা৷ হতাহতদের অধিকাংশই পোশাক শ্রমিক৷

চলুন দেখা যাক, টুইটারে #হুমেডমাইক্লথস হ্যাশট্যাগ ব্যবহার করে কি ধরনের ছবি পোস্ট করা হয়েছে:

তবে টুইটারের চেয়েও বেশি ছবি প্রকাশ হয়েছে ইন্সটাগ্রামে:

সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিসংখ্যান বিষয়ক সাইট টপসি ডটকমে প্রকাশিত তথ্য অনুযায়ী, #হুমেডমাইক্লথস হ্যাশট্যাগটি গত একমাসে ব্যবহার হয়েছে এগারো হাজারের বেশি বার৷ এছাড়া ফ্যাশন বিপ্লবের সঙ্গে সম্পর্কিত অন্যান্য হ্যাশট্যাগগুলো হচ্ছে: #ফ্যাশরেভ #রানাপ্লাজা #ফ্যাশনরেভ্যুলেশনডে৷

যারা পোশাক তৈরি করছেন তাদেরও কিছু ছবি প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে #আইমেডইওরক্লথস হ্যাশট্যাগ

উল্লেখ্য, পোশাক শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তৈরি এই প্রচারণা ব্যাপক সাড়া পেলেও সমালোচনাও রয়েছে৷ এধরনের উদ্যোগ আসলে কতটা কার্যকর সে প্রশ্নও করেছেন কেউ কেউ৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ