1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্যাশন বিপ্লব দিবস

২৪ এপ্রিল ২০১৫

আজ ফ্যাশন বিপ্লব দিবস৷ রানা প্লাজায় দুর্ঘটনায় নিহতদের স্মরণে এই দিনটি পালন করা হচ্ছে৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যতিক্রমী এক প্রচারণাও দেখা যাচ্ছে আজ৷

Screenshot fashionrevolution
ছবি: www.fashionrevolution.org

আমার পরনের পোশাকটি কে তৈরি করেছেন? এমনই এক প্রশ্ন আজ ঘুরপাক খাচ্ছে ইন্টারনেটে৷ অসংখ্য মানুষ তাদের পোশাকের ছবি পোস্ট করেছেন, করছেন ইন্টারনেটে #হুমেডমাইক্লথস হ্যাশট্যাগ ব্যবহার করে৷ উদ্দেশ্য রানা প্লাজা দুর্ঘটনায় ২০১৩ সালে নিহত ১১৩৩ জন মানুষকে স্মরণ করা৷ এমন বিপর্যয় যেন আর না ঘটে সেসম্পর্কে গোটা বিশ্বের মানুষকে সচেতন করা৷ সেই ঘটনায় আহত আড়াই হাজারের বেশি মানুষের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করা৷ হতাহতদের অধিকাংশই পোশাক শ্রমিক৷

চলুন দেখা যাক, টুইটারে #হুমেডমাইক্লথস হ্যাশট্যাগ ব্যবহার করে কি ধরনের ছবি পোস্ট করা হয়েছে:

তবে টুইটারের চেয়েও বেশি ছবি প্রকাশ হয়েছে ইন্সটাগ্রামে:

সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিসংখ্যান বিষয়ক সাইট টপসি ডটকমে প্রকাশিত তথ্য অনুযায়ী, #হুমেডমাইক্লথস হ্যাশট্যাগটি গত একমাসে ব্যবহার হয়েছে এগারো হাজারের বেশি বার৷ এছাড়া ফ্যাশন বিপ্লবের সঙ্গে সম্পর্কিত অন্যান্য হ্যাশট্যাগগুলো হচ্ছে: #ফ্যাশরেভ #রানাপ্লাজা #ফ্যাশনরেভ্যুলেশনডে৷

যারা পোশাক তৈরি করছেন তাদেরও কিছু ছবি প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে #আইমেডইওরক্লথস হ্যাশট্যাগ

উল্লেখ্য, পোশাক শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তৈরি এই প্রচারণা ব্যাপক সাড়া পেলেও সমালোচনাও রয়েছে৷ এধরনের উদ্যোগ আসলে কতটা কার্যকর সে প্রশ্নও করেছেন কেউ কেউ৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ