1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রানি নেফারতিতির ভাস্কর্যকে নকল বলে দাবি

১১ মে ২০০৯

জার্মানির বার্লিনে অবস্থিত প্রাচীন জাদুঘরে থাকা বিখ্যাত নেফারতিতির আবক্ষ মূর্তিটিকে নকল বলে মন্তব্য করেছেন এক সুইস ঐতিহাসিক৷ এতদিন মনে করা হতো, যে মিশরের রানি নেফারতিতির এই মূর্তিটি ৩,৪০০ বছরের পুরনো৷

রানি নেফারতিতির আবক্ষ মূর্তিছবি: AP

নেফারতিতি প্রাচীন মিশরের ১৮তম রাজবংশের রানি এবং ফারাউ আখেনাটেন এর প্রথম স্ত্রী৷ আখেনাটেন খ্রীষ্টপূর্ব ১৩৫০ সালের দিকে রাজা ছিলেন৷ নেফারতিতির অপরূপ সৌন্দর্যের জন্য তাঁকে প্রাচীন কালের ‘মোনালিসা' বলা হয়৷ সুইজারল্যান্ডের শিল্প বিষয়ক ঐতিহাসিক হেনরি স্টিয়ারলিন বলছেন, এই ভাস্কর্যটি ১৯১২ সালে তৈরি যা নেফারতিতির প্রাচীন মূর্তি থেকে নকল করা হয়েছে৷ মিশর, মধ্য প্রাচ্য এবং ইসলামের প্রাচীন ঘটনাবলীর উপর এক ডজন বইয়ের লেখক স্টিয়ারলিন সম্প্রতি প্রকাশিত তাঁর একটি বইয়ে এ দাবি করেন৷ তাঁর মতে, বার্লিনে রাখা ৫০ সেন্টিমিটার দীর্ঘ এই মূর্তিটি জার্মান প্রত্নতত্ত্ববিদ লুডভিগ বর্শার্ট এর আদেশে শিল্পী গেরার্ট মার্কস তৈরি করেছিলেন৷ বর্শার্ট মূলত প্রাচীন মিশরীয়দের ব্যবহৃত রঙের ধরণ ও স্থায়িত্ব সম্পর্কে পরীক্ষা চালানোর জন্য এই মূর্তিটি তৈরি করিয়েছিলেন৷

স্টিয়ারলিন বলেন, ১৯১২ সালের ৬ ডিসেম্বর জার্মানির এক রাজপুত্র মূর্তিটি দেখার পরে এটাকে মৌলিক কাজ বলে এতটা প্রশংসা করেছিলেন যে, বর্শার্ট তাঁর অতিথিদের নিরাশ না করতে এটির প্রকৃত পরিচয় প্রকাশ করেননি৷ স্টিয়ারলিনের যুক্তি হচ্ছে, মূর্তিটির কাঁধের কাছে খাড়াভাবে কাটা হয়েছে যা ১৯ শতকের একটি ধারা৷ অথচ মিশরীয়রা তাদের ভাস্কর্যগুলোকে অনুভূমিকভাবে কাটতো৷

সুইজারল্যান্ডের শিল্প বিষয়ক ঐতিহাসিক হেনরি স্টিয়ারলিন বলছেন, এই ভাস্কর্যটি ১৯১২ সালে তৈরি যা নেফারতিতির প্রাচীন মূর্তি থেকে নকল করা হয়েছে৷ছবি: picture-alliance/dpa

স্টিয়ারলিন তাঁর বই-এ তাঁর দাবির স্বপক্ষে মূর্তিটি মিশর থেকে জার্মানি আনার সময়ের কিছু সমস্যার উল্লেখ করেন এবং সেসময় প্রকাশিত বেশ কিছু বৈজ্ঞানিক প্রতিবেদন তুলে ধরেন৷ এটি আবিষ্কারের ১১ বছর পর ১৯২৩ সালে এই বিষয়ে বিস্তারিত বৈজ্ঞানিক প্রতিবেদনগুলো প্রকাশিত হয়েছিল৷ তিনি বলেন, ব্যতিক্রমধর্মী এই মূর্তিটি কি করে এমন অক্ষত উদ্ধার করা সম্ভব হলো সে বিষয়েও প্রত্নতত্ত্ববিদ কোন ব্যাখ্যা দেয়ার প্রয়োজন বোধ করেননি – এটা আশ্চর্যজনক৷ স্টিয়ারলিন বলেন, যে বর্শার্ট জানতেন এটা নকল এবং সম্ভবত সেকারণেই তিনি ১০ বছর যাবত এই মূর্তি তৈরিতে অর্থ দাতা ব্যক্তির বসার ঘরে এটিকে ফেলে রেখেছিলেন৷

প্রসঙ্গত, কিছুদিন আগে এমন দাবি তোলা হয়েছিল, যে রানি নেফারতিতির এই মূল্যবান মূর্তিটি আদৌ আসল নয় বরং আসলটি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় ধ্বংস হয়ে গিয়েছিল৷ অনেকের আশংকা, তখন আডল্ফ হিটলার মিশরীয়দের কষ্ট লাঘব করতে অনুরূপ একটি মূর্তি তৈরি করিয়েছিলেন৷ অবশ্য অনেকে আরো মারাত্মক অভিযোগ তুলেছিলেন, যে হিটলার আসল ভাস্কর্যটি ব্যক্তিগত সংগ্রহে রেখে দিয়ে সেখানে একটি নকল ভাস্কর্য স্থাপন করেন৷ সম্প্রতি জার্মানির চ্যারিটি হাসপাতালের ইমেজিং সায়েন্স ইন্সটিটিউট এই ভাস্কর্যটির নানা আঙ্গিকে অত্যাধুনিক সিটি স্ক্যান করে এসব শংকা দূর করেছে৷ এই সিটি স্ক্যানের মাধ্যমে গবেষকরা আরো জানতে পেরেছেন, যে ভাস্কর্যটির উপরে প্লাস্টার প্রলেপ দেয়া থাকলেও ভেতরে আরেকটি স্তরে রয়েছে চুনা পাথরের আবরণ৷

উল্লেখ্য, বার্লিনের প্রাচীন জাদুঘরে স্থান পাওয়া অন্যান্য সামগ্রীর সাথে নেফারতিতির এই মূর্তিটিও অক্টোবর মাসে নবনির্মিত জাদুঘরে স্থানান্তরিত করা হবে৷ এদিকে, ১৯২৩ সালে ভাস্কর্যটি জাদুঘরে প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা হলে তখন থেকেই মিশর এটি তাদেরকে ফেরত দেয়ার জন্য জার্মানিকে চাপ দিয়ে আসছে৷ এই বিখ্যাত ভাস্কর্যটি দেখতে প্রতিবছর বার্লিনের ঐ জাদুঘরে প্রায় পাঁচ লাখ মানুষ ভিড় করে৷

প্রতিবেদক: হোসাইন আব্দুল হাই, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ