1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রান আউট

১৪ এপ্রিল ২০১২

অস্ট্রেলিয়া দলের অন্যতম সেরা অলরাউন্ডার শেন ওয়াটসন৷ ব্যাটিং, বোলিং এমনকি ফিল্ডিং এও দলের নির্ভরযোগ্য খেলোয়াড়৷ তবে একটি বিষয়ে ওয়াটসনকে নিয়ে দলের ভোগান্তির শেষ নেই৷ তার রান আউট হওয়ার প্রবণতা৷

ছবি: AP

এখন পর্যন্ত ৩৩টি টেস্ট ম্যাচ খেলেছেন ডান হাতি এই ব্যাটিং অলরাউন্ডার৷ তার মধ্যে আটবারই রান আউট হয়েছেন৷ নিজে আউট হলেও না হয় মেনে নেওয়া যায়, কিন্তু মাঝে মধ্যে সতীর্থ ব্যাটসম্যানকেও রান আউট করাচ্ছেন ওয়াটসন৷ তার ভুল কলিং এ সাড়া দেওয়ার কারণে কিংবা ওয়াটসন কল করার পর নিজেই ঠিকভাবে দৌড় না দেওয়ায় অপরপ্রান্তের ব্যাটসম্যানকে সাজঘরে ফিরতে হচ্ছে৷ এই যেমন সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ওয়াটসনের দোষে পন্টিংকে রান আউট হয়ে ফিরতে হলো৷ টেস্টটি অসিরা জিতলেও ক্রিজে ওয়াটসনের এই ঢিলেমি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে৷ ঘটনাটি নিয়ে নিজেও বেশ অনুশোচনায় ভুগছেন তিনি৷ এক প্রতিক্রিয়ায় বলেন, ‘‘পন্টিং এর রান আউটে আমি কষ্ট পেয়েছি৷ আমি নিজেও অনেকবার রান আউট হয়েছি যেটা ভালো নয়৷ তবে এইবারের ঘটনাটি আমাকে সত্যিই নাড়া দিয়েছে৷ এরকম যাতে আর না ঘটে সেজন্য আমি সবকিছুই করবো৷''

রান আউটের এই বিষয়টি বাদ দিলে ওয়াটসনের পারফরম্যান্স নিয়ে অবশ্য সমালোচকদের বলার তেমন কিছু নেই৷ বার্বাডোজের নাটকীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে তার ৫৪ রানের সুবাদে ক্যারিবীয়দের বিপক্ষে জয় পায় দল৷ তবে রান আউট নিয়ে সমালোচকদের মুখ বন্ধ করতে চান তিনি৷ আর তার কারণে ক্রিজে থাকা অপর ব্যাটসম্যানদেরও সমস্যা হচ্ছে এটি বেশ ভালো বুঝতে পারছেন৷ ‘‘টেস্ট ম্যাচের ফ্ল্যাট উইকেটে যখন রানের খুব প্রয়োজন তখন এই ধরণের সমস্যা কোন ভালো জিনিষ নয়'', বলেন ৩০ বছর বয়েসি শেন ওয়াটসন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (এএফপি)

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ