1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

রাফার কাছে শিবিরে হামলায় ২৫ জন নিহত: গাজা মন্ত্রণালয়

২২ জুন ২০২৪

গাজার কর্মকর্তারা এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি শিবিরে ইসরায়েলি গোলাগুলিতে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। ইসরায়েল জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যালোচনা করছে।

Israel Süd-Israel | Israelische Soldaten
ছবি: Jim Hollander/UPI Photo/Newscom/picture alliance

শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরের কাছে মুওয়াসিতে একটি  শিবিরেইসরায়েলি হামলায় অন্তত ২৫ জন নিহত হন, কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় হামাস কর্মকর্তাদের নিয়ন্ত্রণে কাজ করে৷ কিন্তু জাতিসংঘ এই মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত পরিসংখ্যানকে অত্যন্ত নির্ভরযোগ্য বলে মনে করে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ইসরায়েলি বাহিনী ইসরায়েল-নির্ধারিত নিরাপদ অঞ্চলের বাইরের এলাকায় শিবিরে গোলাবর্ষণ করে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ঘটনাটা পর্যালোচনা করা হচ্ছে, কিন্তু "এমন কোনো ইঙ্গিত নেই যে আইডিএফ [ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী] মানবিক নিরাপদ অঞ্চলের ভিতরে একটি হামলা চালিয়েছে।"

শিবিরে হামলার নিন্দায় সরব রেডক্রস

ইসরায়েল এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের ইন্টারন্যাশনাল রেডক্রস (আইসিআরসি) এই হামলার নিন্দা করে বলেছে, গাজায় তাদের কার্যালয় এবং বাসস্থানের কাছে এ হামলার প্রভাব পড়েছে।

এক্স প্ল্যাটফর্মে একটি বিবৃতিতে সংগঠনটি বলেছে, "এই গুরুতর নিরাপত্তা লঙ্ঘন সাম্প্রতিক ঘটনার একটি। আগেও রেডক্রসের কাঠামোতে বুলেট ছিটকে এসেছে।''

এটি লিখেছে, "মানবতা এবং সাধারণ নাগরিকের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা এই ঘটনার নিন্দা করি। সাধারণ মানুষের ক্ষতি এবং তাদের সম্পদের ক্ষতি এড়াতে সমস্ত সম্ভাব্য সতর্কতা অবলম্বন করার বাধ্যবাধকতা রয়েছে।"

আইসিআরসি বলেছে, রেডক্রস ফিল্ড হাসপাতাল হামলার ফলে হওয়া ২২জনের মৃত্যু এবং ৪৫ জনের আহত হওয়ার বিষয়টি নথিভুক্ত করেছে। এছাড়াও ক্ষয়ক্ষতির রিপোর্ট রয়েছে।

আন্তর্জাতিক সমালোচনা সত্ত্বেও যুদ্ধ চালিয়ে যেতে চায় ইসরায়েল

কয়েক মাস ধরে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ এবং হাজার হাজার মৃত্যু সত্ত্বেও ‘‘হামাসকে নিশ্চিহ্ন না করা'' পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল৷ ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি এবং আরো অনেকে হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করে।

আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা যুদ্ধ বন্ধ করার জন্য অনুরোধ করেছেন। গত বছর ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার পর এই পাল্টা হামলা শুরু হয়েছিল। হামাসের সেই হামলায় প্রায় বারোশ জন নিহত হন। সেই সময় ২৫০ জনকে অপহরণ করা হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েল 'প্রতিশোধমূলক আক্রমণ' শুরু করার পর থেকে ৩৭,০০০ এরও বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে চেষ্টা করছে।

গাজার মূল ২২ লাখ বাসিন্দার ১০ লাখেরও বেশি বর্তমানে রাফা এবং এর আশেপাশে রয়েছেন, যারা যুদ্ধ পরিস্থিতি থেকে পালাতে চান।

জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সংস্থা এই এলাকার ভয়াবহ পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ইসরায়েলকে হামলা থামানোর আহ্বান জানিয়েছে।

আরকেসি/এআই (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ