1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রামনবমীর মিছিল ঘিরে উত্তেজনা বিহার ও পশ্চিমবঙ্গে

৩ এপ্রিল ২০২৩

বিহারের কয়েকটি অঞ্চলে এবং পশ্চিমবঙ্গের দুইটি জেলায় রামনবমীর মিছিল ঘিরে সহিংসতা। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

Indien Kerala Proteste wegen geplanten Vizhinjam-Hafens
প্রতীকী ছবিছবি: REUTERS

রামনবমীর দিন প্রথম উত্তেজনা ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গের হাওড়া জেলায়। অভিযোগ, মিছিলকারীদের সঙ্গে প্রথমে বচসা পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে আরো কিছু জনতা। উত্তেজনা এতটাই ছড়িয়ে পড়ে যে, পুলিশের গাড়ি পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়। একই ধরনের ঘটনা ঘটেছে হুগলির রিষড়ায়। হওড়ার শিবপুরে। অন্যদিকে বিহারে খোদ মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের এলাকায় সংঘর্ষ হয়েছে। এলাকায় ১৪৪ ধারা জারি করেছে পুলিশ।

বৃহস্পতিবার ছিল রামনবমী। ওই দিন দেশের বিভিন্ন প্রান্তে মিছিল বার হয়। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় মিছিল হয়েছে। সর্বত্রই মিছিলের সঙ্গে ছিল পুলিশ এবং দাঙ্গা প্রতিরোধের পুলিশ। তা সত্ত্বেও হাওড়ার ঘটনা আটকানো যায়নি। পরে হাওড়ার শিবপুরেও সহিংসতার ঘটনা ঘটে। একদিন পরে হুগলির রিষড়াতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে এই সমস্ত অঞ্চলেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। কোনো কোনো এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন স্বাভাবিক। তবে বিভিন্ন এলাকায় এখনো চাপা উত্তেজনা আছে।

চন্দননগর পুলিশ কমিশনারেট থেকে জানানো হয়েছে, ''এলাকায় পুলিশ রুট মার্চ করছে। ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত রিষড়ায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।''

রিষড়ার ঘটনার জন্য পুলিশ এখনো পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। আরো কিছু ব্যক্তিকে খোঁজা হচ্ছে। অন্যদিকে হাওড়ার ঘটনাতেও বেশ কিছু দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেছেন, 'দাঙ্গাবাজরা কখনোই গণতন্ত্রকে হারাতে পারবে না।' দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এদিকে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব ঘটনার এএনআই তদন্ত দাবি করেছে।

বিহারের অবস্থা

বিহারের বিহার শরিফ এবং নালন্দা অঞ্চলেও একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল রামনবমীর মিছিলকে কেন্দ্র করে। সাসারাম, বিহার শরিফ, এবং নালন্দা অঞ্চলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। একাধিকবার এই সমস্ত অঞ্চলে সংঘর্ষ হয়েছে। নালন্দায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা ছিল। সংঘর্ষের জন্য তা শেষ মুহূর্তে বাতিল করা হয়। বিহার পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, ঘটনায় বেশ কিছু বাড়ি আগুনে পুড়ে গেছে। বহু মানুষ আহত হয়েছেন। দুইজন পুলিশও আহত হয়েছেন।

পুলিশের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল নবীনচন্দ্র ঝা, জেলা শাসক ধর্মেন্দ্র কুমার, এলাকার এসপি বিনীত কুমার-- সকলেই রুট মার্চে অংশ নিয়েছেন। পরিস্থিতি আপাতত অনেকটাই স্বাভাবিক বলে জানিয়েছে বিহারের প্রশাসন।

বস্তুত, বিহার শরিফ অঞ্চলটি মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। খোদ মুখ্যমন্ত্রীর এলাকায় কী করে এত সংঘর্ষ হচ্ছে, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

এসজি/জিএইচ (পিটিআই, এএনআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ