1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রামপালে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু

১৬ ফেব্রুয়ারি ২০২৩

মাত্র ছয় দিনের কয়লা মজুত নিয়ে বুধবার রাত ১১টায় রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে পুনরায় উৎপাদন শুরু হয়েছে৷ কয়লা সংকটের কারণে এক মাস আগে উৎপাদন বন্ধ হয়ে যায়৷

রামপাল
রামপালছবি: Al-emrun Garjon/AP/picture alliance

চুক্তির প্রায় ১০ বছর পর বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিটে গত ১৭ ডিসেম্বর রাতে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়৷ কিন্তু কয়লা সংকটে ১৪ জানুয়ারি থেকে এর উৎপাদন বন্ধ ছিল৷ ডলার-সংকটের কারণে এলসি জটিলতায় কয়লা আমদানি করতে না পারায় কেন্দ্রের মজুত শেষ হয়ে যায়৷

গত ৯ ফেব্রুয়ারি ৩০ হাজার টন কয়লা আসে৷ চলমান এই ইউনিটের উৎপাদন ক্ষমতা ৬৬০ মেগাওয়াট৷ কেন্দ্রটিতে তিন মাসের কয়লা মজুতের সক্ষমতা রয়েছে৷ তবে নিরবচ্ছিন্নভাবে উৎপাদন চালু রাখতে এক মাসের কয়লা মজুত রাখার নিয়ম আছে৷ আগামী জুনে দ্বিতীয় ইউনিটও চালু এবং বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রটির৷

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, ‘কয়লা সংকটে বন্ধ থাকা ইউনিটটি বুধবার রাত ১১টা ৩ মিনিটে পুনরায় চালু হয়েছে৷ কয়লার সরবরাহ নিশ্চিত হওয়ায় কেন্দ্রটি চালু করা হয়৷‘

তিনি বলেন, গত ৯ ফেব্রুয়ারি একটি জাহাজে ৩০ হাজার মেট্রিক টন কয়লা বিদ্যুৎকেন্দ্রে আসে৷ একটি ইউনিট চালু রাখতে দিনে পাঁচ হাজার টন কয়লা প্রয়োজন৷ তাই এ কয়লায় কেন্দ্রটি ছয় দিন চালু থাকবে৷ ইন্দোনেশিয়া থেকে একটি জাহাজ বিদ্যুৎকেন্দ্রটির জেটিতে আসতে ১০ দিন সময় লাগে৷‘

আগামী ১৮ ফেব্রুয়ারি এই বিদ্যুৎকেন্দ্রের জন্য ৫৫ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে আরেকটি জাহাজ আসবে বলে তিনি জানান৷

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ভারতের যৌথ বিনিয়োগে ১ হাজার ৩২০ মেগাওয়াটের দুই ইউনিটের বিদ্যুৎকেন্দ্রটি নির্মিত হয়েছে৷ প্রথম ইউনিটে এর উৎপাদন ক্ষমতা ৬৬০ মেগাওয়াট৷ বাণিজ্যিকভাবে উৎপাদন শুরুর হয় ১৭ ডিসেম্বর৷ বন্ধ হওয়ার আগ পর্যন্ত এই ইউনিট থেকে প্রতিদিন ৫৬০ থেকে ৫৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়ছিলো৷

দ্বিতীয় ইউনিট আগামী এপ্রিল মাসে চালুর কথা রয়েছে৷

সুন্দরবনের কাছে এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে শুরু থেকেই আপত্তি জানান পরিবেশবাদীরা৷

একেএ/কেএম(বাংলা ট্রিবিউন, প্রথম আলো)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ