1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্লগারদের আপত্তি

জাহিদুল হক২২ এপ্রিল ২০১৩

রামপালে ১,৩২০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশ ও ভারতের মধ্যে শনিবার সন্ধ্যায় তিনটি চুক্তি সই হয়েছে৷ ২০১৮ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হবে বলে জানা গেছে৷

ছবি: Anonymous/AP/dapd

এ লক্ষ্যে দুই দেশের প্রতিনিধিদের সমন্বয়ে ‘বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি' নামে একটি কোম্পানিও গঠন করা হয়েছে৷

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম বলেন, ‘‘বিদ্যুতের মহাপরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে কয়লা দিয়ে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে৷ তারই বাস্তবায়ন শুরু হয়েছে৷''

তবে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কারণে রামপাল ও তার পাশে অবস্থিত সুন্দরবনের উপর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অনেক ব্লগার৷

সামহয়্যার ইন ব্লগে বিবাগী বাউল লিখেছেন, বিদ্যুৎ সংকটের অজুহাতে বাংলাদেশের ঐতিহ্যবাহী সুন্দরবন বিধ্বংসী ও প্রাণ-পরিবেশ-প্রতিবেশ-জীবন-জীবিকা ধ্বংসকারী কোনো প্রকল্প মেনে নেয়া যায় না৷ তাই অবিলম্বে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রকল্প বাতিল করার দাবি জানিয়েছেন তিনি৷

এ প্রসঙ্গে প্রধান বিরোধী দল বিএনপির ভূমিকারও সমালোচনা করেন ব্লগার বিবাগী বাউল৷ ভারতের সঙ্গে সম্পাদিত এই চুক্তিকে ‘জাতীয় স্বার্থবিরোধী' আখ্যায়িত করে তিনি বলেন, বিরোধী জোট এ প্রসঙ্গে কোনো প্রতিবাদ না করে ‘চলমান ভারতীয় লুণ্ঠন'-কে পরোক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছে৷

আরেক ব্লগার ‘টি-ভাইরাস' সামহয়্যার ইন ব্লগে ভারতীয় রাষ্ট্রায়ত্ত কোম্পানি এনপিটিসি-র ওয়েবসাইট ও বিভিন্ন গণমাধ্যমের সূত্রের উল্লেখ করে বলেছেন, এনপিটিসি এর আগে ভারতের মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলায় রামপাল কেন্দ্রের মতোই ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট নির্মাণের প্রস্তাব দিয়েছিল৷ কিন্তু এলাকাটি কৃষিপ্রধান হওয়ায় এবং এর ১৫ কিলোমিটারের মধ্যে সংরক্ষিত বনাঞ্চল থাকায় তারা অনুমতি পায়নি৷

‘রাজনীতি বিশ্লেষণ' নামের আরেক ব্লগারের মন্তব্য, রামপালে কয়লাভিত্তিক তাপ-বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত সুন্দরবনকে ধ্বংস করার অপচেষ্টা মাত্র৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ