1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার ইআইএ করতে হবে: ইউনেস্কো

২১ সেপ্টেম্বর ২০১৬

সুন্দরবনের পাশে রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের লক্ষ্যে করা পরিবেশগত প্রভাব সমীক্ষা (ইআইএ) সঠিকভাবে করা হয়নি বলে মনে করছে ইউনেস্কো৷ তাই সমীক্ষাটি আবারো করতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের সংস্থাটি৷

সুন্দরবন
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman

ঢাকার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরে বলা হয়েছে, ইউনেস্কো গতমাসে বাংলাদেশ সরকারকে একটি প্রতিবেদন পাঠিয়েছে৷ ইউনেস্কোর তিন প্রতিনিধির সুন্দরবন পরিদর্শন নিয়ে তৈরি ঐ প্রতিবেদনে বাংলাদেশ সরকারকে নতুন করে ইআইএ করে আইইউসিএন এর কাছ থেকে ‘অ্যাডভাইস নোট' নিয়ে জমা দিতে অনুরোধ জানানো হয়েছে৷ এছাড়া এই প্রতিবেদনের আগে রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ শুরু না করারও আহ্বান জানানো হয়েছে৷

আগামী মাসের ১১ তারিখের মধ্যে সরকারকে প্রতিবেদনের উত্তর দিতে বলা হয়েছে৷

ইউনেস্কোর এই প্রতিবেদন এমন এক সময়ে এসেছে যখন ‘বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড' শিগগিরই ভারতের এক্সিম ব্যাংকের সঙ্গে ঋণচুক্তিতে সই করতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে৷

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী নসরুল হামিদ ঢাকার ঐ জাতীয় দৈনিককে জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে ইউনেস্কোর প্রতিবেদনের উত্তর তৈরি হয়ে যাবে৷ তবে নতুন করে ইআইএ করা হবে কিনা সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানান তিনি৷

এদিকে, গ্রিনপিস সহ ৪০টি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠনের নেটওয়ার্ক ‘ব্যাংকট্র্যাক' রামপাল প্রকল্পে অর্থ সহায়তা না দিতে ভারতের এক্সিম ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে৷ সংস্থাটি বলছে, কয়লা বিদ্যুৎ প্রকল্প সুন্দরবনের মানুষ ও প্রাণীর প্রতি হুমকিস্বরূপ৷

আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠনের আরেকটি নেটওয়ার্ক ‘ফ্রেন্ডস অফ দ্য আর্থ ইন্টারন্যাশনাল' বা এফওইআই বাংলাদেশের ক্ষতিকারক কয়লা প্রকল্পে অর্থায়ন না করতে মার্কিন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছে৷

রামপাল ছাড়াও সুন্দরবনের পাশে বাংলাদেশের ওরিয়ন গ্রুপের আরেকটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে এবং সেই প্রকল্পে যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংক সহায়তা করতে পারে এমন সম্ভাবনার খবর তাদের কাছে বলে দাবি করছে এফওইআই৷ এই দাবির পক্ষে তথ্যপ্রমাণ হিসেবে কিছু কাগজপত্র এফওইআই-এর কাছে আছে বলে জানিয়েছে পরিবেশ বিষয়ক সংবাদভিত্তিক ওয়েবসাইট ‘ইকোওয়াচ'৷ এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তারা, যার শিরোনাম ‘যুক্তরাষ্ট্রের করের টাকা কি বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসে অর্থায়ন করা হচ্ছে?'

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ