1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রামাদি এখনো আইএস-এর দখলে

২০ মে ২০১৫

ইরাকের রামাদি শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ইসলামিক স্টেট৷ আনবার প্রদেশের এই শহরটিকে আইএসমুক্ত করতে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে ইরাকের সেনাবাহিনী৷

IS Syrien Kämpfer Islamischer Staat Rakka
(ফাইল ফটো)ছবি: picture-alliance/AP Photo/Raqqa Media Center

রবিবার আনবার প্রদেশের সবচেয়ে বড় শহর রামাদির নিয়ন্ত্রণ নিয়ে নেয় সুন্নি মুসলমানদের জঙ্গি সংগঠন আইএস৷ তারপর থেকে তীব্র যুদ্ধ চলছে শহরটিকে ঘিরে৷ শিয়া আধা-সামরিক বাহিনীকে সঙ্গে নিয়ে দখল ফিরে পাওয়ার চেষ্টা করছে ইরাকের সেনাবাহিনী৷ তবে এখনো সাফল্যের বড় কোনো সম্ভাবনা দেখা যায়নি৷ রামাদি নিয়ন্ত্রণে নেয়ার পর থেকে আইএস যোদ্ধারা ঘরে ঘরে ঢুকে সরকারি বাহিনী এবং শিয়া যোদ্ধাদের খুঁজছে৷

আইএসবিরোধী চলমান যুদ্ধে শিয়াদের আধা সামরিক বাহিনী বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে৷ রামাদিকে আবার আইএসমুক্ত করার জন্যও লড়ছে তারা৷ ইতিমধ্যে ঘোষণা করেছে, ‘রামাদি যুদ্ধ' জয়ের জন্যও তারা সর্বাত্মক চেষ্টা করবে৷

আইএস যোদ্ধারা ঘরে ঘরে ঢুকে সরকারি বাহিনী এবং শিয়া যোদ্ধাদের খুঁজছেছবি: Reuters/K. Ashawi

এদিকে ইরাক সরকার মনে করছে, রামাদি থেকে আইএস যোদ্ধাদের বিতাড়িত করতে সেখানকার সুন্নিদের সহায়তা অত্যাবশ্যক৷ তাই সুন্নিদের প্রতি সামরিক বাহিনীর সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সরকার৷

যুদ্ধে সুন্নিদের সম্পৃক্ত করতে নতুন উদ্যোগও নেবে ইরাকের সরকার৷ মঙ্গলবার সে দেশের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি জানিয়েছেন, রামাদি থেকে আইএস যোদ্ধাদের নিশ্চিহ্ন করার যুদ্ধের জন্য সুন্নিদের প্রশিক্ষণ এবং অস্ত্র দেয়া হবে৷ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আবাদির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন৷

অবশ্য প্রধানমন্ত্রী আবাদির এই উদ্যোগ সুন্নিদের মানসিকতায় বড় কোনো পরিবর্তন আনতে পারবে কিনা এ বিষয়ে অনেক রাজনৈতিক বিশ্লেষকের সংশয় রয়েছে৷ গত কয়েক বছর ধরে ইরাকের সুন্নিরা নিজেদের সুবিধাবঞ্চিত মনে করেন৷ তাঁরা মনে করেন, সরকার শিয়াদের সার্বিক উন্নতির দিকেই বেশি নজর দিচ্ছে, সুন্নিদের ব্যাপারে সরকার উদাসীন৷

এসিবি/জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ