1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৌদ্ধ মন্দির পুনর্নিমাণে জার্মান সাহায্য

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২১ ফেব্রুয়ারি ২০১৩

রামুতে সাম্প্রদায়িক হামলায় ধ্বংস হওয়া একটি বৌদ্ধ মন্দির পুনর্নিমাণের জন্য ৫২ লাখ টাকা অনুদান দিয়েছে জার্মান সরকার৷ ঢাকায় চুক্তি সইয়ের পর রাষ্ট্রদূত ড. আলব্রেশট কনৎসে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ৷

German Ambassador to Bangladesh, Dr. Albrecht Conze annonced (on 20.02.2013 ) financial help to rebuild a Buddhist temple in Ramu, Cox's Bazar, Bangladesh; Copyright: DW/Harun Ur Rashid Swapan
ছবি: DW/Harun Ur Rashid Swapan

গত বছরের ২৯শে সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামু বৌদ্ধ বসতিতে সাম্প্রদায়িক হামলায় ১২টি মন্দির এবং ৩০টি বাড়ি ধ্বংস হয়৷ আর তা নিয়ে সারা দেশে ওঠে প্রতিবাদের ঝড়৷ যা বিশ্ববাসীকেও নাড়া দিয়েছে৷ জার্মানিও তার ব্যতিক্রম নয়৷

রাষ্ট্রদূত ড. আলব্রেশট কনৎসে (মাঝে)ছবি: DW/Harun Ur Rashid Swapan

জার্মানির একটি প্রতিনিধি দল এবং রাষ্ট্রদূত ড. আলব্রেশট কনৎসে রামুর ক্ষতিগ্রস্ত বৌদ্ধ পল্লি পরিদর্শন করেন৷ তাঁরা সেখানকার লোকজনের সঙ্গে কথা বলে রামুর জেটোবন বৌদ্ধমন্দির পুনর্নিমাণে সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেন৷ রাষ্ট্রদূত ড. কনৎসে বলেন, ঐ হামলা ছিল ভয়াবহ৷ এবং এর প্রভাব ছিল অনেক৷ কিন্তু বাংলাদেশ সরকার যে ভাবে দ্রুত তাদের পাশে দাঁড়িয়েছে তা প্রশংসার দাবিদার৷

তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ৷ আর বাংলাদেশে একটি ধর্ম প্রধান৷ কিন্তু অন্য ধর্মাবলম্বীদের স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকারই হল ধর্ম নিরপেক্ষতা৷ জার্মানি এই আদর্শের পক্ষে৷

চুক্তিসই অনুষ্ঠানে জানানো হয়, রামুর জেটোবন বৌদ্ধমন্দির পুনর্নিমাণের মূল কাজ বাংলাদেশ সরকারের উদ্যোগেই হচ্ছে৷ কিন্তু মূল মন্দিরের বাইরে পাঠাগার, বিশ্রামাগার এবং বাদ্যযন্ত্রসহ আনুষঙ্গিক আরো কিছু কাজে অনুদানের অর্থ খরচ করা হবে৷ মন্দিরের পুরোহিত আরিয়াবদি ভিক্ষু অনুদানের জন্য জার্মান সরকারকে ধন্যবাদ জানান৷

তিনি বলেন, জার্মান সরকারের এই অনুদানের কারণে তাঁদের আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে৷ তাঁরা এখন মনে করেন, সারা বিশ্ব তাঁদের পাশে আছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ