খেরসন অঞ্চলে পাল্টা আক্রমণ ইউক্রেনের সেনার। ইউক্রেনের দাবি, অন্তত ৫০ জন রাশিয়ার সেনা মারা গেছে। রাশিয়া বলেছে, ছয়জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
খেরসন এখন রাশিয়ার দখলে। সেখানেই হামলা করেছে ইউক্রেনের সেনা। ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, তাদের আক্রমণে রাশিয়ার কামান, অস্ত্রশস্ত্র, গোলাবরুদ ধ্বংস হয়েছে। আর মারা গেছেন ৫০ জন রাশিয়ার সেনা।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব সংবাদসংস্থা তাস জানিয়েছে, এই হামলায় ছয়জন বেসামরিক মানুষ মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। তারপর থেকে দুই দেশই বেসামরিক মানুষদের মৃত্যুর জন্য একে অপরকে দায়ী করছে।
ইউক্রেনের অভিযোগ, মিকোলাইভে রাশিয়ার গোলার আঘাতে ১২ জন আহত হয়েছেন। এছাড়া রাশিয়ার রকেট এসে শহরের চিকিৎসাকেন্দ্র ও বাড়ির উপর আছড়ে পড়েছে।
ইউক্রেনে রাশিয়ার বিধ্বস্ত ট্যাংক নিয়ে প্রদর্শনী
ইউক্রেনে হামলা করতে গিয়ে বেশ কিছু সামরিক যান হারিয়েছে রাশিয়া৷ বিধ্বস্ত কিছু ট্যাংক নিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশটির রাজধানীতে আয়োজন করা হয়েছে একটি প্রদর্শনী৷
ছবি: GLEB GARANICH/REUTERS
কিয়েভের কেন্দ্রে প্রদর্শনী
ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশটির রাজধানী কিয়েভে হামলার ঘটনা ঘটলেও বর্তমানে সেখানে আর নতুন হামলার কথা শোনা যাচ্ছে না৷ বরং রাজধানীর কেন্দ্রে এক প্রদর্শনী চলছে, যেখানে রাশিয়ার বিধ্বস্ত বিভিন্ন ট্যাংকসহ সামরিক যান জনসাধারণের দেখার জন্য রাখা হয়েছে৷ ছবিতে এক শিশু একটি ট্যাংক দেখছে৷
ছবি: GLEB GARANICH/REUTERS
রাস্তার পাশে বিধ্বস্ত ট্যাংক
কিয়েভের রাস্তার পাশে পড়ে থাকা এক বিধ্বস্ত রুশ ট্যাংকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে একদল তরুণ৷
ছবি: GLEB GARANICH/REUTERS
বিধ্বস্ত ট্যাংকের সামনে শিশু
কিয়েভের কেন্দ্রে প্রদর্শিত একটি বিধ্বস্ত ট্যাংকের সামনে ছবির জন্য পোজ দিচ্ছে এক শিশু৷
ছবি: GLEB GARANICH/REUTERS
খুঁটিয়ে দেখা
কিয়েভে প্রদর্শিত একটি রুশ ট্যাংক খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন একদল ইউক্রেনীয়৷
ছবি: GLEB GARANICH/REUTERS
স্বাভাবিক পরিস্থিতি
বার্তাসংস্থা রয়টার্সের ছবিগুলোতে প্রদর্শনীর স্থানে বেশ স্বাভাবিক পরিস্থিতি দেখা গেছে৷ ছবিতে বিধ্বস্ত ট্যাংকের পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি৷
ছবি: GLEB GARANICH/REUTERS
যুদ্ধের পরিস্থিতি নিয়ে নানা বক্তব্য
ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি নিয়ে গণমাধ্যমগুলোতে নানা খবর পাওয়া যাচ্ছে৷ সেখানকার প্রকৃত অবস্থা বোঝা এখনো কঠিন৷ দেশটির উপর রাশিয়ার হামলার তিন মাস পর প্রেসিডেন্ট জেলেনস্কি আগামী কয়েক দিনে আরো জোরালো রুশ হামলার আশঙ্কা করছেন৷
ছবি: GLEB GARANICH/REUTERS
6 ছবি1 | 6
অ্যামেরিকার বাড়তি সাহায্য
অ্যামেরিকা জানিয়েছে, তারা ইউক্রেনকে ১৭০ কোটি ডলারের বাড়তি আর্থিক সাহায্য করবে। এই অর্থ দিয়ে ইউক্রেন স্বাস্থ্যের মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের বেতন দিতে পারবে।
রাজস্ব মন্ত্রণালয়ের তরফে বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমান অর্থসাহায্য তারই অঙ্গ। গত মে মাসে বাইডেন ইউক্রেনকে ৭৫০ কোটি ডলার দেয়ার সিদ্ধান্ত নেন।
জার্মান ও ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর কথা
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রেজনিকভ জানিয়েছেন, তিনি জার্মানির প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। ইউক্রেনে অস্ত্র পাঠানো ও ব্যবহার নিয়ে তাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন, জার্মানির কাছ থেকে তারা শীঘ্রই ভালো খবর শুনতে পাবেন বলে আশা করছেন।
ইউক্রেনের গৃহহীন শিশুদের কথা
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে দেশ ছেড়েছে অন্তত লাখ লাখ মানুষ৷ তাদের মধ্যে নারী আর শিশুই বেশি৷ ছবিঘরে দেখে নিন এমন কিছু শিশুর ছবি আর জানুন তাদের কথা৷
ছবি: KAI PFAFFENBACH/REUTERS
প্রিয় পুতুলের সঙ্গে ঘরছাড়া
রোমানিয়ায় একটি স্পোর্টস অ্যারেনাতে ইউক্রেনের শরণার্থীদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে৷ সেখানেই ঘুমিয়ে আছে শিশুটি৷ নিজের দেশ, প্রিয় ঘর সব ছেড়ে আসতে হয়েছে, কিন্তু সঙ্গে নিতে ভোলেনি প্রিয় বার্বি পুতুলটিকে৷
ছবি: CLODAGH KILCOYNE/REUTERS
দীর্ঘ যাত্রার ক্লান্তি
ইউক্রেন থেকে ট্রেনে দীর্ঘ যাত্রা শেষে রোমানিয়ার বুখারেস্টে এক শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে এই পরিবারটি৷ দীর্ঘ যাত্রার ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে শিশুটি৷ মায়ের মুখে বেদনার ছায়া৷
ছবি: EDGARD GARRIDO/REUTERS
যুদ্ধ কি জানে না যে শিশু
ইউক্রেনের লভিভ থেকে বাসে করেও দেশ ছাড়ছেন অনেকে৷ একটি বাসে বাবার পাশে বসে ক্যামেরার উদ্দেশে মিষ্টি করে হেসে হাত নাড়ছে শিশুটি৷ তার জন্য হয়ত এটা বেড়াতে যাওয়া৷ নিজের দেশ, ঘর ছেড়ে যাওয়ার যন্ত্রণার অনুভূতি এখনো তার অজানা ৷
ছবি: PAVLO PALAMARCHUK/REUTERS
ভাই-বোনের ট্রেনের অপেক্ষা
ইউক্রেনের এলভিভ রেলস্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে ভাই৷ কোলে ঘুমন্ত ছোট্ট বোন৷ ইউক্রেন ছাড়ার ট্রেনের অপেক্ষায় তারা৷
ছবি: KAI PFAFFENBACH/REUTERS
গন্তব্যের অপেক্ষা
ইউক্রেনের কিয়েভ থেকে সিরাত সীমান্ত দিয়ে রোমানিয়ায় প্রবেশ করেছে ছোট্ট আলোকসান্দ্রা আর তার মা৷ এখন গন্তব্য রাজধানী বুখারেস্ট৷ ট্রেন স্টেশনে অপেক্ষা করার সময় মায়ের ফোনে কার্টুন দেখছে সে৷
ছবি: CLODAGH KILCOYNE/REUTERS
বার্লিনের পথে
পোল্যান্ডের ক্রাকাও থেকে বার্লিনে যাচ্ছেন ইউক্রেন থেকে পালিয়ে আসা এই মা৷ ট্রেনে ঘুমিয়ে পড়েছে দুই সন্তান৷ কিন্তু মায়ের চোখে ঘুম নেই৷ অজানা ভবিষ্যতের পথে চলেছেন৷ তাই চোখে হতাশা আর উৎকণ্ঠা৷
ছবি: FABRIZIO BENSCH/REUTERS
নিরাপদ আশ্রয়ের খোঁজে
পোল্যান্ডের ক্রাকাও থেকে জার্মানির রাজধানী বার্লিন যাচ্ছে ট্রেনটি৷ ইউক্রেন থেকে পালিয়ে আসা অনেক মানুষ এই ট্রেনটিতে৷ গাদাগাদি করে বসেছেন নারী ও শিশুরা৷ নিরাপদ আশ্রয়ের খোঁজে চলেছেন তারা৷
ছবি: FABRIZIO BENSCH/REUTERS
দেশ ছাড়ার অপেক্ষা
ইউক্রেনের লভিভ রেলস্টেশনে হাজারো মানুষের ভিড়৷ অনেক শিশু রয়েছে সেখানে৷
ছবি: PAVLO PALAMARCHUK/REUTERS
ফেলে আসা প্রিয়জন
৩২ বছর বয়সি আনা, সন্তানদের নিয়ে পোল্যান্ডের ক্রাকাও থেকে বুদাপেস্ট যাওয়ার ট্রেনে উঠেছেন৷ ইউক্রেনে থেকে গেছেন তার স্বামী অর্থোডক্স চার্চের যাজক মিখাইল পিটনিস্কি৷ অনিশ্চিত ভবিষ্যতের পথে যাত্রা৷ তাই চোখের জল বাঁধ মানছে না আনার৷
তুরস্কের উদ্যোগে বুধবার ইস্তাম্বুলে আলোচনায় বসবেন ইউক্রেন, রাশিয়া, তুরস্কের সেনা প্রতিনিধিদল। সঙ্গে থাকবেন জাতিসংঘের প্রতিনিধিরা। কৃষ্ণসাগর থেকে জাতিসংঘের করিডোর দিয়ে ইউক্রেন থেকে খাদ্যশস্যভর্তি জাহাজ যাতে আসতে পারে, তা নিয়েই কথা হবে। জাতিসংঘের মহাসচিব অবশ্য বলেছেন, এই প্রকল্প বাস্তবায়িত করতে গেলে এখনো অনেকটা পথ হাঁটতে হবে।