1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়াকে আবার হুমকি বাইডেনের

৩ জানুয়ারি ২০২২

রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে নির্ণায়ক জবাব দেবে অ্যামেরিকা ও তার শরিক দেশগুলি। জানিয়ে দিলেন বাইডেন।

ফোনে কথা বললেন অ্য়ামেরিকা ও ইউক্রেনের প্রেসিডেন্ট।
ছবি: AFP

ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোনে জানিয়ে দিলেন বাইডেন। রাশিয়া যদি তাদের আক্রমণ করে, তাহলে অ্যামেরিকা চুপ করে বসে থাকবে না। অ্যামেরিকা ও তার শরিকরা নির্ণায়ক জবাব দেবে। রাশিয়া ইউক্রেন সীমান্তে লাখো সেনা জড়ো করেছে। ইউক্রেন, অ্যামেরিকা, পশ্চিমা দেশগুলির অনুরোধ সত্ত্বেও তারা সেনার সংখ্যা কমাচ্ছে না। রাশিয়ার প্রেসিডেন্ট পুটিনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন বাইডেন। তারপরেও উত্তেজনা কমেনি।

দিন কয়েক আগেই পুটিনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন বাইডেন। সেখানে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছিল। তারপরই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে বাইডেন আবার জানিয়ে দিলেন, ইউক্রেন আক্রান্ত হলে অ্য়ামেরিকা চুপ করে বসে থাকবে না। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানিয়েছেন, বাইডেন বলেছেন, ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা করার বিষয়ে অ্যামেরিকা দায়বদ্ধ।

উত্তেজনার মধ্যেই রাশিয়ার সামরিক মহড়া শুরু

03:27

This browser does not support the video element.

কী কথা হয়েছে?

আগামী ৯ জানুয়ারি জেনিভায় বাইডেন-পুটিন মুখোমুখি বৈঠক হবে। তার আগে ফোনে ইউক্রেনের প্রেসিডেন্টকে বাইডেন বলেছেন, অ্যামেরিকা ইউক্রনকে সর্বোচ্চ প্রাধান্য দেবে। ইউক্রেনের প্রেসিডেন্টও টুইট করে বলেছেন, বাইডেন তাকে জানিয়েছেন, অ্যামেরিকা ইউক্রেনকে প্রশ্নহীন সমর্থন দেবে। তাছাড়া তারা ইউরোপের পরিস্থিতি, সংস্কার, ইত্যাদি বিষয় নিয়েও কথা বলেছেন।

জিএইচ/এসজি (ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ