1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজরাশিয়া

রাশিয়াকে ইউরোতেই গ্যাসের দাম

৩১ মার্চ ২০২২

বুধবার এবিষয়ে পুটিন এবং শলৎসের মধ্যে আলোচনা হয়েছে। দুই দেশই তারপর বিবৃতি জারি করেছে।

ওলফ শলৎস
ছবি: Kay Nietfeld/dpa/picture alliance

ইউরোতেই আপাতত রাশিয়াকে গ্যাসের দাম দিতে পারবে জার্মানি। বুধবার জার্মানির চ্যান্সেলরের অফিস থেকে এ কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে। তবে এনিয়ে আলোচনা আরো চলবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

চ্যান্সেলর ওলফ শলৎসের অফিস জানিয়েছে, বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে দীর্ঘ কথা হয়েছে শলৎসের। জার্মানি রাশিয়াকে জানায়, আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী রাশিয়াকে ইউরোতেই গ্যাসের দাম দেওয়ার কথা জার্মানির। রাশিয়া জানায়, ইউরোপ যেভাবে তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে, তাতে রুবেলে দাম নেওয়া ছাড়া তাদের সামনে আর কোনো উপায় নেই। তবে শেষ পর্যন্ত স্থির হয়েছে, জার্মানি গ্যাসের দাম গ্যাজপ্রোম ব্যাংকে ইউরোতে দেবে। রাশিয়া সেখান থেকে রুবেলে টাকা তুলবে। এখনো পর্যন্ত গ্যাজপ্রোম ব্যাংকের উপর কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি।

শলৎসের অফিস অবশ্য জানিয়েছে, মুখের কথায় হবে না, রাশিয়াকে লিখিতভাবে একথা জানাতে হবে। আগামী কয়েকদিনের মধ্যে এবিষয়ে রাশিয়া এবং জার্মানির প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে আরো আলোচনা হবে বলেও জানানো হয়েছে।

রাশিয়াও জানিয়েছে, এবিষয়ে আরো আলোচনা হবে। তবে আপাতত গ্যাজপ্রোম ব্যাংকে ইউরোতেই টাকা দিতে পারবে জার্মানি।

গত সপ্তাহে পুটিন জানিয়েছিলেন, ইউরোপীয় ইউনিয়ন-সহ একাধিক দেশ রাশিয়া থেকে গ্যাস কেনে। সকলকেই এবার থেকে রুবেলে গ্যাস কিনতে হবে। ইউরো বা ডলার তারা নেবে না। জার্মানি এবং ফ্রান্স তখনই প্রতিবাদ জানিয়েছিল। তাদের বক্তব্য ছিল, আন্তর্জাতিক চুক্তিতে স্পষ্ট বলা আছে, ইউরো বা ডলারেই রাশিয়াকে দাম নিতে হবে। রাশিয়া সেই চুক্তি ভাঙতে পারবে না।

এসজি/জিএইচ (রয়টার্স, ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ