ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানালেন, তারা দূরপাল্লার অস্ত্র মোতায়েন করেছেন। এখন কাজ হলো, এর সংখ্যা বাড়ানো।
বিজ্ঞাপন
জেলেনস্কি বলেছেন, ইউক্রেন এমন অস্ত্র মোতায়েন করেছে, যা সাতশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। নাম না করলেও তাদের লক্ষ্য যে রাশিয়া তা বুঝে নিতে অসুবিধা হয় না।
সম্প্রতি রাশিয়ার উপর একাধিক ড্রোন হামলা হয়েছে। স্কভে বেশ কয়েকটি সামরিক পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রাশিয়া জানিয়েছে। তখনই বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, ইউক্রেন যুদ্ধের কৌশল বদল করেছে। তারা এবার রাশিয়ার উপর আরো বেশি আক্রমণ শানাতে চাইছে। এবার দূরপাল্লার অস্ত্রের কথা বলে সেই ইঙ্গিতই দিলেন জেলেনস্কি।
এই অস্ত্র ইউক্রেনেই তৈরি হয়েছে। কিন্তু আর কোনো বিস্তারিত খবর দেয়া হয়নি।
জেলেনস্কি টুইট করে বলেছেন, ''আমাদের হাতে সাতশ কিলোমিটার পাল্লার অস্ত্র এসে গেছে। এখন লক্ষ্য, এর সংখ্যা বাড়ানো।''
কিয়েভের রাস্তায় রাশিয়ান ট্যাংক
ইউক্রেনের স্বাধীনতা দিবসে রাজধানী কিয়েভের রাস্তায় রাশিয়ান ট্যাংকের প্রদর্শনী৷ বিস্তারিত ছবিঘরে...
ছবি: Gleb Garanich/Reuters
রাস্তায় রাশিয়ান ট্যাংক
ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী কিয়েভের খ্রেশচাটিক অঞ্চলে আয়োজিত হয় এক প্রদর্শনীর৷ সেখানে দেখানো হয় সারি সারি যুদ্ধে বিধ্বস্ত রাশিয়ান ট্যাংক৷
ছবি: Gleb Garanich/Reuters
কাছ থেকে দেখা ও সেলফি
ইউক্রেনের সামরিক বাহিনী কতটা আঘাত হানতে পেরেছে রাশিয়ান বাহিনীর ওপর, তারই এক ঝলক দেখা যাচ্ছে এই ট্যাংকগুলির গায়ে৷ কিয়েভের স্থানীয় বাসিন্দারা একদম কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন নষ্ট হওয়া ট্যাংক, তোলা যাচ্ছে সেলফিও৷
ছবি: Gleb Garanich/Reuters
স্বাভাবিকতার পাশেই...
রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে নানাভাবে দেখা গেছে ইউক্রেনের জনতার দৃঢ়তাকে৷ ছবিতে দেখা যাচ্ছে কিয়েভের একটি ক্যাফের দৃশ্য, যেখানে নিশ্চিন্তে কফি খাচ্ছেন কিছু মানুষ৷ তার অদূরেই দাঁড়িয়ে আছে আধাভাঙা রাশিয়ান ট্যাংক৷ মনে করিয়ে দিচ্ছে যে যুদ্ধ এখনই শেষ নয়৷
ছবি: Gleb Garanich/Reuters
রয়েছে শিশুরাও
কিয়েভের এই প্রদর্শনী দেখতে এসেছেন অনেকে৷ বিভিন্ন ধরনের ট্যাংক, তাও যুদ্ধে রাশিয়ার কাছ থেকে ছিনিয়ে নেওয়া ট্যাংক, দেখার জন্য এসেছে ক্ষুদেরাও৷ ছবিতে দেখা যাচ্ছে এক শিশুকে৷
ছবি: Gleb Garanich/Reuters
কৌতূহল নিয়ে দেখা
ট্যাংকের মাথা থেকে ওটা কী বেরিয়ে আছে? এই জায়গায় রং চটে গেছে কেন? এমনই অনেক প্রশ্ন হয়তো খেলছিল এই দুই ক্ষুদে দর্শকের মাথায়৷ একমনে খুঁটিয়ে দেখছে তারা ট্যাংককে৷
ছবি: Gleb Garanich/Reuters
বাবার কাঁধে, দেশের পাশে
যেহেতু দিনটি ছিল ইউক্রেনের স্বাধীনতা দিবস, স্বাভাবিকভাবেই তাই শহরের চারদিকে দেশের পতাকার সংখ্যা চোখে পড়ার মতো৷ বাবার কাঁধে চেপে প্রদর্শনী দেখতে আসা এই ছোট ইউক্রেনিয়ানেরও মাথায়-গায়ে দেশের পতাকার রং, হাতে ধরা পতাকা৷
ছবি: Gleb Garanich/Reuters
বাদ নেই নববধূও
প্রদর্শনীর মাঝ দিয়েই হেঁটে যাচ্ছে এক সদ্য বিবাহিত দম্পতি৷ সারবাঁধা ট্যাংকগুলির পাশ দিয়ে হেঁটে যাওয়া এই দম্পতিকে দেখলে মনেই হবে না, যে যুদ্ধ চলছে সেই দেশে৷
ছবি: Gleb Garanich/Reuters
7 ছবি1 | 7
রাশিয়া জানিয়েছে, স্কভে শুক্রবার সকালেও তাদের এয়ার ডিফেন্স ব্যবস্থা একটি অজানা জিনিসকে নিষ্ক্রিয় করেছে। স্কভ ইউক্রেন থেকে ঠিক সাতশ কিলোমিটার দূরে।
ইউক্রেনের পশ্চিমা বন্ধু দেশগুলি তাদের অস্ত্র দেয়ার আগে বলে দিয়েছে যে, সেই অস্ত্র তারা রাশিয়ার এলাকায় ব্যবহার করতে পারবে না।
তবে গত একমাস ধরে রাশিয়ার বিরুদ্ধে ড্রোন হামলা করছে ইউক্রেন। মস্কো-সহ বিভিন্ন শহরে তারা এই হামলা চালিয়েছে।
থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্য়াটেজিক স্টাডিস গত সপ্তাহে জানিয়েছে, ইউক্রেন রাশিয়ার সেনাদের মনোবল ভাঙতে চাইছে। রাশিয়ার কম্যান্ডারদের উপর বাড়তি চাপ তৈরি করতে চাইছে।
ইউক্রেনের সেনা ঝাপোরিজ্ঝিয়াতে বেশ কিছুটা এগোতে পেরেছে। এরপর তারা সবদিক থেকে রাশিয়াকে চাপে রাখতে চাইছে।