1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়াকে সতর্ক করল জার্মানি

৯ মার্চ ২০১৭

দু’টি বিষয়ে এই সতর্কবাণী উচ্চারণ করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গাব্রিয়েল৷ রাশিয়া সফরে গিয়ে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৃহস্পতিবারের বৈঠকে এমন মন্তব্য করেন তিনি৷

মস্কোতে গাব্রিয়েলের সঙ্গে লাভরভ
ছবি: Reuters/S. Karpukhin

জার্মান পররাষ্ট্রমন্ত্রী রুশ পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, ‘‘আমরা নতুন এক অস্ত্র প্রতিযোগিতায় প্রবেশ করছি বলে আমাদের উদ্বেগ হচ্ছে৷’’ তিনি ইউক্রেন সংকটকে ঘিরে রাশিয়া ও ন্যাটোর সৈন্য মোতায়েনের বিষয়টি উল্লেখ করেন৷ রাশিয়া তার পশ্চিম সীমান্তে সৈন্য মোতায়েন করায় ন্যাটো (জার্মানি যার সদস্য) পোল্যান্ড ও বলকান রাষ্ট্রসমূহের পুবে চার হাজার সেনা মোতায়েন করেছে৷ রাশিয়ার পদক্ষেপের কারণেই এটি করা হয়েছে বলে বুধবার জানান জার্মান পররাষ্ট্রমন্ত্রী৷

তবে ইউক্রেন পরিস্থিতির দিকে নিরপেক্ষভাবে নজর রাখা অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ-এর (ওএসসিই) কার্যক্রম আরও বাড়াতে একমত হয়েছেন রাশিয়া ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা৷ তাঁরা মনে করেন, ২৪ ঘণ্টাই তাদের কার্যক্রম চালাতে হবে৷

এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নির্বাচন ‘হ্যাক’ করার অভিযোগ ওঠায় রাশিয়া যেন সেপ্টেম্বরে জার্মানিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের ক্ষেত্রেও একই উদ্যোগ না নেয়, সে ব্যাপারে দেশটিকে সতর্ক করে দিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী৷

দিনের শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গেও জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হওয়ার কথা৷ তার আগে রাশিয়া সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন পুটিন৷ সিরিয়া পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়৷ তথা কথিত ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার ভূমিকার প্রশংসা করেন নেতানিয়াহু৷ তবে শিয়া গোষ্ঠী হেজবুল্লাহ বিপদের কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি৷ উল্লেখ্য, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করতে ইরান ও হেজবুল্লাহর সহযোগিতা নিচ্ছে রাশিয়া৷

ওদিকে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ানেরও বৃহস্পতিবার দিনের শেষে মস্কোয় পৌঁছানোর কথা৷ তবে রুশ প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বৈঠক হবে শুক্রবার৷ সিরিয়া নিয়ে আলোচনা করার পাশাপাশি তাঁরা গ্যাস পাইপ লাইন ও পরমাণু বিদ্যুৎকেন্দ্র নিয়ে কথা বলবেন৷

জেডএইচ/এসিবি (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ