1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজউজবেকিস্তান

রাশিয়াকে সীমাহীন সমর্থন: পুটিনকে শি জিনপিং

১৬ সেপ্টেম্বর ২০২২

উজবেকিস্তানে দ্বিপাক্ষিক বৈঠক করলেন পুটিন ও শি জিনপিং। কথা হলো ইউক্রেন, তাইওয়ান নিয়ে।

ইউক্রেন সংঘাতের পর এই প্রথমবার পুটিন ও শি জিনপিংয়ের বৈঠক হলো।
ইউক্রেন সংঘাতের পর এই প্রথমবার পুটিন ও শি জিনপিংয়ের বৈঠক হলো। ছবি: Alexei Druzhinin/AP/picture alliance

ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে পুটিন ও শি জিনপিংয়ের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মিটিংয়ে যোগ দিতে দুই নেতাই এখন উজবেকিস্তানে। ইউক্রেনের পাশাপাশি তাইওয়ান নিয়েও উত্তেজনা বাড়ছে। 'এক চীন' নীতি নিয়ে চলা শি জিনপিং সম্প্রতি তাইওয়ান নিয়ে মার্কিন কূটনীতির তীব্র সমালোচনা করেছেন। এই পরিপ্রেক্ষিতে দুই নেতা উজবেকিস্তানে মিলিত হলেন এবং শি জিনপিং জানিয়ে দিলেন, ''রাশিয়াকে সমর্থনের ক্ষেত্রে চীনের কোনো সীমা নেই। মস্কোকে সীমাহীন সমর্থন জানাবে বেজিং।''

আর পুটিন বলেছেন, ''আমি জানি আপনার কিছু প্রশ্ন আছে। কিছু উদ্বেগ আছে। আমরা অবশ্যই বিস্তারে তার ব্যখ্যা দেব। সাংহাই কোঅপারেশনের বৈঠকে জানাব। আমরা আগেও এনিয়ে আলোচনা করেছি।''

রাষ্ট্রায়ত্ত্ব সংবাদসংস্থা তাস জানিয়েছে, ''পুটিন এই কথাও স্পষ্টভাবে জানিয়েছেন, রাশিয়া ও চীনের এই বন্ধুত্ব আঞ্চলিক ও বিশ্বের স্থিরতা বজায় রাখছে।''

রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর এই প্রথমবার পুটিন ও শি জিনপিং সামনাসামনি কথা বললেন।

উজবেকিস্তানে পুটিন, শি জিনপিং এবং মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুখ। ছবি: Alexandr Demyanchuk/Sputnik/REUTERS

অ্যামেরিকার সমালোচনা

অ্যামেরিকার নাম না করে পুটিন বলেছেন, ইউনিপোলার বিশ্ব তৈরির চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি সেই চেষ্টা কুৎসিতভাবে সামনে এসেছে। আমরা কোনোভাবেই তা মানতে পারছি না।

তাইওয়ান নিয়ে

তাইওয়ান নিয়ে উত্তেজনা প্রসঙ্গে পুটিন বলেছেন, ''আমরা এক চীন নীতিতে বিশ্বাসী। অ্যামেরিকা তাইওয়ান নিয়ে উসকানি দিচ্ছে, তার বিরোধিতা করছি।''

শি জানিয়েছেন, ''রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে চীন গ্রেট পাওয়ারের ভূমিকা পালনের চেষ্টা করবে। বিশ্বে স্থায়িত্ব বজায় রাখার চেষ্টা করবে।''

অ্যামেরিকার সমালোচনা

অ্যামেরিকা পুটিন ও শি জিনপিংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের তীব্র নিন্দা করে বলেছে, ''এই সময়ে পুটিনের সঙ্গে এরকম বৈঠক হওয়া উচিত নয়। বিশেষ করে ইউক্রেনে পুটিন যা করেছেন, তার পরিপ্রেক্ষিতে তো নয়ই।''

উজবেকিস্তানের সামারকন্দে সাংহাই কোঅপারেশনের বৈঠক হচ্ছে। সেখানে পুটিন, শি ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মধ্য এশিয়ার দেশগুলির রাষ্ট্রপ্রধানরা যোগ দিচ্ছেন।

ইরানের প্রেসিডেন্ট রাইসির সঙ্গে ইতিমধ্যেই পুটিনের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। রাইসি জানিয়েছেন, ইরান এবার এই গোষ্ঠীতে যোগ দিতে চায়। আগে তারা পর্যবেক্ষক দেশ হিসাবে যোগ দিত।

রাইসি বলেছেন, ''অ্যামেরিকা ভাবে তাদের কথা না শুনলেই নিষেধাজ্ঞা জারি করে দেবে। এটা ভুল পথ।''

পুটিনের সঙ্গে মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ানের বৈঠক হওয়ার কথা আছে।

জিএইত/এসজি(এপি, এএফপপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ