রাশিয়ার উপর বাড়তি নিষেধাজ্ঞা জারি করলো উয়েফা। মেয়েদের ইউরো কাপ ২০২২-এ রাশিয়া খেলতে পারবে না। তাছাড়াও একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি।
বিজ্ঞাপন
গত ২৮ ফেব্রুয়ারি রাশিয়ার ক্লাবগুলির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল উয়েফা। এবার রাশিয়ার উপর আরো নিষেধাজ্ঞা জারি করলো তারা। মেয়েদের ইউরো ২০২২-এ রাশিয়া অংশ নিতে পারবে না। তাদের জায়গায় খেলবে পর্তুগাল। ইংল্যান্ডে আগামী ৬ জুলাই থেকে এই প্রতিযোগিতা শুরু হচ্ছে।
এছাড়া উয়েফা জানিয়েছে, ২০২৮ ও ২০৩২ সালের ইউরো কাপের আয়োজন করার জন্য রাশিয়া আবেদন জানাতে পারবে না। তাদের সেই অধিকার থাকবে না বলে উয়েফা জানিয়েছে।
উয়েফা নেশনস লিগেও রাশিয়া খেলতে পারবে না। তারা বি গ্রুপের শেষ দল হিসাবে থাকবে। ২০২৩ সালে মেয়েদের বিশ্বকাপ হবে। সাসপেনশনের জন্য রাশিয়া দুইটি ম্যাচ খেলতে পারেনি। বাকি ম্যাচগুলিও খেলতে পারবে না। ফলে রাশিয়া যে গ্রুপে ছিল, সেই ই গ্রুপে রাশিয়াকে বাদ দিয়ে পাঁচটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় ‘দ্বিমুখী নীতির’ সমালোচনায় আরবরা
ইউক্রেনে রাশিয়া হামলা শুরুর কিছুদিনের মধ্যেই রাশিয়াকে সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে ফিফা ও উয়েফা৷ অথচ দীর্ঘদিন ধরে তারা খেলার সঙ্গে রাজনীতি না মেশানোর নীতি অনুসরণ করে আসছিল৷
ছবি: Andre M. Chang/Zuma/picture alliance
রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা
ইউক্রেনে রাশিয়া হামলা শুরুর কিছুদিনের মধ্যেই রাশিয়াকে সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করে ফিফা ও উয়েফা৷ ফর্মুলা ওয়ানও রাশিয়ার সঙ্গে চুক্তি বাতিল করেছে৷
ছবি: Andre M. Chang/Zuma/picture alliance
ইউক্রেনের প্রতি সংহতি
যুদ্ধ শুরুর পর ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচগুলোতে ইউক্রেনের পতাকা প্রদর্শন করা হয়েছে৷ ছবিতে এভারটনের বিরুদ্ধে মাঠে নামার আগে ম্যানচেস্টার সিটির ফুটবলারদের ইউক্রেনের পতাকা সম্বলিত পোশাক পরা অবস্থায় দেখা যাচ্ছে৷ সেখানে লেখা আছে ‘নো ওয়ার’৷
ছবি: Oli Scarff/AFP/Getty Images
ইউক্রেনের জন্য নিয়মভঙ্গ?
ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের মিডল ইস্ট ইন্সটিটিউটের সিনিয়র ফেলো জেমস ডোরসে বলেন, ‘‘ফিফাসহ আন্তর্জাতিক ক্রীড়া সংগঠনগুলো খেলার মাঠে যে কোনো রাজনৈতিক ও ধর্মীয় অনুভূতি প্রকাশ নিষিদ্ধ করেছে৷ কিন্তু তারা এখন যেটা করছে, মনে হচ্ছে, ইউক্রেনের জন্য সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে৷ ফিলিস্তিন তো আছে অবশ্যই, কিন্তু ইয়েমেন? কোথায় গেল, সিরিয়া? লিবিয়া?’’
ছবি: Reuters/R. Sprich
স্কটল্যান্ডকে জরিমানা
গতবছর মে মাসে গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাত হয়েছিল৷ সেই সময় ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন বলেছিল, ফিলিস্তিন বা ইসরায়েলের পতাকা প্রদর্শনের জন্য প্লেয়ারদের জরিমানা করা হবে না৷ তবে অক্টোবরে স্কটল্যান্ড ও ইসরায়েলের মধ্যে খেলার সময় স্কটিশ ফ্যানরা ইসরায়েলের জাতীয় সংগীতের সময় ফিলিস্তিনের পতাকা তুলে অবজ্ঞাসূচক ধ্বনি দেয়ায় ফিফা স্কটল্যান্ডকে ১০ হাজার সাতশ ডলার জরিমানা করেছিল৷
ছবি: Andy Buchanan/AFP/Getty Images
‘পশ্চিমা মিডিয়ার ন্যারেটিভের সঙ্গে মেলে না’
মিশরের স্কোয়াশ চ্যাম্পিয়ন আলি ফারাজ বলেন, ‘‘ইউক্রেনে যা হচ্ছে তাতে কারো খুশি হওয়া উচিত নয়৷ কিন্তু আমাদের কখনো খেলাধুলার সঙ্গে রাজনীতিকে মেশাতে দেয়া হয়নি৷ কিন্তু হঠাৎ করে এখন সেই অনুমতি দেয়া হচ্ছে৷’’ তিনি বলেন, ‘‘ফিলিস্তিনিরা ৭৪ বছর ধরে নিপীড়িত হচ্ছে, কিন্তু আমার মনে হয় পশ্চিমা মিডিয়ার ন্যারেটিভের সঙ্গে এটা মেলে না বলে আমরা এ বিষয়ে কথা বলতে পারি না৷’’
ছবি: VinceMignott/PRiME Media Images/IMAGO
‘পশ্চিমা দেশের পক্ষে সবাই দাঁড়ায়’
মার্চের শুরুতে ইন্দোনেশিয়ার ক্লাব পার্সিব বান্ডুং এক খেলায় ‘স্টপ ওয়ার’ লেখা চিহ্ন প্রদর্শন করেছিল৷ তবে তাতে সমর্থন জানাননি মিডফিল্ডার ফিলিস্তিনের মোহামেদ রশিদ (বামে)৷ তিনি বলেন, ‘‘আমি যে কোনো দেশে যুদ্ধের বিরুদ্ধে৷ যখন পশ্চিমা দেশে যুদ্ধ শুরু হয় তখন সবাই তাদের পক্ষে দাঁড়ায়৷ কিন্তু ফিলিস্তিনে যখন মানুষ মারা যায় তখন আমরা সংহতি দেখানোর অনুমতি পাই না৷ আমাদের খেলার সঙ্গে রাজনীতি মেশানোর দায় দেয়া হয়৷’’
ছবি: Karim Jaafar/AFP
6 ছবি1 | 6
২১ বছরের কম বয়সিদের জন্য ইউরোপীয় চ্যাম্পিয়ানশিপেও একই কাহিনি। রাশিয়া এখানেও সাসপেনশনের জন্য দুইটি ম্যাচ খেলেনি। বাকিগুলোও খেলতে পারবে না বলে উয়েফা জানিয়েছে।
এছাড়া ২০২২-২৩ এর উয়েফা ক্লাব প্রতিযোগিতায় রাশিয়ার কোনো ক্লাব অংশ নিতে পারবে না। এছাড়া উয়েফা আয়োজিত মেয়ে ও যুবকদের অন্য কোনো প্রতিযোগিতায় রাশিয়া বা তাদের কোনো ক্লাব থাকতে পারবে না। রাশিয়ার জায়গায় অন্য দেশ বা দলকে সুযোগ দেয়ার কথা ঘোষণা করেছে উয়েফা।