1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির ক্ষতির আশঙ্কা

প্রতিবেদন: মার্কুস ল্যুটিকে /এআই২৬ জুলাই ২০১৪

রাশিয়ার উপর নিষেধাজ্ঞা বাড়ানোর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন৷ কিন্তু এমন সিদ্ধান্ত জার্মানির ব্যবসাবাণিজ্য, বিশেষ করে রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে৷ জার্মান ব্যবসায়ীরা তাই উদ্বিগ্ন৷

Die meistverkauften Autos der Welt 2013
ছবি: picture-alliance/dpa

মস্কোর বিষয়ে বড় কোনো সিদ্ধান্ত নেয়ার আগে ইউরোপের সরকারগুলোর নিজস্ব অর্থনীতির কথা ভাবতে হচ্ছে৷ আবার মালয়েশিয়ার বিমান এমএইচ১৭ ইউক্রেনের আকাশে বিধ্বস্ত হওয়ার পর চাপও গেছে বেড়ে৷ মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ক্রেমলিনের ব্যাপারে আরো কঠোর সিদ্ধান্ত গ্রহণ করুক৷ তবে বিভিন্ন শিল্পের প্রতিনিধিত্বকারীরা সতর্ক করে দিয়ে বলেছে, মস্কোর উপর নিষেধাজ্ঞা বাড়ালে তা প্রকারান্তে ইউরোপের অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে৷

‘অসোসিয়েশন অফ জার্মান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিআইএইচকে)' এর উপপ্রধান ফল্কার ট্রিয়ারার এই বিষয়ে বলেন, ‘‘জার্মানির এক তৃতীয়াংশ চাকুরি রপ্তানি নির্ভর৷ জার্মানি এবং রাশিয়ার মধ্যকার বাণিজ্যিক সম্পর্কে বিঘ্ন ঘটানো হলে ৩ লাখ চাকুরির উপর তার প্রভাব পড়বে৷''

তিনি বলেন, ‘‘অনেক প্রতিষ্ঠান রাশিয়ার বড় বিনিয়োগ করেছে৷ রাজনৈতিক সহিংসতার মূল্য কি এখন তাদের দিতে হবে? ইন্ডাস্ট্রির মুখপাত্র হিসেবে, আমার মধ্যে এ ব্যাপারে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে৷ আর এসব অনিশ্চয়তা আমাদের স্পষ্ট করতে হবে৷''

নিষেধাজ্ঞা এখনই অনুভব হচ্ছে

ট্রিয়ারার জানান, রাশিয়ার উপর ইতোমধ্যে যেসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তার প্রভাবও এখন লক্ষ্য করা যাচ্ছে৷ চলতি বছরের প্রথম পাঁচ মাসে রাশিয়ায় জার্মানির রপ্তানি কমেছে ১৩ শতাংশ৷ রাশিয়া এখন বিশ্বের অন্যান্য প্রান্তের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসা বাড়ানোর চেষ্টা করছে বলেও জানান ট্রিয়ারার৷

ফল্কার ট্রিয়ারার বলেন,‘‘জার্মানির এক তৃতীয়াংশ চাকুরি রপ্তানি নির্ভর’’ছবি: DW

তিনি বলেন, ‘‘জার্মানির ফরেন চেম্বারগুলোর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা জানি, রাশিয়ার ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন সুনির্দিষ্টভাবে চীনে তাদের সঙ্গী খুঁজছে৷''

তবে চীনা প্রতিষ্ঠানগুলো জার্মানির প্রতিষ্ঠানগুলোর মতো উচ্চমানের পণ্য সরবরাহে সক্ষম নয় বলে মনে করেন ডিআইএইচকে-র উপপ্রধান৷ তা সত্ত্বেও রাশিয়া এবং চীনের মধ্যে বাণিজ্য চুক্তি বাড়ছে৷

ক্ষুদ্র এবং মাঝারি মানের ব্যবসায়ীদের ঝুঁকি

জার্মানির ক্ষুদ্র ব্যবসায়ীরাও রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার বিপক্ষে মুখ খুলেছেন৷ জার্মানির ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের সংগঠন বিভিএমডাব্লিউ-র প্রেসিডেন্ট মারিও ওহোফেন এই বিষয়ে বলেন, ‘‘রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক লড়াইয়ের অর্থ হচ্ছে শুধু পরাজয় বরণ করা৷ রাশিয়ার উপর নিষেধাজ্ঞা বা সে রকম কোন বাধ্যতামূলক পদক্ষেপ সবার আগে রপ্তানি-নির্ভর মাঝারি ব্যবসার ক্ষতি করবে৷''

পাঁচ মাসে রাশিয়ায় জার্মানির রপ্তানি কমেছে ১৩ শতাংশছবি: picture-alliance/dpa

ওহোফেন জানান, রাশিয়ার বাজারে সক্রিয় জার্মানির ৬,৩০০ প্রতিষ্ঠানের অধিকাংশই ক্ষুদ্র এবং মাঝারি আকারের৷ আর ৩৫০,০০০ জার্মান রপ্তানিকারকের মধ্যে ৯৮ শতাংশই মাঝারি আকারের প্রতিষ্ঠান৷ অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে প্রতি চারটি প্রতিষ্ঠানের একটি ক্ষতিগ্রস্ত হবে৷

জার্মানির বাণিজ্যিক সংগঠনগুলো তাই রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের ইস্যুতে সতর্ক হতে সরকারের উপর চাপ দিচ্ছে৷ তাছাড়া রাশিয়া থেকে আমদানি করা গ্যাসের উপরও জার্মানি অনেকটাই নির্ভরশীল৷ ফলে জার্মানির সবদিক রক্ষা করে আগানো জরুরি বলে মনে করেন ট্রিয়ারার৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ