1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির ক্ষতির আশঙ্কা

প্রতিবেদন: মার্কুস ল্যুটিকে /এআই২৬ জুলাই ২০১৪

রাশিয়ার উপর নিষেধাজ্ঞা বাড়ানোর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন৷ কিন্তু এমন সিদ্ধান্ত জার্মানির ব্যবসাবাণিজ্য, বিশেষ করে রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে৷ জার্মান ব্যবসায়ীরা তাই উদ্বিগ্ন৷

Die meistverkauften Autos der Welt 2013
ছবি: picture-alliance/dpa

মস্কোর বিষয়ে বড় কোনো সিদ্ধান্ত নেয়ার আগে ইউরোপের সরকারগুলোর নিজস্ব অর্থনীতির কথা ভাবতে হচ্ছে৷ আবার মালয়েশিয়ার বিমান এমএইচ১৭ ইউক্রেনের আকাশে বিধ্বস্ত হওয়ার পর চাপও গেছে বেড়ে৷ মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ক্রেমলিনের ব্যাপারে আরো কঠোর সিদ্ধান্ত গ্রহণ করুক৷ তবে বিভিন্ন শিল্পের প্রতিনিধিত্বকারীরা সতর্ক করে দিয়ে বলেছে, মস্কোর উপর নিষেধাজ্ঞা বাড়ালে তা প্রকারান্তে ইউরোপের অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে৷

‘অসোসিয়েশন অফ জার্মান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিআইএইচকে)' এর উপপ্রধান ফল্কার ট্রিয়ারার এই বিষয়ে বলেন, ‘‘জার্মানির এক তৃতীয়াংশ চাকুরি রপ্তানি নির্ভর৷ জার্মানি এবং রাশিয়ার মধ্যকার বাণিজ্যিক সম্পর্কে বিঘ্ন ঘটানো হলে ৩ লাখ চাকুরির উপর তার প্রভাব পড়বে৷''

তিনি বলেন, ‘‘অনেক প্রতিষ্ঠান রাশিয়ার বড় বিনিয়োগ করেছে৷ রাজনৈতিক সহিংসতার মূল্য কি এখন তাদের দিতে হবে? ইন্ডাস্ট্রির মুখপাত্র হিসেবে, আমার মধ্যে এ ব্যাপারে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে৷ আর এসব অনিশ্চয়তা আমাদের স্পষ্ট করতে হবে৷''

নিষেধাজ্ঞা এখনই অনুভব হচ্ছে

ট্রিয়ারার জানান, রাশিয়ার উপর ইতোমধ্যে যেসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তার প্রভাবও এখন লক্ষ্য করা যাচ্ছে৷ চলতি বছরের প্রথম পাঁচ মাসে রাশিয়ায় জার্মানির রপ্তানি কমেছে ১৩ শতাংশ৷ রাশিয়া এখন বিশ্বের অন্যান্য প্রান্তের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসা বাড়ানোর চেষ্টা করছে বলেও জানান ট্রিয়ারার৷

ফল্কার ট্রিয়ারার বলেন,‘‘জার্মানির এক তৃতীয়াংশ চাকুরি রপ্তানি নির্ভর’’ছবি: DW

তিনি বলেন, ‘‘জার্মানির ফরেন চেম্বারগুলোর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা জানি, রাশিয়ার ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন সুনির্দিষ্টভাবে চীনে তাদের সঙ্গী খুঁজছে৷''

তবে চীনা প্রতিষ্ঠানগুলো জার্মানির প্রতিষ্ঠানগুলোর মতো উচ্চমানের পণ্য সরবরাহে সক্ষম নয় বলে মনে করেন ডিআইএইচকে-র উপপ্রধান৷ তা সত্ত্বেও রাশিয়া এবং চীনের মধ্যে বাণিজ্য চুক্তি বাড়ছে৷

ক্ষুদ্র এবং মাঝারি মানের ব্যবসায়ীদের ঝুঁকি

জার্মানির ক্ষুদ্র ব্যবসায়ীরাও রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার বিপক্ষে মুখ খুলেছেন৷ জার্মানির ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের সংগঠন বিভিএমডাব্লিউ-র প্রেসিডেন্ট মারিও ওহোফেন এই বিষয়ে বলেন, ‘‘রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক লড়াইয়ের অর্থ হচ্ছে শুধু পরাজয় বরণ করা৷ রাশিয়ার উপর নিষেধাজ্ঞা বা সে রকম কোন বাধ্যতামূলক পদক্ষেপ সবার আগে রপ্তানি-নির্ভর মাঝারি ব্যবসার ক্ষতি করবে৷''

পাঁচ মাসে রাশিয়ায় জার্মানির রপ্তানি কমেছে ১৩ শতাংশছবি: picture-alliance/dpa

ওহোফেন জানান, রাশিয়ার বাজারে সক্রিয় জার্মানির ৬,৩০০ প্রতিষ্ঠানের অধিকাংশই ক্ষুদ্র এবং মাঝারি আকারের৷ আর ৩৫০,০০০ জার্মান রপ্তানিকারকের মধ্যে ৯৮ শতাংশই মাঝারি আকারের প্রতিষ্ঠান৷ অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে প্রতি চারটি প্রতিষ্ঠানের একটি ক্ষতিগ্রস্ত হবে৷

জার্মানির বাণিজ্যিক সংগঠনগুলো তাই রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের ইস্যুতে সতর্ক হতে সরকারের উপর চাপ দিচ্ছে৷ তাছাড়া রাশিয়া থেকে আমদানি করা গ্যাসের উপরও জার্মানি অনেকটাই নির্ভরশীল৷ ফলে জার্মানির সবদিক রক্ষা করে আগানো জরুরি বলে মনে করেন ট্রিয়ারার৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ