শেষ হচ্ছে দুদিনের ন্যাটো সম্মেলন৷ শেষ দিনে সম্মেলন থেকে রাশিয়ার ওপর আরো কঠোর অবরোধ আরোপের ঘোষণা আসতে পারে৷ এই দিনে ইউক্রেন, রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী আর রাশিয়ার মধ্যে চলছে শান্তির নতুন উদ্যোগ৷ চলছে যুদ্ধও৷
বিজ্ঞাপন
বিশ্লেষকরা বলছেন, শীতল যুদ্ধ অবসানের পর সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ২৮টি দেশের সামরিক জোট ন্যাটো৷ বৃহস্পতিবার নিউপোর্টে শুরু হয় দু দিনের সম্মেলন৷ আলোচ্য বিষয়ের তালিকার ওপরের দিকেই ইউক্রেন, ইরাক আর আফগানিস্তান৷ ইউক্রেন পরিস্থিতি নিয়েই ন্যাটো সবচেয়ে বেশি উদ্বিগ্ন৷ গত পাঁচ মাসের যুদ্ধে সেখানে নিহত হয়েছে অন্তত ২৬শ জন৷ ইউক্রেন সরকার এবং তার পশ্চিমা মিত্র দেশগুলোর মতে, রাশিয়ার মদতে ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রুশপন্থি বিদ্রোহীরা৷ এ কারণে রাশিয়ার ওপর কঠোরতর অবরোধ আরোপ করতে চলেছে ন্যাটো৷
ইউক্রেনকে সামরিক সহায়তা এবং চলমান যুদ্ধে আহত সৈনিকদের চিকিৎসাসেবা দেয়ার বিষয়েও একমত হয়েছেন ন্যাটোর সদস্যরা৷ জোটের আশঙ্কা, ইউক্রেন পরিস্থিতির প্রভাব সাবেক সোভিয়েত ইউনিয়নের ছত্রছায়ায় থাকা দেশগুলোতেও পড়তে পারে৷ সে সব দেশেও দানা বাঁধতে পারে বিচ্ছিন্নতাবাদী চেতনা৷ তাই পূর্ব ইউরোপে সৈন্যসংখ্যা আরও বাড়ানোর বিষয়টিও বিবেচনা করে দেখছে ন্যাটো৷
ইউক্রেনে ক্ষমতার দ্বন্দ্ব
তুমুল বিক্ষোভ চলছে ইউক্রেনে৷ সরকার ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ-র সঙ্গে একটি বাণিজ্য ও সহযোগিতা চুক্তি করতে অস্বীকৃতি জানানোর পর, রাস্তায় নেমে আসে বিরোধী দলের হাজার হাজার বিক্ষুব্ধ সমর্থক৷
ছবি: Reuters
ইউরোপীয় ভবিষ্যতের জন্য লড়াই
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সঙ্গে একটি বাণিজ্য ও সহযোগিতা চুক্তি করতে সরকার অস্বীকৃতি জানানোর পর থেকে ইউক্রেনে চলছে তুমুল বিক্ষোভ৷ বিক্ষোভকারীরা ইউরোপীয় ইউনিয়ন থেকে সরে সরকারের রাশিয়ার দিকে ঝুঁকে পড়ার প্রবণতা রুখতে বদ্ধপরিকর৷ দাবি আদায়ের লক্ষ্যে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা নেমে এসেছে রাস্তায়৷
ছবি: picture-alliance/dpa
সড়ক অবরোধ
সরকারি কর্মকর্তারা যাতে কার্যালয়ে যেতে না পারেন, সে জন্য কিয়েভের রাস্তা বন্ধ করে দিচ্ছেন বিক্ষোভকারীরা৷ প্রচণ্ড শীতে রাতেও বিক্ষোভ জানাচ্ছেন বিরোধী দলের নেতা-কর্মীরা৷
ছবি: Reuters
ইনডিপেনডেন্ট স্কয়্যারে তাঁবুর শহর
কিয়েভের ইনডিপেনডেন্ট স্কয়্যারে এখন শত শত তাঁবু৷ শীতের কষ্ট সহ্য করে সেখানেই থাকছেন অনেকে৷ সারি সারি তাঁবু নয় বছর আগের কমলা বিপ্লবের কথা মনে করিয়ে দেয়৷সেবার কয়েক সপ্তাহ ধরে চলেছিল বিক্ষোভ৷ বিক্ষোভকারীরা এবারও শেষ দেখেই ঘরে ফিরতে চান৷
ছবি: DW/A. Sawizki
চা, কফি আর ইন্টারনেট
বিক্ষোভকারীদের সুবিধার্থে ক্যাফে আর বারগুলো থাকছে খোলা৷ শীতে জমে যাওয়ার উপক্রম হলেই তাঁরা পান করতে পারছেন চা, কফি কিংবা অন্য কোনো পানীয়৷ কোনো কোনো ক্যাফে আর বার-এ বিক্ষাভকারীদের থাকা এবং ওয়াইফাই-এ ইন্টারনেট ব্যবহারের ব্যবস্থাও রয়েছে৷
ছবি: DW/A. Sawizki
গীর্জায় আশ্রয়
সপ্তাহান্তে সবচেয়ে বেশি বিক্ষোভকারীর সমাবেশ হয়েছিল কিয়েভের সেইন্ট মাইকেল’স ক্যাথেড্রালের সামনে৷ সেখানেই রাত কাটিয়েছেন তাঁরা৷ অন্য গীর্জাগুলোও বিক্ষোভকারীদের আশ্রয় দেয়ার জন্য খোলা রাখা হয়েছিল৷
ছবি: picture-alliance/dpa
কে বেশি আগ্রাসী?
বিক্ষোভকারী আর পুলিশের মধ্যে এখন ব্যাপক উত্তেজনা৷ পুলিশ সংসদ ভবনের সামনের রাস্তা মুক্ত করার চেষ্টা করায় শুরু হয়ে যায় সংঘর্ষ৷ সপ্তাহান্তের এ সংঘর্ষে অনেকে আহত হন৷
ছবি: Reuters
‘আর নয় পুলিশি সন্ত্রাস’
পুলিশের বাধার প্রতিবাদ জানাতে একসময় বিক্ষোভকারীরা হাতে তুলে নেন ব্যানার, সেখানে লেখা ছিল, ‘আর নয় পুলিশি সন্ত্রাস’, ‘নিরাপত্তা বাহিনী আমাদের পুতে ফেলবে৷’
ছবি: DW/L. Grischko
ন্যাটোর সমালোচনা
বিক্ষোভকারীদের ওপর সরকারের অতিরিক্ত বল প্রয়োগের সমালোচনা করে বিবৃতি দিয়েছে ন্যাটো৷ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আবার সেই বিবৃতির সমালোচনা করে বলেছেন, ন্যাটোর বিবৃতি ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল৷ লাভরভ মনে করেন, বিক্ষোভকারীদের আগ্রাসী আচরণের মাত্রা না বুঝে এ বিবৃতি দেয়া হয়েছে৷
ছবি: GENYA SAVILOV/AFP/Getty Images
সরকারের অনাস্থা ভোট জয়
মিকোলা আজারভ সরকারের জনপ্রিয়তা অনেকটা কমে গেলেও সংসদে বিরোধী দলের তোলা অনাস্থা প্রস্তাব নিয়ে যে ভোটাভুটি হয়েছিল, তাতে তারা জয়ী হয়েছে৷ বিরোধী দল ২২৬ ভোট পেলে বিপদ হতো, কিন্তু সব মিলিয়ে ১৮৬ ভোট পাওয়ায় তাৎক্ষণিক বড় বিপর্যয় এড়াতে পেরেছে সরকার৷
ছবি: Reuters
শান্তি প্রতিষ্ঠার প্রয়াস
কাউন্সিল অফ ইউরোপ, অর্থাৎ ইউরোপীয় পরিষদ এখন ইউক্রেনের ইউরোপপন্থি বিরোধী দল এবং সরকারের মধ্যে শান্তি ফেরানোর জন্য মধ্যস্ততা করার চেষ্টা করছে৷
এই পরিস্থিতিতেই মিনস্ক-এ আলোচনায় বসছে ইউক্রেন, ‘রুশপন্থি বিদ্রোহী' এবং রাশিয়া৷ আলোচনা শুরুর কয়েক ঘন্টা আগে ইউক্রেনের বন্দর নগর মারিউপোলে নতুন করে শুরু হয়েছে যুদ্ধ৷