1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কঠোর অবরোধের পথে ন্যাটো

৫ সেপ্টেম্বর ২০১৪

শেষ হচ্ছে দুদিনের ন্যাটো সম্মেলন৷ শেষ দিনে সম্মেলন থেকে রাশিয়ার ওপর আরো কঠোর অবরোধ আরোপের ঘোষণা আসতে পারে৷ এই দিনে ইউক্রেন, রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী আর রাশিয়ার মধ্যে চলছে শান্তির নতুন উদ্যোগ৷ চলছে যুদ্ধও৷

NATO-Gipfel in Newport
ছবি: Reuters

বিশ্লেষকরা বলছেন, শীতল যুদ্ধ অবসানের পর সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ২৮টি দেশের সামরিক জোট ন্যাটো৷ বৃহস্পতিবার নিউপোর্টে শুরু হয় দু দিনের সম্মেলন৷ আলোচ্য বিষয়ের তালিকার ওপরের দিকেই ইউক্রেন, ইরাক আর আফগানিস্তান৷ ইউক্রেন পরিস্থিতি নিয়েই ন্যাটো সবচেয়ে বেশি উদ্বিগ্ন৷ গত পাঁচ মাসের যুদ্ধে সেখানে নিহত হয়েছে অন্তত ২৬শ জন৷ ইউক্রেন সরকার এবং তার পশ্চিমা মিত্র দেশগুলোর মতে, রাশিয়ার মদতে ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রুশপন্থি বিদ্রোহীরা৷ এ কারণে রাশিয়ার ওপর কঠোরতর অবরোধ আরোপ করতে চলেছে ন্যাটো৷

ইউক্রেনকে সামরিক সহায়তা এবং চলমান যুদ্ধে আহত সৈনিকদের চিকিৎসাসেবা দেয়ার বিষয়েও একমত হয়েছেন ন্যাটোর সদস্যরা৷ জোটের আশঙ্কা, ইউক্রেন পরিস্থিতির প্রভাব সাবেক সোভিয়েত ইউনিয়নের ছত্রছায়ায় থাকা দেশগুলোতেও পড়তে পারে৷ সে সব দেশেও দানা বাঁধতে পারে বিচ্ছিন্নতাবাদী চেতনা৷ তাই পূর্ব ইউরোপে সৈন্যসংখ্যা আরও বাড়ানোর বিষয়টিও বিবেচনা করে দেখছে ন্যাটো৷

ন্যাটো প্রধান আন্ডার্স ফগ রাসমুসেন বলেছেন, ‘‘রাশিয়া শান্তি আলোচনার উদ্যোগ শুরুর পর থেকে শান্তি ফিরিয়ে আনার জন্য অনুকূল একটি পদক্ষেপও নেয়নি৷ (ইউক্রেনের) সংকট নিরসনের চেষ্টা না করে রাশিয়া উল্টো আরো ঘনীভূত করছে৷''

এই পরিস্থিতিতেই মিনস্ক-এ আলোচনায় বসছে ইউক্রেন, ‘রুশপন্থি বিদ্রোহী' এবং রাশিয়া৷ আলোচনা শুরুর কয়েক ঘন্টা আগে ইউক্রেনের বন্দর নগর মারিউপোলে নতুন করে শুরু হয়েছে যুদ্ধ৷

এসিবি/এসবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ