1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘রাশিয়ার ওপর নির্ভরশীলতা কমান’

৭ ফেব্রুয়ারি ২০১৯

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ইউরোপকে স্বনির্ভর হবার পরামর্শ মার্কিন যুক্তরাষ্ট্রের তিন দূতের৷ ডয়চে ভেলেতে লেখা এক মতামতে তাঁরা বলেন, যদি জ্বালানির জন্য রাশিয়ার ওপর নির্ভরশীলতা বাড়ে, তা পশ্চিমের জন্য ভয়ঙ্কর হতে পারে৷

ছবি: picture-alliance/dpa/S. Sauer

জার্মানি, ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়নের তিন মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড অ্যালেন গ্রেনেল, কার্লা স্যান্ডস ও গর্ডন সন্ডল্যান্ড যৌথভাবে এই মতামত লিখেছেন জার্মান আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলেতে৷ সেখানে তাঁরা রাশিয়ার সঙ্গে নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইনটি ইউরোপীয় ইউনিয়নের জন্য কতটা ‘ক্ষতিকর’ তা তুলে ধরেন৷

তাঁরা লিখেছেন, ‘‘এই মুহূর্তে ডজনখানেক ইউরোপের দেশ ৭৫ ভাগ প্রাকৃতিক গ্যাসের চাহিদা মেটায় রাশিয়ার কাছ থেকে আমদানি করে৷ এটা যু্ক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রগুলোকে মস্কো’র ইচ্ছা-অনিচ্ছার কাছে অরক্ষিত অবস্থায় ফেলে রেখেছে৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন বারবার, যেমন ২০০৬, ২০০৯, ২০১৪ ও সর্বশেষ গত বছর মার্চে, এই গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়াকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন৷’’

রিচার্ড অ্যালেন গ্রেনেল, জার্মানিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতছবি: Gemeinfrei

নর্ড স্ট্রিম ২ পাইপলাইনটি রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধের কৌশলকে আরো শক্তিশালী করবে বলে মনে করেন তাঁরা৷ তাঁরা লিখেছেন, ‘‘ইউরোপের জ্বালানি খাতে স্বনির্ভরতা ফিরিয়ে আনা উচিত৷’’

বাল্টিক সাগরের নীচ দিয়ে দ্বিতীয় পাইপলাইনটি শুধু যে রাশিয়ার গ্যাসের ওপর ইউরোপের নির্ভরতা বাড়াবে তা-ই নয়, এতে ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার ওপর মস্কোর প্রভাব আরো বাড়বে বলে মনে করেন তিন মার্কিন রাষ্ট্রদূত৷

তাঁরা লিখেছেন, ‘‘গ্যাসের বিনিময়ে ইউরোপ বিলিয়ন বিলিয়ন ইউরো রাশিয়াকে দেবে এবং সেই অর্থ ইউক্রেন ও সিরিয়ার মতো দেশগুলোতে সামরিক আগ্রাসন বাড়াতে ব্যয় করবে রাশিয়া৷’’ শুধু তাই নয়, পুরো ইউরোপে রাশিয়ার আগ্রাসন আরো বাড়বে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তাঁরা৷

কার্লা স্যান্ডস, ডেনমার্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতছবি: Public Domain

লেখায় তাঁরা জার্মানি ও অন্য যেসব দেশ এই পাইপলাইনের পক্ষে, তাদেরকে প্রকল্পের বিরোধিতাকারী প্রতিবেশীদের শঙ্কার কথা স্মরণ করিয়ে দেন৷

‘‘ইইউ’র অর্ধেকেরও বেশি দেশ খোলাখুলিভাবে নর্ড স্ট্রিম ২-এর বিরোধিতা করেছে এবং ইউরোপীয় পার্লামেন্টে ‘ইউরোপের জ্বালানি নিরাপত্তার ওপর হুমকিস্বরূপ রাজনৈতিক প্রকল্প’ মর্মে একটি রেজল্যুশন পাস করেছে৷’’

তাঁদের মতে, ‘‘এখনো দেরি হয়ে যায়নি, প্রকল্প বন্ধ করার সময় আছে৷ তবে সময় খুব দ্রুত চলে যাচ্ছে৷’’

তিন মার্কিন দূতের মতে, ইইউ’র বাজারে যে নিয়মের মধ্যে (থার্ড এনার্জি প্যাকেজ) জ্বালানি কোম্পানিগুলো অপারেট করে, ইইউ'র বাইরে থেকে আসা কোম্পানিগুলোকেও সেই নিয়মের মধ্যেই আসা উচিত৷ তাঁরা মনে করেন, গ্যাজপ্রম (রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি) ইইউ’র কোম্পানিগুলোর চেয়ে নিম্নমানের এবং এটি ইউরোপের গ্যাসের বাজার নষ্ট করবে৷ তাই নর্ড স্ট্রিম-২ বন্ধ করা কঠিন হলে থার্ড এনার্জি প্যাকেজের গ্যাস সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনার পরামর্শ দেন তাঁরা৷

গর্ডন সন্ডল্যান্ড, ইইউতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতছবি: Public Domain

উল্লেখ্য, নর্ড স্ট্রিম একটি জোড়া পাইপলাইন প্রকল্প, যার একটি ২০১১ সালে এবং পরেরটি ২০১২ সালে চালু হয়৷ রাশিয়ার লেনিনগ্রাদ থেকে জার্মানির গ্রিফসভাল্ড পর্যন্ত এই পাইপলাইন তৈরি করা হয়৷ বছরে প্রায় ১ দশমিক ৯ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের ক্ষমতা আছে পাইপলাইন দু'টির৷ এই পাইপলাইনের সিংহভাগ শেয়ার গ্যাজপ্রমের৷

এর ধারাবাহিকতায় পরবর্তীতে ২০১৮ সালের মে মাসে আরো দু'টি পাইপলাইন (নর্ডস্ট্রিম ২) তৈরির কাজ শুরু হয়েছে৷ এ বছর তা শেষ হবার কথা রয়েছে৷ এর সরবরাহ ক্ষমতা বছরে ৩ দশমিক ৯ টিসিএফ৷ এই পাইপলাইন দু'টি নিয়ে যুক্তরাষ্ট্র ও পূর্ব ইউরোপের বেশ ক'টি দেশ আপত্তি জানিয়ে আসছে৷

জেডএ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ