1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়ার গ্যাস নিতে রাজি নয় জার্মানি

১৩ অক্টোবর ২০২২

পাইপলাইনের অক্ষত অংশ দিয়ে ইউরোপকে গ্যাস নেয়ার সুযোগ দিতে চেয়েছেন ভ্লাদিমির পুটিন৷ তবে জার্মানি জানিয়েছে, আগের সেই আস্থা নেই বলে রাশিয়ার কাছ থেকে এখন গ্যাস নেয়া সম্ভব নয়৷

Russland Moskau | 2022 Russian Energy Week Forum - Wladimir Putin
ছবি: Mikhail Tereshchenko/TASS/dpa/picture alliance

গত ২৬ সেপ্টেম্বর নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের দুটি সংযোগ এবং নর্ড স্ট্রিম-২ পাইপলাইনের দুটির মধ্যে একটি সংযোগ ফেটে যায়৷ এর ফলে বাধ্য হয়ে প্রচুর গ্যাস বাল্টিক সাগরে ছেড়ে দেয়া হয়৷

বুধবার মস্কোয় অনুষ্ঠিত এক জ্বালানি সম্মেলনে নর্ড স্ট্রিম-২-এর অক্ষত অংশ দিয়ে ইউরোপকে গ্যাস নেয়ার ‘অফার' দিয়ে রুশ প্রেসিডেন্ট পুটিন বলেন, ‘‘ বল এখন ইইউর কোর্টে৷ তারা যদি চায় তাহলে কল খুলে দেয়া হবে, ব্যস৷''

এ সময় রাশিয়ার জ্বালানি কোম্পানি গাসপ্রম-এর প্রধান আলেক্সেই  মিলার জানান, নর্ড স্ট্রিম পাইপ লাইন মেরামত করতে অন্তত এক বছর সময় লাগবে৷ সম্মেলনে ইউরোপের জন্য আশঙ্কার কথাও বলেন তিনি৷ তার মতে, এখন যে পরিমাণ গ্যাস মুজদ করা আছে তাতে  ‘‘ইউরোপ আগামী শীতটা ভালোভাবে পার করতে পারবেই এমন নিশ্চয়তা দেয়া যাবে না৷''

তবে জার্মান সরকারের মুখপাত্র ক্রিস্টিয়ান হফমান জানিয়েছেন পুটিনের কথায় এখন আর জার্মানি গ্যাস নেবে না৷ নর্ড স্ট্রিম-২ থেকে গ্যাস নেয়ার অফার জার্মানি একেবারে খারিজ করে দিচ্ছে কিনা- সংবাদ মাধ্যমের এমন প্রশ্নে ক্রিস্টিয়ান হফমানের সরাসরি জবাব, ‘‘হ্যাঁ৷'' জার্মানির এমন অবস্থানের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘‘জ্বালানি সরবরাহকারী হিসেবে রাশিয়াকে আর আগের মতো নির্ভরযোগ্য মনে করা যায় না৷ নর্ড স্ট্রিম-১ ক্ষতিগ্রস্ত হওয়ার আগেও কিন্তু সেখানে গ্যাসের কোনো প্রবাহ ছিল না৷''

গত ২৬ সেপ্টেম্বর নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের দুটি সংযোগ এবং নর্ড স্ট্রিম-২ পাইপলাইনের দুটির মধ্যে একটি সংযোগ ফেটে যায়ছবি: Fabrizio Bensch/REUTERS

সেপ্টেম্বরের শুরুর দিকেই কারিগরি সমস্যার কথা বলে নর্ড স্ট্রিম-১ পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া৷ অন্য পাইপলাইন, অর্থাৎ নর্ড স্ট্রিম-২ দিয়ে সরবরাহ জার্মানির আপত্তির কারণেই বন্ধ করতে বাধ্য হয়েছিল রাশিয়া৷ ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর কারণে নর্ড স্ট্রিম-২ দিয়ে গ্যাস সরবরাহের অনুমোদনই দেয়নি জার্মানি৷

জার্মানিসহ ইউরোপের অনেক দেশ ইউক্রেন যুদ্ধ শুরুর পরই জ্বালানির বিষয়ে রাশিয়ার ওপর নির্ভরতা কমাতে বিকল্প গ্যাস সরবরাহকারীর সন্ধানে নেমে পড়ে৷

জার্মানি তখন থেকেই শীত মৌসুমের জন্য পর্যাপ্ত গ্যাস মজুদের দিকে মনযোগ দেয়৷ জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে, এ মুহূর্তে মজুদ ক্ষমতার শতকরা ৯৫ গ্যাস মজুদ করে রেখেছে জার্মানি৷ তা দিয়ে আসন্ন শীত অনায়াসে পার করা যাবে বলে মনে করেন তারা৷

এসিবি/ কেএম (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ