1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইউক্রেন

রাশিয়ার চোখ রাঙানির মাঝেই নেদারল্যান্ডসে জেলেনস্কি

৪ মে ২০২৩

ফিনল্যান্ডে নর্ডিক দেশগুলির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দ্য হেগে পৌঁছেছেন৷ এদিকে ক্রেমলিনের পর রাশিয়ায় আরও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে৷

নেদারল্যান্ডসে জেলেনস্কি
নেদারল্যান্ডসে জেলেনস্কিছবি: Remko de Waal/picture alliance/ANP

গত বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার হামলা শুরু হবার পর থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বেশ কিছুকাল অন্তত প্রকাশ্যে দেশ ছাড়েন নি৷ ফলে তাঁর ব্যতিক্রমি ওয়াশিংটন সফর বিশেষ নজর কেড়েছিল৷ বর্তমানে তিনি সহজেই পূর্বঘোষিত সফরে দেশ ছাড়ছেন৷ এমনকি রাশিয়ার তর্জনগর্জন বাড়লেও সেই পরিকল্পনায় বিঘ্ন ঘটছে না৷ বুধবার রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জেলেনস্কিকে ‘নিশ্চিহ্ন' করে দেবার ডাক দিয়েছেন৷

বুধবার জেলেনস্কি ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে নর্ডিক দেশগুলির শীর্ষ নেতাদের সঙ্গে সশরীরে বৈঠক করেন৷ তাঁরা যতকাল প্রয়োজন ইউক্রেনকে সহায়তার অঙ্গীকার করেন৷ তারপর রাতে তিনি আচমকা নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে পৌঁছন৷ ডাচ সরকারের একটি বিমান তাঁকে সেখানে নিয়ে আসে৷ জেলেনস্কি ‘ইউক্রেনের জন্য ন্যায় ছাড়া কোনো শান্তি সম্ভব নয়' শীর্ষক এক ভাষণও দিতে পারেন৷ সে দেশের প্রধানমন্ত্রী মার্ক রুটে-র সঙ্গে বৈঠকের পাশাপাশি তিনি আন্তর্জাতিক ফৌজদারি আদালতেও যেতে পারেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম মনে করছে৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের গ্রেপ্তারের জন্য সেই আদালতের শমনের প্রেক্ষাপটে সেখানে ইউক্রেনের প্রেসিডেন্টের উপস্থিতি বাড়তি গুরুত্ব পাচ্ছে৷

এদিকে রাশিয়ায় একের পর এক রহস্যজনক বিস্ফোরণকে কেন্দ্র করে জল্পনাকল্পনা বাড়ছে৷ খোদ ক্রেমলিনের উপর ড্রোনের উড়াল ও বিস্ফোরণের দায় রাশিয়া ইউক্রেনের উপর চাপালেও কিয়েভের সরকার তা অস্বীকার করেছে৷ ফলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে ধোঁয়াশা থেকে যাচ্ছে৷ বৃহস্পতিবার ভোরে রাশিয়ার দক্ষিণে কৃষ্ণ সাগর উপকূলে ইলস্কি শোধনাগারের কাছে পেট্রোলিয়ামজাত পণ্যের এক ভাণ্ডারে ড্রোন হামলার পর অগ্নিকাণ্ডকে ঘিরেও প্রশ্ন উঠছে৷ উল্লেখ্য, এক দিন আগে অধিকৃত ক্রাইমিয়া উপদ্বীপে জ্বালানির এক গুদামেও ড্রোন হামলার পর বিস্ফোরণ ঘটেছিল৷ ইউক্রেন সাধারণত এমন হামলা সম্পর্কে কোনো মন্তব্য করে না৷

বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য কিছু শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে৷ স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার ড্রোন হামলা প্রতিহত করতে চরম ব্যস্ততা দেখাচ্ছে৷ ইউক্রেনের কর্তৃপক্ষের সূত্র অনুযায়ী ২৪টি হামলার মধ্যে ১৮টি বানচাল করা সম্ভব হয়েছে৷ কৃষ্ণ সাগরের তীরে ওডেসা শহরেও হামলার খবর পাওয়া গেছে৷ গত অক্টোবর মাস থেকেই রাশিয়া ইউক্রেনের শহরগুলির উপর নিয়মিত হামলা চালিয়ে আসছে৷ খেরসন শহরে সম্প্রতি এমনই এক হামলায় ২১ জন নিরীহ মানুষ নিহত হয়েছে বলে ইউক্রেন দাবি করছে৷

এসবি/কেএম (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ