স্কভে ড্রোন হামলায় চারটি সামরিক ট্রান্সপোর্ট প্লেন ক্ষতিগ্রস্ত। এছাড়া ক্রাইমিয়া-সহ পাঁচ জায়গায় ড্রোন হামলা।
বিজ্ঞাপন
রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, স্কভে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ ছিল। এছাড়া ব্রায়নস্ক, কালুগা, ওরলয়, রিয়াজান ও ক্রাইমিয়ায় ড্রোন হামলা হয়েছে।
এস্তোনিয়া ও লাতভিয়ার সীমান্তের কাছে স্কভে ড্রোন হামলায় চারটি আইএল ৭৬ সামরিক পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্কভের গভর্নর জানিয়েছেন, বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। ক্ষয়ক্ষতি যাচাই করার পর তা আবার চালু হবে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার থেকে আবার বিমান চলাচল শুরু হবে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এই হামলার উপযুক্ত জবাব দেয়া হবে। এরপরই কিয়েভের কাছে ক্ষেপণাস্ত্র হামলা করে রাশিয়া।
ইউক্রেনেরতরফ থেকে এখনো এই ড্রোন হামলার দায় স্বীকার করা হয়নি। তারা এনিয়ে কোনো মন্তব্য করেনি।
ক্রেমলিনের উপর ড্রোন ধ্বংস, লক্ষ্য পুটিন? জেলেনস্কির না
বুধবার রাতে ক্রেমলিনের মাথায় দুইটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি রাশিয়ার। অভিযোগ, পুটিনকে হত্যা করার জন্য এই হামলা।
ছবি: Ostorozhno Novosti/REUTERS
কী হয়েছিল?
বুধবার রাতে মস্কোয় ক্রেমলিনের ওপরে দুইটি ড্রোন উড়ছিল বলে দাবি রাশিয়ার। সেই ড্রোনে কোনো মানুষ ছিল না। ড্রোন দুইটিকে ধ্বংস করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, ক্রেমলিনের উপরে একটা উজ্জ্বল আলোর ঝলকানি। রাশিয়া বলছে, ওটাই ড্রোন ধ্বংসের ছবি।
ছবি: Ostorozhno Novosti/REUTERS
প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা?
রাশিয়ার দাবি, এই ড্রোন হামলার উদ্দেশ্য ছিল প্রেসিডেন্ট পুটিনকে হত্যা করা। পুটিন সেসময় ক্রেমলিনে ছিলেন না।
ছবি: SPUTNIK via REUTERS
ক্রেমলিনেই প্রেসিডেন্ট আবাস
ক্রেমলিনের ভিতরে পাঁচটি প্রাসাদ আছে। চারটি ক্যাথেড্রাল আছে। সেই সঙ্গে আছে ক্রেমলিন টাওয়ার ও ক্রেমলিন ওয়াল। একটি প্রাসাদে আগে রাশিয়ার সম্রাট থাকতেন। এখন সেখানে প্রেসিডেন্ট থাকেন।
ছবি: AP Photo/picture alliance
রাশিয়ার অভিযোগ
রাশিয়ার অভিযোগ, ইউক্রেন এই কাজ করেছে। ৯ মে রাশিয়ায় বিজয় দিবসের প্যারেড হয়। তার আগে এই আক্রমণ চালিয়ে পুটিনকে মারার চেষ্টা করেছে তারা।
ছবি: Grigory Dukor/TASS/dpa/picture alliance
জেলেনস্কির দাবি
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন এই হামলা করেনি। গতবছর ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন কখনো নিজের এলাকার বাইরে যায়নি বলে তার দাবি। জেলেনস্কি বলেছেন, ''আমরা পুটিন বা মস্কোর উপর আক্রমণ করিনি।''
ছবি: Kaniuka Ruslan/Photoshot/picture alliance
পাল্টা ব্যবস্থার হুমকি
রাশিয়া বলেছে, যেহেতু তাদের দেশ ও প্রেসিডেন্টের উপর হামলার চেষ্টা হয়েছে, তাই তারা উপযুক্ত সময়ে প্রত্যাঘাত করবে। বুধবারই তারা খেরসন-সহ বিভিন্ন এলাকায় হামলা করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়াই এই নাটক করেছে। কারণ, পুটিন দেশের মানুষকে উদ্বুদ্ধ করতে চেয়েছেন। রাশিয়া যুদ্ধে জিততে পারছে না। তাই তিনি এই নাটক করলেন। উপরের ছবিতে সেনাদের মধ্যে জেলেনস্কি।
ছবি: Andrew Matthews/PA Wire/empics/picture alliance
খেরসনে সাধারণ মানুষের মৃত্যু
রাশিয়া বুধবার খেরসনের বাজার, ট্রেন স্টেশন এবং আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালায়। এর ফলে ২১ জন মারা গেছেন এবং ৪৮ জন আহত হয়েছেন। জেলেনস্কি বলেছেন, ''আমরা এই অপরাধীদের ক্ষমা করব না।''
ছবি: Ivan Antypenko/REUTERS
8 ছবি1 | 8
ডিডাব্লিউ-র সাংবাদিক মিখাইল বুশুয়েভ লিখছেন, মস্কোর আকাশসীমায় প্রায়ই ইউক্রেনের ড্রোন হামলা হচ্ছে। ফলে এই আকাশসীমা আর নিরাপদ নয়। মনে হচ্ছে, যুদ্ধের কৌশল বদল করা হচ্ছে।
ইসরায়েলের সামরিক-বিশেষজ্ঞ সের্গেই মিগদাল ডিডাব্লিউকে বলেছেন, ''সবচেয়ে বড় বিষয় হলো, ইউক্রেন আর শুধু রাশিয়ার আক্রমণ ঠেকানোর কাজ করছে না। বরং পাল্টা আক্রমণও করছে।''
ইউরোপীয় কাউন্সিলের ড্রোন বিশেষজ্ঞ ইউরিকে ফ্র্যাংকে বলেছেন, ''এই হামলা থেকে একটি বিষয় স্পষ্ট, যুদ্ধ এবার রাশিয়াতেও হবে।''
মিগদাল মনে করেন, ''রাশিয়ার উপর চাপ অনেকটাই বেড়েছে। বিশেষ করে মস্কোয় তাদের এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করার ব্যাপারে চাপ অনেকটাই বাড়লো।''
রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা যুদ্ধের গতিপথ বদলাবে?
৫ ডিসেম্বর রাশিয়ার দুটি বিমানঘাঁটিতে প্রথমবারের মতো ড্রোন হামলা চালায় ইউক্রেন৷ এই হামলা কি যুদ্ধের গতিপথ বদলাবে?
ছবি: MAXAR TECHNOLOGIES/REUTERS
রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলা
৫ ডিসেম্বর রাশিয়ার এঙ্গেলস ও ডিয়াগিলেভো বিমানঘাঁটিতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে৷ দূরবর্তী এলাকায় হামলা চালাতে এই দুটি বিমানঘাঁটি ব্যবহার করে রাশিয়া৷
ছবি: MAXAR TECHNOLOGIES/REUTERS
বিশ্লেষকরা বিস্মিত
দুটি বিমানঘাঁটিরই অবস্থান ক্রেমলিন থেকে দূরে৷ তাই সেখানে ইউক্রেনের হামলা চালানোর ক্ষমতা বিশ্লেষকদের বিস্মিত করেছে৷ জার্মানির বুন্ডেসভেয়ার বিশ্ববিদ্যালয়ের ফ্রাঙ্ক সাউয়ার ডয়চে ভেলেকে বলেন, ‘‘রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিক্রিয়া না দেখানোর বিষয়টি বিস্ময়কর - এটা হতে পারে যে, রাশিয়ার এত ভেতরে এমন হামলা হতে পারে, সেটা রাশিয়া ভাবেনি৷’’
ছবি: MAXAR/REUTERS
হামলা সম্পর্কে রাশিয়ার বক্তব্য
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের ড্রোনগুলো ভূপতিত করা হয়েছে৷ এবং তাদের টুকরোর আঘাতে দুটি রুশ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তবে অনলাইনে প্রকাশিত ব্যক্তিগত সার্ভিলেন্স ক্যামেরায় তোলা ভিডিওতে দেখা গেছে, আকাশে কোনো বিস্ফোরণ হয়নি, বরং ভূমিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে৷
ছবি: MAXAR TECHNOLOGIES/REUTERS
কোন ড্রোন?
রাশিয়া বলছে, হামলার কাজে ১৯৭০-এর দশকে সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি পর্যবেক্ষণকারী ড্রোন টিইউ-১৪১ (ছবিতে ড্রোনের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে) ব্যবহার করা হয়েছে৷ তবে কিয়েভের নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাতে নিউইয়র্ক টাইমস বলছে, পাবলিক-প্রাইভেট যৌথ অংশীদারিত্বের আওতায় ইউক্রেনের তৈরি নতুন ড্রোন দিয়ে ঐ হামলা করা হয়েছে৷
ছবি: Zeljko Hladika/PIXSELL/picture alliance
ইউক্রেনের বক্তব্য
ড্রোন তৈরির কর্মসূচি বিষয়ে ইউক্রেন নীরবতা অনুসরণ করছে৷ তবে ৮ ডিসেম্বর ফেসবুক পোস্টে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ জানান, ‘‘অতীতে আমাদের সামরিক বাহিনীর জন্য বছরে এক-দুটি ড্রোন টাইপের অনুমোদন দেয়া হত৷ তবে গত ৩০ দিনে সাতটি নতুন ড্রোন টাইপের অনুমোদন দেয়া হয়েছে৷’’
ছবি: Kai Pfaffenbach/REUTERS
‘প্রতীকী গুরুত্বের চেয়েও বেশি’
রাশিয়ার এত ভেতরে ইউক্রেনের হামলা চালানোর সক্ষমতার বিষয়টি শুধু প্রতীকী অর্থে নয়, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, বলে মনে করছেন বিশ্লেষকরা৷ ইউক্রেনের সামরিক বিশেষজ্ঞ ওলেগ কাটকভ বলেন, ‘‘রাশিয়ার এখন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় মোতায়েন করতে হবে, কিংবা তাদের যুদ্ধবিমানগুলো আরও দূরে নিয়ে যেতে হবে৷ সেক্ষেত্রে আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হবে, যা খরচ বাড়াবে৷’’
ছবি: Sergei Savostyanov/ITAR/TASS/imago
পশ্চিমা বিশ্বের জন্য সংকেত?
ইউক্রেন অনেকদিন ধরে পশ্চিমের কাছে দূরে হামলা করার অস্ত্র চাইছে৷ যুক্তরাষ্ট্র দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম ‘হাইমার্স’ ব্যবস্থা দিলেও রাশিয়ার ভয়ে সেটির সীমা কমিয়ে দিয়েছে৷ ফলে শুধু রাশিয়া অধিৃকত এলাকায় সেটি ব্যবহার করা যাবে৷ ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেসন্সের উলরিকে ফ্রাঙ্কে মনে করছেন, রাশিয়ায় হামলা চালিয়ে ইউক্রেন পশ্চিমা বিশ্বকে এই সংকেত দিয়েছে যে, তাদের ছাড়াও তারা হামলা করতে সক্ষম৷
ছবি: Roman Koksarov/AP/picture alliance
7 ছবি1 | 7
আরেক ইসরায়েলি বিশেষজ্ঞ লেবিন ডিডাব্লিউকে বলেছেন, ''এই ড্রোন হামলা রাশিয়ার মানুষকে মারার জন্য করা হচ্ছে না। রাশিয়ার বিমানবন্দর ও পরিবহন ব্যবস্থাকে অকেজো করার জন্য করা হচ্ছে।''