1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

রাশিয়ার তেল না কেনার প্রতিশ্রুতি দিয়েছেন মোদী, বললেন ট্রাম্প

১৬ অক্টোবর ২০২৫

হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই প্রতিশ্রুতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন।
ডনাল্ড ট্রাম্প বলেছেন, প্রধানমন্ত্রী মোদী তাকে প্রতিশ্রুতি দিয়েছেন, ভারত আর রাশিয়ার তেল কিনবে না। ছবি: Kevin Dietsch/Getty Images

ট্রাম্প বুধবার বলেছেন, মোদী তাকে বলেছেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে। এটা খুব বড় পদক্ষেপ। এর ফলে অর্থনৈতিকভাবে রাশিয়াকে কোণঠাসা করা সম্ভব হবে।

ট্রাম্প বলেছেন, ''ভারত রাশিয়া থেকে তেল কেনায় আমি অখুশি ছিলাম। এখন তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে। এটা খুব বড় পদক্ষেপ। আমরা চাইব, চীনও একই পথে চলুক।''

প্রধানমন্ত্রী মোদী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে এই ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন কিনা, তা নিয়ে ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস কোনো মন্তব্য করেনি।

ট্রাম্প বলেছেন, ''ভারত অবিলম্বে সব শিপমেন্ট বন্ধ করতে পারবে না। কারণ, এর মধ্যে একটা পদ্ধতিগত বিষয় আছে। তবে শীঘ্রই এই পদ্ধতি বন্ধ হবে।''

ভারতের প্রতিক্রিয়া

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ''তেল ও গ্যাস আমদানির ক্ষেত্রে সবসময় দেশ ও ভারতীয়দের স্বার্থ সুরক্ষিত রাখার নীতি নিয়েই চলা হয়। আমাদের আমদানি পুরোপুরি এই নীতির উপর ভিত্তি করে চলে। এক্ষেত্রে স্থিতিশীল দাম ও সরবরাহ হলো আমাদের কাছে প্রধান লক্ষ্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা তেল ও অন্য জ্বালানি নিয়ে সহযোগিতা বাড়াতে চেয়েছি। গত শতকে তা কিছুটা এগিয়েছে। বর্তমান প্রশাসন ভারতের সঙ্গে সহযোগিতা বাড়িয়ে নিয়ে যেতে চায়। আলোচনা চলছে।'' 

জিএইচ/এসজি(রয়টার্স, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ