শেষপর্যন্ত ঐক্যমত্যে পৌঁছানো গেল। রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা আরোপে সম্মত হলো ইউরোপীয় ইউনিয়ন।
বিজ্ঞাপন
রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়ে ফেলল ইউরোপীয় ইউনিয়ন। সোমবার রাতে ইইউ-র ২৭টি দেশ ঐক্যমত্যে পৌঁছায়। এর ফলে রাশিয়ার দুই-তৃতীয়াংশ তেল ইউরোপে আসা বন্ধ হয়ে গেল। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট চার্লস মিশেল টুইট করে জানিয়েছেন, যুদ্ধের জন্য যে বিপুল খরচ হয়, তার একটা বড় অর্থ রাশিয়া তেল বিক্রি করে রোজগার করে। ইইউ-র এই সিদ্ধান্তের ফলে রাশিয়ার যুদ্ধের খরচে টান লাগবে বলে মনে করছেন তারা।
রাশিয়ার স্বারব্যাংকের উপরেও নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত এদিন চূড়ান্ত হয়েছে। ঠিক হয়েছে সুইফট কোড থেকে ওই ব্যংকের নাম বাদ দেওয়া হবে। এর ফলে ওই ব্যাংক আর কোনো আন্তর্জাতিক লেনদেন করতে পারবে না।
ষষ্ঠ নিষেধাজ্ঞা প্যাকেজ
রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ছয় নম্বর প্যাকেজ তৈরি করেছে ইইউ। বেশ কিছুদিন আগে তা তৈরি হয়ে গেলেও এখনো পর্যন্ত প্যাকেজটি প্রয়োগ করা যায়নি। সেই প্যাকেজে একাধিক নিষেধাজ্ঞার সঙ্গে তেলের উপর এমবার্গোর কথা বলা হয়েছিল। ২৭ দেশের ইউরোপীয় ইউনিয়নে বেশ কিছু দেশ এই বক্তব্যের সঙ্গে সহমত হতে পারছিল না। যার নেতৃত্ব দিচ্ছিল হাঙ্গেরি। সোমবার দুপুরে ইইউ-র অন্যতম নেতা জোসেপ বরেল জানান, এদিন দুপুরেই বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হবে। শেষপর্যন্ত রাতের দিকে সকলে ঐক্যমত্যে পৌঁছায়।
রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতা যেভাবে কমাবে ইউরোপ
২০২৭ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর থেকে তাদের জ্বালানির নির্ভরতা শূন্যে নামিয়ে আনতে চাইছে৷ গত বুধবার এ সংক্রান্ত একটি পরিকল্পনা প্রকাশ করেছে ইউরোপীয় এই জোট৷
ছবি: Jean-Francois Badias/AP/picture alliance
রাশিয়ার ওপর নির্ভরতা
এখন পর্যন্ত রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের ৪০ ভাগ গ্যাস ও ২৭ ভাগ তেলের চাহিদা মেটাচ্ছে৷ ইউরোপজুড়ে এই জ্বালানি ঘর গরম রাখতে, বিদ্যুৎ উৎপাদনে এবং শিল্পে ব্যবহৃত হয়৷ এতটা নির্ভরশীলতা হুট করে কমানো সম্ভব নয়৷ তবে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ইউরোপকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে৷ অবশ্য এই নির্ভরশীলতা কাটাতে অন্তত আরো পাঁচ বছর প্রয়োজন৷
ছবি: Kremlin Pool/ZUMAPRESS/picture alliance
নবায়নযোগ্যে ভরসা
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জীবাশ্ম জ্বালানি থেকে সরে নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরতা বাড়ানোর পরিকল্পনা আগে থেকেই ছিল৷ কিন্তু ইউরোপীয় কমিশন সেই পরিকল্পনাকে আরো ত্বরান্বিত করতে চাইছে এখন৷ আগের প্রস্তাব অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ৪০ শতাংশ নবায়নযোগ্যের পরিকল্পনাকে বাড়িয়ে ৪৫ শতাংশ করতে চাইছে তারা৷ ২০২০ সালের হিসেবে, তাদের ২২ শতাংশ জ্বালানি আসে বায়ু, সৌর ও জৈবশক্তি থেকে৷
ছবি: picture alliance / Zoonar
আইনে পরিবর্তন
লক্ষ্যে পৌঁছাতে ইউরোপীয় কমিশন আইনে পরিবর্তন আনার ঘোষণাও দিয়েছে৷ কড়া বিধিনিষেধের কারণে অনেক প্রকল্প পাস হতে সময় লাগে৷ সেগুলো কিছুটা শিথিলের উদ্যোগ নেয়া হবে৷ এছাড়া বড় বাণিজ্যিক ও আবাসিক ভবনগুলোর ওপর সৌর প্যানেল বসানো বাধ্যতামূলক করার নিয়মও করা হবে৷
ছবি: Philip Reynaers/BELGA/dpa/picture alliance
জ্বালানি সাশ্রয়
কমিশন ২০৩০ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি সাশ্রয়ও ১৩ ভাগ কমাতে চায়৷ আগের প্রস্তাবে তা ছিল ৯ শতাংশ৷ এর জন্য অনেক ভবনকে সংস্কার করা হবে, যেন সেগুলোতে কম জ্বালানি খরচ হয়৷ তাদের হিসেব বলছে, মানুষ চাইলে নিজ উদ্যোগে তাদের জ্বালানি খরচ কমাতে পারে৷ এতে করে অন্তত পাঁচ শতাংশ গ্যাসের চাহিদা কমানো সম্ভব৷
ছবি: David McNew/Getty Images
গ্যাসের নতুন অবকাঠামো
ইউরোপ রাশিয়া থেকে বছরে ১৫৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস আমদানি করে থাকে৷ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার ও জ্বালানি সাশ্রয় করে এর বিকল্প তৈরি সম্ভব৷ কিন্তু স্বল্পমেয়াদে ইউরোপ এখন সেই গ্যাসের বিকল্প উৎস খুঁজছে৷ সেক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস এর বিকল্প হতে পারে৷ কিন্তু এর অবকাঠামো নির্মাণ করতে হবে৷ কারণ যে-কোনো সময় রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে বিপদ তৈরি হবে, যেমনটি তারা পোল্যান্ড ও বুলগেরিয়ার ক্ষেত্রে করেছে৷
ছবি: Joerg Boethling/imago images
অর্থায়ন
সবমিলিয়ে জ্বালানি খাতে ২০২৭ সালের মধ্যে ২১০ বিলিয়ন ইউরো বিনিয়োগ করতে চায় ইইউ৷ ২০৩০ সালের মধ্যে এটি ৩০০ বিলিয়ন হবে৷ এর মধ্যে নবায়নযোগ্য জ্বালানির জন্য ৮৬ বিলিয়ন, হাইড্রোজেন অবকাঠামোর জন্য ২৭ বিলিয়ন ইউরো, ২৯ বিলিয়ন ইউরো বিদ্যুৎ গ্রিড উন্নয়নে ও ৫৬ বিলিয়ন ইউরো জ্বালানি সাশ্রয় অবকাঠামো ও হিট পাম্প তৈরিতে খরচ হবে৷
ছবি: Christoph Hardt/Geisler-Fotopress/picture alliance
6 ছবি1 | 6
হাঙ্গেরির বক্তব্য
হাঙ্গেরি তেলের উপর উপর নিষেধাজ্ঞার বিরোধিতা করছিল। হাঙ্গেরির সঙ্গে যোগ দিয়েছিল স্লোভাকিয়া, চেক রিপাবলিক এবং বুলগেরিয়া। হাঙ্গেরির বক্তব্য, দেশের ৬০ শতাংশ তেল তারা রাশিয়ার থেকে নেয়, ৮৫ শতাংশ প্রাকৃতিক গ্যাস রাশিয়া রপ্তানি করে। ফলে রাতারাতি তা বন্ধ করা সম্ভব হবে না। ইইউ তখন তাদের বিকল্প প্রস্তাব দেয়। বলা হয়, জাহাজে করে যে তেল আসে তার উপর নিষেধাজ্ঞা জারি হবে। কিন্তু পাইপলাইনের তেল নেয়া যাবে। এর ফলে রাশিয়ার তেল রপ্তানি দুই-তৃতীয়াংশ মার খাবে বলে ইইউ-র বক্তব্য।
হাঙ্গেরি এবং অন্য দেশগুলি ইইউ-র এই সিদ্ধান্ত মেনে নেয়। তবে হাঙ্গেরি জানিয়েছে, যদি কোনো কারণে পাইপে তেল আসা বন্ধ হয় বা আটকে যায়, তাহলে বিকল্প ব্যবস্থা নেয়া যাবে। প্রয়োজনে জাহাজের তেলও নেয়া যাবে।
বিশেষজ্ঞদের বক্তব্য, ইইউ-র এই নতুন নিষেধাজ্ঞার ফলে রাশিয়া য়েমন ক্ষতিগ্রস্ত হবে তেমন ইউরোপ-সহ বিশ্বও সমস্যায় পড়বে। ইউরোপে তেলের দাম বাড়তে শুরু করবে। জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়ামের মতো দেশকে এর জন্য বিপুল খরচ করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।