1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

রাশিয়ার দখলে চেরনোবিল

২৫ ফেব্রুয়ারি ২০২২

ইউক্রেনে ঢুকে পড়েছে রাশিয়ার সেনা। চেরনোবিল পরমাণু প্রকল্প রাশিয়ার সেনা ঘিরে ফেলেছে বলে ইউক্রেন জানিয়েছে।

চেরনোবিল
ছবি: Mykola Tymchenko/AP/picture alliance

১৯৮৬ সালে চেরনোবিলের এই পরমাণু প্রকল্পেই বিধ্বংসী বিস্ফোরণ হয়েছিল। যার প্রভাব থেকে গিয়েছিল বহু বছর। বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন। ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তার চেয়েও বেশি। ইউক্রেনের সেই চেরনোবিল পরমাণু কেন্দ্র প্রথম দিনই রাশিয়ার সেনা দখল করে ফেলেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাশিয়া দাবি করেছিল যে তারা চেরনোবিল দখল করেছে। পরে ইউক্রেনের সামরিক কর্তৃপক্ষ সেই দাবি মেনে নেয়।

বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউস জানিয়েছে, তাদের গোয়েন্দা সূত্র জানিয়েছে, চেরনোবিলের প্রকল্পে বেশ কিছু কর্মীকে রাশিয়া পণবন্দি করেছে। ইউক্রেন জানিয়েছে, ১৯৮৬ সালের বিস্ফোরণের পর বাকি তিনটি চুল্লিতে কাজ হতো। ২০০০ সালে তা-ও বন্ধ করে দেওয়া হয়েছে। তবে অল্পসংখ্যক কর্মী সেখানে এখনো কাজ করতেন।

চেরনোবিল এমন একটি জায়গা যেখানে সামান্য কিছু ঘটলেই বড়সড় দুর্ঘটনা হতে পারে। ফের পরমাণু চুল্লিতে বিস্ফোরণের মতো ঘটনা ঘটতে পারে। প্রকল্পের বাইরে ৩২ কিলোমিটারের একটি অঞ্চল আছে। যা মূল প্রকল্পকে ঘিরে রেখেছে। রাশিয়ার সেনা সেই জায়গাটি ঘিরে রেখেছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের মুখপাত্র মিখাইলো পডোলিয়াক জানিয়েছেন, সম্পূর্ণ অকারণে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে 'যুদ্ধ' ঘোষণা করেছে। চেরনোবিল নিয়েও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

স্ট্র্যাটেজির দিক থেকেও চেরনোবিল একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এর একদিকে নদী। যা বেলারুশে ঢুকে গেছে। অন্যদিকে ১৩০ কিলোমিটার দূরে ইউক্রেনের রাজধানী কিয়েভ। বেলারুশ রাশিয়ার সঙ্গে হাত মিলিয়েছে বলে ইউক্রেনের অভিযোগ। বস্তুত, বেলারুশ সীমান্ত থেকেও ইউক্রেনের উপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে চেরনোবিল থেকে রুশ সেনা সরাসরি রাজধানী কিয়েভের দিকে আক্রমণ চালাতে পারে বলেও বিশেষজ্ঞরা মনে করছেন।

এসজি/জিএইচ (রয়টার্স, বিবিসি, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ