1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমান দুর্ঘটনার কারণ কী?

২ নভেম্বর ২০১৫

কোগালিমআভিয়া নামে রাশিয়ার যে বিমান কোম্পানির বিমান শনিবার দুর্ঘটনায় পড়েছে তারা সোমবার জানিয়েছে মানুষের ভুল কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেনি৷

Ägypten Untersuchung nach Absturz russischer Passagiermaschine
ছবি: picture-alliance/Anadolu Agency/Alaa El Kassas

‘যান্ত্রিক বা ফিজিক্যাল অ্যাকশন'-এর কারণে বিমানটি আকাশেই ভেঙে থাকতে পারে বলে জানিয়েছেন কোগালিমআভিয়ার ডেপুটি জেনারেল ডিরেক্টর আলেক্জান্ডার স্মিরনভ৷ মস্কোতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘বিমানটির অবস্থা বেশ ভালো ছিল৷ যান্ত্রিক ত্রুটি কিংবা পাইলটের ভুলের বিষয়টি আমরা প্রত্যাখ্যান করছি৷''

তবে মিশরের শার্ম আল-শেখ বিমানবন্দরের একটি সূত্র ডয়চে ভেলেকে জানিয়েছে যে, বিমানটিতে যান্ত্রিক ত্রুটির ইতিহাস ছিল৷ শনিবার ভোরে এই বিমানবন্দর থেকেই এয়ারবাস ৩২১-২০০ মডেলের একটি বিমান রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ যাওয়ার পথে দুর্ঘটনায় পড়লে ২২৪ আরোহীর সবাই নিহত হয়৷

এর আগে দুর্ঘটনার পরপর ইসলামিক স্টেট-এর সঙ্গে সংশ্লিষ্ট এক গোষ্ঠী দায় স্বীকার করে৷ তবে জঙ্গিদের কাছে ৯ হাজার মিটার উঁচুতে থাকা বিমান ধ্বংস করার মতো অস্ত্র আছে কিনা – সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছে রাশিয়া ও মিশরের কর্তৃপক্ষ৷

বিশেষজ্ঞরাও আইএস-এর দাবির ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন৷

তবে ফ্রান্সের এভিয়েশন বিশেষজ্ঞ মনে করছেন, বোমার কারণে রুশ বিমানটি দুর্ঘটনায় পড়ে থাকতে পারে৷

এদিকে, সোমবার সকালে ১৪৪ জনের লাশ রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে৷ সোমবার দিনের শেষে বাকিদের লাশও রাশিয়ার পৌঁছানোর কথা রয়েছে৷

নিহতদের স্মরণে রবিবার রাশিয়ায় শোক দিবস পালন করা হয়৷

জেডএইচ/ডিজি (এপি, ডিডাব্লিউ)

সিনাই-তে রুশ বিমানটি ভেঙে পড়ল বোমা বিস্ফোরণের দরুণ, নাকি যান্ত্রিক গোলযোগের কারণে? আপনি কী মনে করেন? মন্তব্য করুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ