1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়ার বিরুদ্ধে ইউরোপে শরণার্থী পাঠানোর অভিযোগ

২১ নভেম্বর ২০২৩

ইউক্রেন যুদ্ধের আবহে ইউরোপের সঙ্গে সম্পর্কের অবনতির মাঝে রাশিয়া ফিনল্যান্ডের স্থলসীমান্তে শরণার্থী পাঠিয়ে চাপ সৃষ্টি করতে চাইছে বলে অভিযোগ উঠছে৷ ফিনল্যান্ড কড়া পদক্ষেপ নিচ্ছে৷

পোল্যান্ড রাশিয়ার সীমান্ত
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার রয়েছে বিশাল স্থল সীমান্তছবি: Michal Fludra/NurPhoto/picture alliance

দক্ষিণ প্রান্তে শরণার্থীদের ঢল সামলাতে হিমশিম খাচ্ছে ইউরোপ৷ ঠিক সেই সংকটের সময়ে উত্তরেও এমন অনুপ্রবেশ ঘটলে ইউরোপের উপর আরো চাপ সৃষ্টি করার সুযোগ রয়েছে৷ ফিনল্যান্ড রাশিয়ার বিরুদ্ধে সেই অভিযোগ করছে৷ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার এই বিশাল স্থল সীমান্তে আশ্রয়প্রার্থীদের সংখ্যা বেড়ে চলেছে৷

শুধু গত গুই সপ্তাহে মূলত, ইয়েমেন, সোমালিয়া, সিরিয়া ও ইরাক থেকে আসা পাঁচশোরও বেশি আশ্রয়প্রার্থী ফিনল্যান্ডে প্রবেশ করেছে৷ শর্ত পূরণ করতে না পারলে তাদের রাশিয়ায় ফেরত পাঠানোও সম্ভব হচ্ছে না৷ ফলে বাধ্য হয়ে ফিনল্যান্ড সীমান্তে কড়াকড়ি বাড়াচ্ছে৷ আপাতত চারটি অবশিষ্ট সীমান্ত চেকপোস্টের মধ্যে দুটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করা যাবে৷ ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেটেরি অর্পো প্রয়োজনে আরো পদক্ষেপের ঘোষণা করেছেন৷ তবে শেষ পর্যন্ত স্থলসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে কিনা, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেন নি৷

 

রাশিয়া ইইউ-কে সমস্যায় ফেলতে এমন আচরণ করছে বলে অভিযোগ উঠছে৷ ‘বেলারুশ মডেল' নামে পরিচিত এই কৌশলের আওতায় শরণার্থীদের বিমান বা স্থলপথে ইইউ-র কাছাকাছি এনে তাদের সীমান্ত পেরোতে সহায়তা করা হয়৷ ২০২১ সালে পোল্যান্ড, লিথুয়েনিয়া ও লাটভিয়া বেলারুশের বিরুদ্ধে এমন আচরণের অভিযোগ করেছিল৷ তাদের মতে, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে বিমানযোগে মানুষ এনে তাদের স্থলপথে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত পেরোতে উৎসাহ দিয়েছিল৷

ফিনল্যান্ডের সুখী মানুষদের কথা

04:29

This browser does not support the video element.

রাশিয়াও বেলারুশের দেখাদেখি এমন কৌশল গ্রহণ করছে, এমন অভিযোগ অবশ্য স্বীকার করতে প্রস্তুত নয় মস্কো৷ সোমবার সে দেশ আনুষ্ঠানিকভাবে সীমান্ত বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে৷ ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর এক কর্মকর্তার সূত্র অনুযায়ী সব বহিরাগত ফিনল্যান্ডে আসতে না চাইলেও রুশ কর্তৃপক্ষ আচমকা গেট বন্ধ করে দেওয়ায় তাদের বাধ্য হয়ে রাজনৈতিক আবেদন করতে হচ্ছে৷

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো পোল্যান্ড সফরে গিয়ে বলেন, শর্ত পূরণে ব্যর্থ  আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠানো অসম্ভব হয়ে উঠেছে৷ ফলে একবার সীমান্ত পেরিয়ে এলেই সেখানে থাকার সুযোগ তৈরি হচ্ছে৷ তিনি শেঙেন এলাকায় বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে ইউরোপীয় স্তরে সাধারণ সমাধানসূত্রের ডাক দেন৷ তার মতে, কোনো দেশের পক্ষে একা এমন পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়৷ এর ঠিক পরেই হয়তো প্রতিবেশী কোনো দেশ এমন সমস্যায় পড়তে হবে৷ পোল্যান্ড ফিনল্যান্ডকে এ ক্ষেত্রে সহায়তা দিতে চায়৷

এসবি/কেএম (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ