রাশিয়ার একাধিক কর্মকর্তা, রাজনীতিবিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবারই এই প্রস্তাব গৃহীত হয়েছে। বুধবার ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছিল, রাশিয়া আগ্রাসন দেখালেই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। বৃহস্পতিবার সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন সামরিক অভিযানের কথা ঘোষণা করেন।
ইইউ জানিয়েছে, রাশিয়ার একাধিক প্রশাসনিক কর্মকর্তা, বাণিজ্যিক সংস্থা এবং রাজনীতিবিদের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা ঘোষণা করা হচ্ছে। ইউরোপে তাদের সমস্ত সম্পত্তি ফ্রিজ করে দেওয়া হচ্ছে। বাণিজ্যিক সংস্থাগুলি ইউরোপে বাণিজ্য করতে পারবে না। প্রশাসনিক কর্মকর্তা এবং রাজনীতিবিদরা ইউরোপে ঢুকতে পারবেন না।
ইউক্রেনের বিরুদ্ধে হামলা ঘোষণা রাশিয়ার। নিন্দায় ন্যাটো, জাতিসংঘ। পূর্ব ইউক্রেনে লড়াই শুরু।
ছবি: Efrem Lukatsky/Efrem Lukatsky/picture alliance বৃহস্পতিবার সকালে টেলিভিশনে ইউক্রেনের বিরুদ্ধে হামলা ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন।
ছবি: Alexey Nikolsky/Kremlin/SPUTNIK/REUTERSপুটিনের ঘোষণার কয়েকঘণ্টা আগে অ্যামেরিকায় জাতিসংঘের জরুরি বৈঠক শুরু হয়। ইউক্রেনের প্রেসিডেন্টের অনুরোধে বৈঠক শুরু হয়। সেখানে জাতিসংঘের প্রধান পুটিনকে আলোচনায় বসার আহ্বান জানান।
ছবি: Timothy A. Clary/AFPপূর্ব ইউক্রেনে রাশিয়ার ছত্রছায়ায় লড়াই চালাচ্ছিল বিচ্ছিন্নতাবাদী লুহানস্ক এবং দোনেৎসক পিপলস রিপাবলিকের যোদ্ধারা। রাশিয়া এবার তাদের সরাসরি সাহায্যের ঘোষণা দিল।
ছবি: Svetlana Kisileva/abaca/picture alliance রাশিয়ার দাবি, পূর্ব ইউক্রেনে রাশিয়ার মদতপুষ্ট যোদ্ধাদের বিরুদ্ধে ইউক্রেনই প্রথম আক্রমণ চালিয়েছে। তাদের সাহায্য করতেই রাশিয়াকে হামলা ঘোষণা করতে হলো।
ছবি: ANATOLII STEPANOV/AFPনিরাপত্তা পরিষদের বৈঠক চলাকালীনই রাশিয়া হামলা ঘোষণা করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুটিনের এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন। এর জন্য রাশিয়াকে সমস্যায় পড়তে হবে বলেও হুমকি দিয়েছেন তিনি।
ছবি: Michaal Nigro/Pacific Press/picture allianceজাতিসংঘে একাধিক দেশ রাশিয়ার পদক্ষেপের নিন্দা করেছে। রাশিয়ার বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞার প্রস্তাবও নেওয়া হয়েছে। কিন্তু রাশিয়া নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। তাদের হাতে ভেটো দেওয়ার ক্ষমতা আছে।
ছবি: ARIS MESSINIS/AFPইউক্রেনে সমস্ত যাত্রী বিমান বন্ধ করে দেওয়া হয়েছে। এয়ারস্পেস ছেড়ে দেওয়া হয়েছে বিমানবাহিনীকে।
ছবি: Umit Bektas/REUTERSন্যাটো এবং অ্যামেরিকা আগেই পূর্ব ইউরোপে সেনা পাঠিয়ে রেখেছিল। রাশিয়া হামলা ঘোষণার পর ন্যাটোর সেনার তৎপরতা বেড়েছে।
ছবি: Efrem Lukatsky/AP Photo/picture alliance পূর্ব ইউক্রেনে একের পর এক বিস্ফোরণ হচ্ছে বলে সংবাদসংস্থা এএফপি জানিয়েছে। রাশিয়ার বোমারু বিমান সীমান্তে টহল দিচ্ছে বলে এএফপি জানিয়েছে।
ছবি: Efrem Lukatsky/AP Photo/picture alliance যে রাজনীতিবিদদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে, তারা সকলেই পার্লামেন্টে হামলার পক্ষে ভোট দিয়েছিলেন। ইইউ জানিয়েছে, প্রয়োজনে আরো কড়া নিষেধাজ্ঞা ঘোষণা করা হবে। বস্তুত, আগেই ইইউ জানিয়েছিল, গ্যাসলাইন নর্ড স্ট্রিম ২-এর উপরেও নিষেধাজ্ঞা ঘোষণা করা হবে। জার্মানি জানিয়েছিল, রাশিয়া আগ্রাসন দেখালে ওই গ্যাসলাইনের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করা হবে।
পূর্ব ইউক্রেনের যে দুই অঞ্চলে এখন কার্যত যুদ্ধ চলছে, সেই অঞ্চলের সঙ্গে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়েছে ইইউ। বৃহস্পতিবার ফের জরুরি বৈঠকে বসার কথা ইইউ-র। সেখানে আরো কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এসজি/জিএইচ (রয়টার্স, ডিপিএ, এএফপি)