1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি জার্মানি, ফ্রান্সের

৮ অক্টোবর ২০২০

নাভালনিকে বিষ দিয়ে মারার চেষ্টার জন্য রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির দাবি তুলল জার্মানি ও ও ফ্রান্স। দুই দেশের মতে, রুশ সরকার বিষপ্রয়োগের পিছনে ছিল। 

ছবি: Alexey Navalny/Instagram

ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার জোরালো দাবি তুলবে জার্মানি ও ফ্রান্স। বুধবার দুই দেশ একটি যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে, রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষ দেয়ার পিছনে সে দেশের সরকারের হাত আছে। যে ব্যক্তি ও সংস্থা এই বিষপ্রয়োগের পিছনে তাঁদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হোক।

রাশিয়া অবশ্য জানিয়েছে, সরকার কোনোভাবে এই বিষকাণ্ডের সঙ্গে জড়িত নয়। কিন্তু ফ্রান্স ও জার্মানির মতে, সরকার জড়িয়ে ছিল। না হলে বিষকাণ্ডের কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না।

অসুস্থ হওয়ার দুই দিনের মধ্যে নাভালনি জার্মানিতে আসেন। জাতিসংঘের শাখা সংগঠন ওপিসিডাব্লিউ জানিয়েছে, নাভালনির শরীরে বিষপ্রয়োগ করা হয়েছিল।

জার্মানির বিদেশমন্ত্রী হাইকো মাস বুধবার বলেছেন, রাশিয়া যদি এই ঘটনার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিতে না পারে, তা হলে তাদের নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। তিনি পার্লামেন্টে বলেছেন, ''নাভালনিকে বিষপ্রয়োগ করে আন্তর্জাতিক আইন ভাঙা হয়েছে। তাই তার ফলভোগও করতে হবে।''

জিএইচ/এসজি(রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ