ওয়্যাগনার গ্রুপ রাশিয়ার প্রাইভেট মিলিশিয়া বলে পরিচিত। ক্রেমলিনের সঙ্গে তাদের সম্পর্ক ঘনিষ্ট। মালি, ইউক্রেন, লিবিয়া-সহ আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশে তারা কাজ করছে বলে অভিযোগ। সোমবার ইউরোপীয় ইউনিয়নে এই ওয়্যাগনার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এই সংস্থার সঙ্গে জড়িত আট ব্যক্তির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে।
চেরনোবিল দুর্ঘটনার তিন দশকের বেশি পরে আণবিক চুল্লির আশপাশের এলাকা এখনও বাসের অযোগ্য – যদিও কিছু মানুষ তাদের বাসায় ফিরেছেন৷ ইউক্রেনীয় আলোকচিত্রী আলিনা রুদিয়া তাদের সঙ্গে দেখা করেন৷
ছবি: DW/A. Rudya দাদি গানিয়ার বয়স আজ ৮৬৷ বছর দশেক হল স্বামী মারা গেছেন৷ আজ ২৫ বছর হতে চলল গানিয়া তাঁর মানসিকভাবে প্রতিবন্ধী ছোটবোন সোনিয়ার দেখাশুনা করেন৷ ‘‘আমার তেজস্ক্রিয়তায় ভয়৷ মাশরুমগুলো অনেকক্ষণ ধরে রাঁধি, যাতে সবটা দূর হয়ে যায়৷’’ আলোকচিত্রী আলিনা রুদিয়া একাধিকবার দাদি গানিয়ার সাথে দেখা করেছেন৷ তাঁর মতে গানিয়ার মতো উষ্ণহৃদয় মানুষ খুব কমই পাওয়া যায়৷
ছবি: DW/A. Rudya গানিয়া ও তাঁর বোন বাস করেন কাপুভাতে গ্রামে, যা চেরনোবিল আণবিক চুল্লির চারপাশে ৩০ কিলোমিটার ব্যাসের নিষিদ্ধকৃত এলাকার মধ্যে পড়ে৷ ১৯৮৬ সালের এপ্রিল মাসের দুর্ঘটনার পর সাড়ে তিন লাখ বাসিন্দাকে এলাকাটি ছেড়ে যেতে হয়৷ কাপুভাতে গ্রামের অধিকাংশ বাড়ি খালি পড়ে থাকে৷ গানিয়া কাছের এই পোড়োবাড়িটিতে তাঁর বোন ও তাঁর নিজের জন্য কফিন জমা করে রেখেছেন৷
ছবি: DW/A. Rudya কাপুভাতে গ্রামের কবরখানা ইউক্রেনের অন্য সব গ্রামের কবরখানার মতোই৷ এলাকার বহু মানুষ দুর্ঘটনার পর গ্রাম ছেড়ে গেলেও, মৃত্যুর পর তাদের অনেককেই এখানে ফিরিয়ে এনে গোর দেওয়া হয়েছে৷
ছবি: DW/A. Rudya দাদি মারুসিয়ার মতো যারা এখনও বেঁচে, তারা পরিবারের অন্যান্যদের কবরের দেখাশুনা করেন৷ দাদি মারুসিয়া তাঁর মায়ের কবরটি সাজিয়ে-গুছিয়ে, পরিষ্কার করে রাখেন৷ ‘‘এটাই আমার দেশ৷ আমাকে এখানেই গোর দেওয়া হোক, এই আমার ইচ্ছে – কিন্তু আমার মায়ের পাশে, আমার স্বামীর পাশে নয়৷’’
ছবি: DW/A. Rudya নিষিদ্ধকৃত এলাকায় যারা বেআইনিভাবে ফিরেছেন, ইউক্রেনীয় ভাষায় তাদের বলে ‘সামোসেলি’৷ গালিনা ইভানিভনা তাদের একজন৷ ‘‘চোখের পলকে জীবন কেটে গেল৷ আজ আমার বয়স ৮২, অথচ মনে হয়, যেন কখনো বাঁচিনি৷ যখন ছোট ছিলাম, তখন দুনিয়া ঘোরার স্বপ্ন দেখতাম, কিন্তু কোনোদিন কিয়েভের চাইতে বেশি দূরে যাওয়া হয়ে ওঠেনি৷’’
ছবি: DW/A. Rudya আশির দশকেই যারা তেজস্ক্রিয়তায় দূষিত এলাকায় ফিরেছেন, তাদের মধ্যে পড়েন ইভান ইভানোভিচ ও তাঁর স্ত্রী৷ আজ যারা এখানে পর্যটক হিসেবে আসেন, তাদের কাছে ইভান এক ধরণের ‘স্টার’৷ নিজের মনে গল্প বলে চলেন ইভান – তার কতোটা সত্যি আর কতটা কল্পনা, তা হয়ত তিনি নিজেই জানেন না৷
ছবি: DW/A. Rudya চেরনোবিল দুর্ঘটনার ৩২তম বার্ষিকীর এক সপ্তাহ আগে আলিনা রুদিয়া ওপাচিচি গ্রামটি পরিদর্শন করেন৷ আজ নাকি এখানে শুধুমাত্র একজন বর্ষীয়সী মহিলা থাকেন, আর যারা গ্রামে ফিরেছিলেন, তাদের সকলেই পরলোকগমন করেছেন৷ চলে যাওয়া মানুষদের বাড়িঘরে পড়ে আছে নানা পুরনো ছবি, চিঠি, আসবাব – কত হারানো জীবনের স্মৃতিচিহ্ন৷
ছবি: DW/A. Rudya মারুসিয়া তাঁর শায়িত স্বামী ইভানকে দেখছেন৷ ইভানের সম্প্রতি একটি স্ট্রোক হয়েছে, মতিভ্রমও দেখা দিয়েছে৷ ইভান নাকি মাঝেমধ্যে রাতে উঠে তাঁর ট্র্যাক্টর খোঁজেন, যা নিয়ে তিনি ৪২ বছর কাজ করেছেন৷ নিজের জন্য মারুসিয়া শুধুমাত্র একটি শান্ত, সুন্দর মরণ কামনা করেন – তিনি সন্তান বা নাতি-নাতনিদের বোঝা হয়ে থাকতে চান না৷
ছবি: DW/A. Rudya নিজের আর নিজের স্ত্রীর কফিন নিজের হাতে গড়ে রেখেছেন ইভান৷ গোলাঘরে পুরনো সাইকেলটার পাশে সে দু’টো রাখা আছে৷ ‘‘নীচেরটা আমার জন্যে আর ওপরেরটা আমার স্বামীর জন্য,’’ বললেন মারুসিয়া৷
ছবি: DW/A. Rudya আজ খুব কম ‘সামোসেলি’ নিষিদ্ধকৃত এলাকায় বাস করেন৷ অধিবাসীদের অধিকাংশের বয়স ৭০ ছাড়িয়েছে৷ আলিনা রুদিয়া প্রতিবার এসে দেখেন, কেউ না কেউ গ্রাম ছেড়ে চলে গেছেন – তবে অন্য এক বহুদূরের পথে, চিরকালের যাত্রায়...৷
ছবি: DW/A. Rudya ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ের প্রধান জোসেপ বরেল জানিয়েছেন, সংস্থাটির সমস্ত অর্থ এবং সম্পত্তি ফ্রিজ করা হবে। বিদেশে যেতে পারবে না সংস্থার প্রতিনিধিরা। একই ব্যবস্থা গ্রহণ করা হবে আটজন ব্যক্তির বিরুদ্ধেও।
এদিন ইইউ-তে ইউরোপেরএকাধিক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বরেল। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগ, ওয়্যাগনার গ্রুপ একধিক দেশে রাশিয়ার বকলমে অপারেশন চালায়। মালিতে তাদের শক্তিশালী অবস্থান বলেও জানিয়েছে ইইউ। ক্রেমলিন অবশ্য দাবি করেছে, মালির অন্তর্বর্তী সরকারই ওয়্যাগনার গ্রুপকে মালিতে আমন্ত্রণ করে নিয়ে গেছে। ফলে সেখানে তাদের অবস্থান বৈধ। কিন্তু ইইউ এ কথা মানতে চায়নি।
পৃথিবীর বিভিন্ন জায়গায় ওয়্যাগনারগ্রুপের মাধ্যমে ক্রেমলিন তার আধিপত্য ধরে রাখে। আফ্রিকার দেশগুলি ছাড়াও ইউক্রেনে তাদের প্রতিনিধি আছে। তারা ইউক্রেনের রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীদের মদত দেয় বলে অভিযোগ। বস্তুত, ইউক্রেন নিয়ে উদ্ভূত পরিস্থিতির কারণেই তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)