রাশিয়ার ভিসা নিয়ে আরো কড়া অবস্থান বাল্টিক দেশগুলির। ক্রাইমিয়া নিয়ে ইউক্রেনের গুরুত্বপূর্ণ মন্তব্য।
বিজ্ঞাপন
লাটভিয়া, এস্টোনিয়া এবং লিথুয়ানিয়া বুধবার জানিয়েছে, রাশিয়ার নাগরিকদের ভিসা দেয়া এবং দেশে ঢুকতে দেয়া নিয়ে আরো কড়াকড়ি করা হবে। এর আগে রাশিয়ার নাগরিকদের ভিসা দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শেনগেন ভিসা থাকলেও রাশিয়া এবং বেলারুশ থেকে সকলকে বাল্টিক দেশগুলিতে ঢুকতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত হয়েছে। তবে অসহায় ব্যক্তি বা পরিবার, ট্রাকচালক এবং কূটনীতিকদের যাতায়াত করতে দেয়া হবে।
খারকিভের রাস্তায় শিম্পাঞ্জি
01:16
এদিন লিথুয়ানিয়ায় একটি কনফারেন্সে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে তিনি জানান, গত কিছুদিনে রাশিয়া থেকে সীমান্ত পার করার প্রবণতা কয়েক গুণ বেড়ে গেছে। পরিস্থিতি সামলানোই মুশকিল হয়ে যাচ্ছে। ফলে এই নিয়ম চালু করা অত্যন্ত প্রয়োজন।
সম্প্রতি ইইউ ভিসা দেয়ার ক্ষেত্রে রাশিয়ার উপর একই নিষেধাজ্ঞা চাপিয়েছে। বস্তুত, ইইউ-কেই বাল্টিক দেশগুলি অনুসরণ করল বলে মনে করা হচ্ছে। রাশিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ভিসা চুক্তি ছিল। ২০০৭ সালের সেই চুক্তি ভেঙে দিয়েছে ইইউ। এর ফলে রাশিয়ার নাগরিকদের কাছে শেনগেন ভিসা পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
পুটিনের বক্তব্য
সম্প্রতি এক সভায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন জানিয়েছেন, পশ্চিমের নিষেধাজ্ঞার জেরে বেশ কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। ইস্টার্ন ইউরোপিয়ান ফোরামে বক্তৃতা করার সময় তিনি এই কথা বলেন। তবে ঠিক কোন কোন ক্ষেত্রে ক্ষতি হচ্ছে, তা তিনি স্পষ্ট করে বলেননি।
বরং পশ্চিমা বিশ্বকে একহাত নিয়ে পুটিন বলেছেন, পশ্চিম যেভাবে নিষেধাজ্ঞা জারি করেছে, তা অবৈধ এবং অনৈতিক। রাশিয়া কখনোই তা মেনে নিতে পারেনি। তবে রাশিয়াও এর জবাব দেবে বলে পুটিন জানিয়েছেন। বস্তুত, ইউক্রেন যুদ্ধ ছয়মাস পার করে গেছে। গত কয়েকমাসে একাধিক নিষেধাজ্ঞার প্যাকেজ জারি হয়েছে রাশিয়ার উপর। এরপর সাম্প্রতিক ভিসা ব্যানের ঘটনা ঘটল।
রুশ গোলায় লাগা আগুন যেভাবে নেভান ইউক্রেনীয় দমকলকর্মীরা
আপৎকালীন পরিস্থিতিতে কাজের অভিজ্ঞতা ছিল ইউক্রেনের দমকলকর্মীদের। অগ্নিকাণ্ড মোকাবেলার জিনিসপত্র থাকতো তাদের কাছে। কিন্তু রুশ আগ্রাসন কঠিন কাজকে আরো কঠিন করে দিয়েছে।
ছবি: Leah Millis/Reuters
জ্বলছে ঘর, পুড়ছে বাড়ি
সুবিশাল এক অ্যাপার্টমেন্টে রাশিয়ার গোলাবর্ষণের ফলে আগুন লাগে। খারকিভের আশেপাশের এলাকাগুলিতেও গোলাবর্ষণ চলে। যুদ্ধপীড়িত ইউক্রেনের দমকলকর্মীরা এখন জানেন, একাধিক বাড়িতে আগুন লাগলে কোনটিকে আগে বাঁচাতে হবে, কাদের প্রথমে উদ্ধার করতে হবে এবং একই সময়ে কিলোমিটার দূরে কারখানায় আগুন লাগলে, তা কীভাবে সামলাতে হবে।
ছবি: Leah Millis/Reuters
একযোগে হার না মানা লড়াই
ইউক্রেনের খারকিভ শহরের একটি দমকলকেন্দ্রের প্রধান রোমান কাশানভ রয়টার্সকে বলেন, "একই সময়ে ছয় বা সাতটি অ্যাপার্টমেন্ট জ্বলতে দেখছেন। অথচ আপনি জানেন না কিছু লোক আদৌ কোথায় রয়েছে। এদিকে আপনার কাছে মাত্র তিনটি ট্রাক আছে। এটা একটা লটারির মতো।"
ছবি: Leah Millis/Reuters
পরিবারকে কবে দেখবেন
গোলাবর্ষণের মাঝেই রোমান কাশানভদের মনে পড়ে পরিবারকে। তার সাত বছরের শিশুকন্যা ভিওলেত্তা, স্ত্রী মারিনা জার্মানিতে রয়েছেন। জীবন মৃত্যুর মধ্যে লড়াই করতে করতে ভিডিও কলে প্রিয়জনের মুখ দেখেন কাশানভ। তার কথায়, "পরিস্থিতি ইরাক, আফগানিস্তানের মতো। কোথায় কখন বোমা হামলা হবে কেউ জানে না।"
ছবি: Leah Millis/Reuters
লড়ছেন নারী কর্মীরাও
মার্গারিটা এবং অন্যান্য দমকল কর্মীরা কাজের মাঝে কখনো সখনো জানলার বাইরে চোখ রাখেন। কিন্তু কালো পর্দায় ঢাকা তাদের কার্যালয় ভবনটি। যাতে সহজে সেটি লক্ষ্য করে শত্রুশিবির আক্রমণ করতে না পারে। উদাস চোখে চেয়ে থাকেন মার্গারিটা।
ছবি: Leah Millis/Reuters
মাঝরাতে কাজের ডাক
ঝুঁকি নেওয়ার জন্য অতিরিক্ত অর্থ পান দমকলকর্মীরা। কাজের ধরন বদলে যায়, কর্মীরা যাতে সবাই একটু বিশ্রাম নিতে পারেন, সে কথাও মাথায় রাখা হয়। কিন্তু মাঝরাতে ডাক এলেই আলেকজান্ডারের মতো কর্মীরা মানুষকে বাঁচাতে বেরিয়ে পড়েন। কাজের মাঝে প্রশিক্ষণ নেন, ব্যায়াম করেন কারণ সুস্থ থাকতেই হবে।
ছবি: Leah Millis/Reuters
অন্ধকারে কাজ
অগ্নিদগ্ধ বাড়িগুলিতে কাজ করতে হয় তাদের। অন্ধকার, সামান্য টর্চের আলো ভরসা। তারা খতিয়ে দেখেন, গোলার আঘাতের ফলে ভাগ্যজোরে কেউ বেঁচে রয়েছেন কিনা। কাশানভ বলেন, তিনি খুশি স্ত্রী এবং সন্তান নিরাপদে রয়েছে। প্রতি রাতে মেয়েকে গল্প বলে ঘুম পাড়িয়ে দেয়ার কথা মনে পড়ে তার।
ছবি: Leah Millis/Reuters
লক্ষ্যে অবিচল
বুলেটরোধক পোশাক, জ্যাকেট সবমিলিয়ে নিজের ওজনের থেকে প্রায় ২০ কেজি বেশি ওজন সমেত চলাফেরা করতে হয় তাদের। খারকিভের আপৎকালীন পরিষেবা বিভাগের গণণাধ্যম সচিব ইভজেনি ভাসিলেঙ্কো আগস্টে বলেছিলেন, যুদ্ধের শুরু থেকে, দমকলকর্মীরা ১৭০০ বার খারকিভের নানা এলাকায় গোলার হানার ফলে আগুন নিয়ন্ত্রণ করেছেন।
ছবি: Leah Millis/Reuters
খবর পড়েন মোবাইলে, ক্লান্তি আসে
ডিমা আর নিকোলাই বেশ পরিশ্রান্ত। ছবি দেখেই তা বোঝা যাচ্ছে। যুদ্ধ থেমে যাওয়ার আশা নিয়ে মোবাইলে খবরে চোখ রাখেন তারা। তারা জানেনা না কবে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে। মৃত শিশুর দেহ কিংবা অনাথ হয়ে যাওয়া শিশুর বাবা মায়ের দেহ দেখে বিচলিত হয়ে পড়েন কাশানভও। মানসিকভাবে একেবারে বিধ্বস্ত তিনি, জানান কাশানভ।
ছবি: Leah Millis/Reuters
মন শান্ত রাখার চেষ্টা
সামান্যতম সুযোগ পেলে একটু মন হালকা রাখার চেষ্টা করেন কেউ কেউ। মোবাইলে গান শোনেন হয়তো কিংবা মনকে ব্যস্ত রাখার চেষ্টা। মৃতদেহ দেখতে দেখতে চোখে জল চলে আসে দমকলকর্মীদের।
ছবি: Leah Millis/Reuters
প্রাণের ঝুঁকি, অপেক্ষা পরিস্থিতি বদলের
এতকিছুর মাঝেও লড়াই ছাড়ছেন না তারা, আশা রাখছেন পরিস্থিতির বদল হবে, প্রিয়জনকে ফিরে পাবেন এই দমকলকর্মীরাও। এই সাইনবোর্ডটা লাগাতে ইগর তার বন্ধুদের সাহায্য করছেন। এখানে লেখা আছে, শুভ সন্ধ্যা, আমরা ইউক্রেন থেকে এসেছি।
ছবি: Leah Millis/Reuters
10 ছবি1 | 10
ক্রাইমিয়া নিয়ে ইউক্রেনের দাবি
ইউক্রেনের সেনা প্রধান এক সংবাদমাধ্যমে লিখেছেন, ক্রাইমিয়ায় ইউক্রেন আক্রমণ চালিয়েছে। তার লেখায় বলা হয়েছে, ইউক্রেন থেকে মিসাইল হামলা চালানো হয়েছে ক্রাইমিয়ায়। সেখানে রাশিয়ার সেনাঘাঁটিগুলি ধ্বংস করার চেষ্টা করা হয়েছে।
ঘটনা হলো, ইউক্রেন আগে এবিষয়টি স্বীকার করেনি। ক্রাইমিয়ায় একাধিক বিস্ফোরণ হলেও ইউক্রেন জানিয়েছে, এর সঙ্গে তারা যুক্ত নয়। অন্যদিকে, রাশিয়া বলেছে, দুর্ঘটনার ফলেই এমনটা হয়েছে। বস্তুত, রাশিয়া সে সময় হুমকি দিয়েছিল, ইউক্রেন আক্রমণ চালালে তারা ফের কিয়েভ আক্রমণ করবে।
ক্রাইমিয়ায় রাশিয়ার সেনার একটি বিমানঘাঁটিতে বিস্ফোরণ হয়েছিল কিছুদিন আগেই। তাতে রাশিয়ার বিপুল ক্ষতি হয়েছিল। একজন নিহত হন।
ট্রাস-বাইডেন কথা
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী প্রথম ফোন করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালিদিমির জেলেনস্কিকে। বুধবার তিনি ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। লিজ ট্রাস এবং বাইডেন যৌথভাবে জানিয়েছেন, তারা ইউক্রেনের পাশে আছেন। ট্রাস বলেছেন, ইউক্রেনকে সবরকম সাহায্য দেওয়া হবে।
এর আগে বরিস জনসন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। ইউক্রেনের জন্য একাধিক সামরিক প্যাকেজ ঘোষণা করেছিলেন তিনি। পাশাপাশি ইউক্রেনের জন্য বেসামরিক সাহায্যও লাগাতার পাঠিয়ে গেছে যুক্তরাজ্য।