1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা?

১৬ মার্চ ২০১৮

নির্বাচনে নাক গলানো, সাইবার আক্রমণ: ‘একটানা অনিষ্টকর আক্রমণের' উল্লেখ করে মার্কিন ট্রেজারি রাশিয়ার বিরুদ্ধে নতুন শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করেছে৷ এছাড়া রাশিয়া যুক্তরাষ্ট্রের অবকাঠামো হ্যাক করেছে, বলে ওয়াশিংটনের অভিযোগ৷

Symbolbild USA Russland Konflikt
ছবি: Imago

বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা আরোপ করে ও তার কারণ হিসেবে ‘‘রাশিয়া থেকে আসা একটানা অনিষ্টকর আক্রমণের'' কথা উল্লেখ করে৷

রাশিয়ার সর্বোচ্চ দু'টি গুপ্তচর সংস্থা, ফেডারাল নিরাপত্তা সেবা (এফএসবি) ও মুখ্য গুপ্তচরবৃত্তি পরিদফতর (জিআরইউ) এই নতুন শাস্তিমূলক ব্যবস্থার আওতায় পড়েছে৷ সেই সঙ্গে রাশিয়ার তথাকথিত ইন্টারনেট গবেষণা সংস্থাকেও এই তালিকায় রাখা হয়েছে৷ বিশেষ কৌঁসুলি রবার্ট মালার সম্প্রতি এই ইন্টারনেট রিসার্চ এজেন্সির বিরুদ্ধে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ আনেন৷

এফএসবি-র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কারণ হিসেবে ঐ সংস্থার তরফে ‘‘সাইবার নিরাপত্তা, কূটনীতি, সামরিক বাহিনী ও হোয়াইট হাউসে কর্মরত বিভিন্ন কর্মচারী সহ'' বহু মার্কিন কর্মকর্তার উপর সাইবার নজরদারির কথা বলা হয়েছে৷ 

জিআরইউ, ও সংস্থাটির একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ হলো যে, তারা ‘‘সাইবার চালিত গতিবিধির মাধ্যমে ২০১৬ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ'' করেছেন৷ এছাড়া ২০১৭ সালের জুন মাসে ইউরোপের বিভিন্ন ব্যবসা সংস্থার উপর ‘নটপেটিয়া' সাইবার আক্রমণের জন্যও জিআরইউ দায়ি ছিল, বলে মার্কিন ট্রেজারির অভিযোগ৷

ইন্টারনেট রিসার্চ এজেন্সি ও তার সঙ্গে যুক্ত ১৩ জন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ যে, তারা মার্কিন ভোটারদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে ভুয়ো অনলাইন আইডি ব্যবহার করে হাজার হাজার অনলাইন বিজ্ঞাপন পোস্ট করেছেন৷

বর্তমানেও মার্কিন বিদ্যুৎ সরবরাহ গ্রিড হ্যাক করার যে চেষ্টা চলেছে, তার জন্য একাধিক ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে৷

মার্কিন ট্রেজারি সেক্রেটারি বা অর্থমন্ত্রী স্টিভ মেনুশিন বলেছেন, ‘‘(মার্কিন) প্রশাসন ক্ষতিকর রুশ সাইবার গতিবিধির মুখোমুখি হচ্ছে ও পাল্টা জবাব দিচ্ছে৷'' ক্ষতিকর রুশ সাইবার গতিবিধির দৃষ্টান্ত হিসেবে মেনুশিন মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ, ধ্বংসাত্মক সাইবার আক্রমণ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় অনুপ্রবেশের প্রচেষ্টার কথা বলেছেন৷

ট্রেজারির এই নতুন শাস্তিমূলক ব্যবস্থা বিশেষ তাৎপর্য পাচ্ছে এই কারণে যে,  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এযাবৎ নির্বাচনে হস্তক্ষেপের জন্য রাশিয়ার সমালোচনা করতে গড়িমসি করেছেন৷

রুশ প্রতিক্রিয়া

রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন যে, মস্কো এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে বেশি মাথা না ঘামালেও, ইতিমধ্যেই ‘‘একটি প্রতিক্রিয়ার প্রস্তুতি নিতে'' শুরু করেছে৷ রিয়াবকভের মতে আগামী সপ্তাহান্তে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গেও এই মার্কিন পদক্ষেপের সংযোগ আছে: ‘‘(এই পদক্ষেপ) মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও স্বভাবতই আমাদের নির্বাচনি নির্ঘণ্টের সঙ্গে যুক্ত,'' বলেছেন রিয়াবকভ৷

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বা স্বদেশ নিরাপত্তা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, বছর খানেক আগে রুশ হ্যাকাররা যুক্তরাষ্ট্রের পরমাণু শক্তি, বিমান পরিবহণ, পানি সরবরাহ, পূর্ত ও শিল্পোৎপাদন ইত্যাদি সেক্টরগুলি হ্যাক করার চেষ্টা শুরু করে৷ এক্ষেত্রে তারা সংশ্লিষ্ট সংস্থাগুলির প্রশাসনিক ও ইউজার অ্যাকাউন্টগুলিতে ঢোকার প্রচেষ্টা করে, বলে এফবিআই ও অপরাপর জাতীয় সাইবার সিকিউরিটি সংস্থা ইতিপূর্বে জানিয়েছে৷

দৃশ্যত রুশ হ্যাকাররা একক কোম্পানিগুলির ওয়েবসাইটে ঢুকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে – যেমন কোম্পানির কর্মচারীদের ছবি এনলার্জ করলে, ছবির পটভূমিতে কারখানার নিয়ন্ত্রণ প্রণালীর খুঁটিনাটি দেখা সম্ভব৷

এসি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ