1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

রাশিয়ার যুদ্ধজাহাজে বিস্ফোরণ

১৪ এপ্রিল ২০২২

ইউক্রেনের দাবি, তাদের গোলার আঘাতেই বিস্ফোরণ হয়েছে ওই জাহাজে। বিস্ফোরণের কথা স্বীকার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইউক্রেন
ছবি: Mykhaylo Palinchak/SOPA/ZUMA/picture alliance

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, তাদের ফ্ল্যাগশিপ, অর্থাৎ, অন্যতম যুদ্ধজাহাজ মসকভা 'গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত' হয়েছে। তবে কীভাবে তা হয়েছে, সে বিষয়ে রাশিয়া কিছু জানায়নি। তারা কেবল জানিয়েছে, বিস্ফোরণের ফলে এ ঘটনা ঘটেছে।

ইউক্রেন আগেই দাবি করেছে, তাদের গোলার আঘাতেই জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন জানিয়েছে, জাহাজটি কৃষ্ণসাগরে দাঁড়িয়ে ছিল। তাদের ছোঁড়া রকেটের আঘাতে জাহাজটিতে বিস্ফোরণ হয়। তবে এর ফলে ক্ষয়ক্ষতি কী হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি কোনোপক্ষই।

মারিউপলে রাশিয়ার দাবি

এদিকে বুধবার রাশিয়া দাবি করেছে, মারিউপল এখন পুরোপুরি রাশিয়ার দখলে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সেখানে ইউক্রেনের এক হাজার সেনা আত্মসমর্পন করেছে। মারিউপলে লড়াইও বন্ধ হয়েছে বলে রাশিয়া দাবি করেছে। ইউক্রেন অবশ্য জানিয়ছে, এমন কোনো তথ্য তাদের কাছে নেই। মারিউপল রাশিয়া দখল করে ফেলেছে বলেও স্বীকার করেনি ইউক্রেন। স্বীকার করেনি সেনা আত্মসমর্পনের দাবিও।

অ্যামেরিকার সাহায্য

মঙ্গলবারই অ্যামেরিকা জানিয়েছিল, ইউক্রেনকে বিপুল অর্থের অস্ত্রসাহায্য করা হবে। বুধবার অ্যামেরিকা ইউক্রেনের জন্য ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সাহায্যের কথা ঘোষণা করেছে। এর মধ্যে বেশ কিছু অস্ত্র জাহাজে তুলেও দেওয়া হয়েছে বলে জানিয়েছে অ্যামেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, নতুন অস্ত্রে ইউক্রেন আরো শক্তিশালী লড়াই চালাতে পারবে। এর মধ্যে হেলিকপ্টার, অত্যাধুনিক ড্রোন, যা ব্যাকপ্যাকের সাহায্যে চালানো যায়, গোলাবারুদ এবং সাজোয়া গাড়ি আছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি, বিবিসি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ