ইউক্রেনের দাবি, তাদের গোলার আঘাতেই বিস্ফোরণ হয়েছে ওই জাহাজে। বিস্ফোরণের কথা স্বীকার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, তাদের ফ্ল্যাগশিপ, অর্থাৎ, অন্যতম যুদ্ধজাহাজ মসকভা 'গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত' হয়েছে। তবে কীভাবে তা হয়েছে, সে বিষয়ে রাশিয়া কিছু জানায়নি। তারা কেবল জানিয়েছে, বিস্ফোরণের ফলে এ ঘটনা ঘটেছে।
ইউক্রেন আগেই দাবি করেছে, তাদের গোলার আঘাতেই জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন জানিয়েছে, জাহাজটি কৃষ্ণসাগরে দাঁড়িয়ে ছিল। তাদের ছোঁড়া রকেটের আঘাতে জাহাজটিতে বিস্ফোরণ হয়। তবে এর ফলে ক্ষয়ক্ষতি কী হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি কোনোপক্ষই।
ইউক্রেনের যে গ্রামের চাষিদের যুদ্ধও থামাতে পারেনি
রাশিয়ার হামলা শুরুর পর দেশের সব নারী, শিশু এবং ষাটোর্ধ পুরুষদের প্রতিবেশী দেশগুলোতে চলে যেতে বলেছিল ইউক্রেন সরকার৷ কিন্তু ইয়াকভলিভকা গ্রামের অধিকাংশ মানুষ যানি৷ জীবনের ঝুঁকি নিয়ে গম চাষ করছেন তারা৷ ছবিঘরে বিস্তারিত...
ছবি: Thomas Peter/REUTERS
কৃষকদের গ্রাম
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের শহর খারকিভের কাছে ইয়াকভলিভকা গ্রাম৷ গ্রামের বেশির ভাগ মানুষই কৃষিজীবী৷ গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া৷ তারপর থেকে দেশ ছেড়েছেন অন্তত ৪০ লাখ ইউক্রেনীয়৷ কিন্তু ইয়াকভলিভকার অধিকাংশ মানুষ কোথাও যাননি৷ কৃষক অধ্যুষিত ছোট্ট গ্রামটির অনেকে এখনো সুযোগ পেলেই নেমে পড়েন কৃষিকাজে৷
ছবি: Thomas Peter/REUTERS
মৃত্যুঝুঁকি
হামলা শুরুর এক সপ্তাহ পর খারকিভেও বোমা ফেলতে শুরু করে রাশিয়া৷ ইয়াকভলিভকা গ্রামে বোমার আঘাতে মারা যান চার জন, আহত হন ১১ জন৷
ছবি: Thomas Peter/REUTERS
আতঙ্কের সেই রাত
প্রথম বোমা হামলার মনে পড়লে নিনা বোনদারেঙ্কো এখনো আঁতকে ওঠেন৷ জানালেন, সেদিন সারারাত না ঘুমিয়ে কাটিয়েছিলেন তারা, ‘‘ সেদিন সেলারে বসে বসে শুধু ঈশ্বরকে স্মরণ করছি৷ বাচ্চাগুলোকে কম্বল জড়িয়ে শুইয়ে দিয়েছিলাম৷কিন্তু আমরা বড়রা ভোর তিনটা কি চারটা পর্যন্ত একটুও ঘুমাতে পারিনি৷’’
ছবি: Thomas Peter/REUTERS
গ্রামে কেন হামলা?
গ্রামের স্কুলে অস্থায়ী ক্যাম্প করেছিল ইউক্রেনের সেনাবাহিনী৷ধারণা করা হয়, সেখানেই বোমা ফেলতে চেয়েছিল রুশ সৈন্যরা৷ কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় স্কুল ভবনটি প্রায় অক্ষত থেকে যায়৷ রয়টার্স অবশ্য বলছে, রুশ বাহিনী ইয়াকভলিভকা গ্রামে সত্যিই হামলা চালিয়েছিল কিনা তা তারা যাচাই করে দেখতে পারেনি৷রাশিয়া দাবি, তারা বেসামরিক নাগরিকের ওপর হামলা চালায়নি৷
ছবি: Thomas Peter/REUTERS
কৃষিপণ্য উৎপাদনে ইউক্রেন
বিশ্বের পঞ্চম বৃহত্তম গম রপ্তানিকারক দেশ ইউক্রেন৷ রুটির জন্যও বিখ্যাত দেশটি৷ইয়াকভলিভকা গ্রামে এখনো গম চাষ চলছে৷ তবে ক্ষেতে গমের বীজ বপণ করা হলেও গম শেষ পর্যন্ত ঘরে তোলা সম্ভব হবে তো? এ নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন কৃষিপণ্য উৎপাদনের প্রতিষ্ঠান ‘গ্র্যানারি অব স্লোবোদা’র পরিচালক ভাদিম আলেকসান্দ্রোভিচ৷ অথচ গত মৌসুমে ৩০০০ টন গম, ৩০০০ টন সূর্যমুখী এবং ১০০০ টন খাদ্যশস্য উৎপাদন করেছিল তার প্রতিষ্ঠান!
ছবি: Thomas Peter/REUTERS
অজানা ভবিষ্যৎ
আলেকসানদ্রোভিচ বলেন, ‘‘পরিস্থিতি খুবই খারাপ৷ আমরা জানি না কী হতে চলেছে৷আগামী এক ঘণ্টার মধ্যে কী কী হতে চলেছে তা-ও বুঝতে পারছি না৷’’
ছবি: Thomas Peter/REUTERS
তবুও স্বপ্ন দেখেন ভেরা বাদেঙ্কো
যুদ্ধ শুরুর আগে ৫৩৩ জনের গ্রাম ছিল ইয়াকভলিভকা৷ ১৩৩ জন প্রাণভয়ে গ্রাম ছেড়েছেন৷ কিন্তু পরে অন্য এলাকা থেকে কিছু মানুষ আশ্রয় নেয়ায় গ্রামের লোক সংখ্যা এখন ৪৩৬৷ বেঁচে থাকলে আবার নিজের গ্রামকে সুন্দর করে সাজাতে চান তারা৷ ৬৬ বছর বয়সি ভেরা বাদেঙ্কোর চাওয়া অবশ্য এত বড় কিছু নয়৷ তার ঘর এখন প্রায় ধ্বংস্তূপ৷ সুসময় এলে ঘরটা নতুন করে বানাবেন, সবার আগে ঠিক করবেন রান্নাঘরটা৷
ছবি: Thomas Peter/REUTERS
7 ছবি1 | 7
মারিউপলে রাশিয়ার দাবি
এদিকে বুধবার রাশিয়া দাবি করেছে, মারিউপল এখন পুরোপুরি রাশিয়ার দখলে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সেখানে ইউক্রেনের এক হাজার সেনা আত্মসমর্পন করেছে। মারিউপলে লড়াইও বন্ধ হয়েছে বলে রাশিয়া দাবি করেছে। ইউক্রেন অবশ্য জানিয়ছে, এমন কোনো তথ্য তাদের কাছে নেই। মারিউপল রাশিয়া দখল করে ফেলেছে বলেও স্বীকার করেনি ইউক্রেন। স্বীকার করেনি সেনা আত্মসমর্পনের দাবিও।
অ্যামেরিকার সাহায্য
মঙ্গলবারই অ্যামেরিকা জানিয়েছিল, ইউক্রেনকে বিপুল অর্থের অস্ত্রসাহায্য করা হবে। বুধবার অ্যামেরিকা ইউক্রেনের জন্য ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সাহায্যের কথা ঘোষণা করেছে। এর মধ্যে বেশ কিছু অস্ত্র জাহাজে তুলেও দেওয়া হয়েছে বলে জানিয়েছে অ্যামেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, নতুন অস্ত্রে ইউক্রেন আরো শক্তিশালী লড়াই চালাতে পারবে। এর মধ্যে হেলিকপ্টার, অত্যাধুনিক ড্রোন, যা ব্যাকপ্যাকের সাহায্যে চালানো যায়, গোলাবারুদ এবং সাজোয়া গাড়ি আছে।