1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্প-পুত্রের বিরুদ্ধে অভিযোগ!

১১ জুলাই ২০১৭

হামবুর্গে প্রথমবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পরেও রাশিয়ার ভূত মার্কিন প্রেসিডেন্টের পেছন ছাড়ছে না৷ এবার ট্রাম্প-পুত্রের সঙ্গে রাশিয়ার অবৈধ যোগাযোগের অভিযোগ নিয়ে প্রশ্ন উঠছে৷

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র
ছবি: picture-alliance/AP Photo/K. Willens

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের নানা ইঙ্গিত নিয়ে এতকাল জলঘোলা হচ্ছিল৷ ট্রাম্প-টিমের অনেকের সঙ্গে রাশিয়ার অবৈধ যোগাযোগ নিয়ে একাধিক তদন্ত চলছে৷ এবার সেই তালিকায় যোগ হয়েছে ট্রাম্প-পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের নাম৷ এক রুশ আইনজীবীর সঙ্গে তাঁর সাক্ষাৎ নিয়ে জোরালো জল্পনাকল্পনা চলছে৷

গত শনিবার টাইমস পত্রিকা দাবি করেছিল যে, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র রুশ আইনজীবী নাটালিয়া ভেসেলনিৎস্কায়ার সঙ্গে সাক্ষাৎ করে তাঁর বাবার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন সম্পর্কে ক্ষতিকারক তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন৷ নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্রের সূত্র অনুযায়ী প্রাক্তন ব্রিটিশ ট্যাবলয়েড রিপোর্টার রব গোল্ডস্টোন ২০১৬ সালের ৯ই জুন এই সাক্ষাতের আয়োজন করেছিলেন৷ তিনিই তার আগে ই-মেল মারফৎ ট্রাম্প জুনিয়রকে জানিয়েছিলেন, যে রাশিয়া তাঁর বাবাকে জেতাতে এই সব তথ্য সরবরাহ করছে৷ নিউ ইয়র্ক টাইমস অবশ্য মনে করছে, যে সেই তথ্যের উৎস রাশিয়ার সরকার হলেও ডেমোক্র্যাট দলের জাতীয় কমিটিতে হ্যাকিং করে সেই তথ্য সংগ্রহ করা হয়েছিল কিনা, তা স্পষ্ট নয়৷

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র রুশ আইনজীবীর সঙ্গে সাক্ষাতের কথা স্বীকার করেছেন৷ তিনি বলেন, তাঁর বাবা রিপাবলিকান দলের প্রার্থী মনোনীত হবার পরেই ট্রাম্প টাওয়ারে এই আলোচনা হয়েছিল৷ তবে এর মধ্যে তিনি কোনো অন্যায় দেখছেন না৷ তিনি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ব্যঙ্গ করতেও ছাড়েননি৷

এক টুইট বার্তায় তিনি বলেন যে, তিনি তাঁর বাবার প্রচার অভিযানের প্রথম সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বী সম্পর্কে তথ্য জানতে পেরেছিলেন৷ কোথাও না গিয়েও তাঁকে সেটা শুনতে হয়েছিল৷ তবে সেই আইনজীবী কোনো স্পষ্ট তথ্য-প্রমাণ দিতে পারেননি৷ উল্লেখ্য, সোমবারই ট্রাম্প জুনিয়র রাশিয়া সংক্রান্ত তদন্তে আত্মপক্ষ সমর্থন করতে এক আইনজীবী নিয়োগ করেছেন৷

হোয়াইট হাউসের মুখপাত্র সারা সান্ডার্স বলেছেন, ট্রাম্প জুনিয়র ও ভেসেলনিৎস্কায়ার মধ্যে খুব সময়ের জন্য সাক্ষাৎ হয়েছিল বটে, কিন্তু তারপর আর তাঁদের কোনো যোগাযোগ হয়নি৷ তিনি আরও বলেন, নির্বাচনের উপর প্রভাব খাটাতে ট্রাম্প টিমের কোনো সদস্য কোনো পদক্ষেপ নেয়নি৷

সোমবার রাশিয়া জানিয়েছে, যে রুশ প্রশাসন ভেসেলনিৎস্কায়া নামের এই আইনজীবীকে চেনেই না৷ ক্রেমলিনের এক মুখপাত্র বলেন, দেশের মধ্যেই সব রুশ আইনজীবীর সব সাক্ষাৎ সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় না, বিদেশে তো নয়ই৷ রুশ আইনজীবী নাটালিয়া ভেসেলনিৎস্কায়া এদিকে জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত কোনো বিষয় নিয়েই তিনি ট্রাম্প জুনিয়রের সঙ্গে কথা বলেননি৷

 

বলা বাহুল্য, বিরোধী ডেমোক্র্যাট দল এই প্রশ্নে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নতুন অস্ত্র হাতে পেয়েছে৷ তারা প্রশ্ন তুলছে যে, অতীতে এই সাক্ষাতের কথা কেন উল্লেখ করা হয়নি৷ তদন্তের স্বার্থে ট্রাম্প জুনিয়ারের বয়ান শোনার দাবিও উঠছে৷ বিশেষ করে তিনি যে ই-মেল পেয়েছিলেন, সেটি পেশ করার জন্য চাপ বাড়ছে৷

এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ