1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্প-রাশিয়া যোগাযোগ

১৪ জুন ২০১৭

রাশিয়ার সঙ্গে অবৈধ যোগাযোগের অভিযোগ ডাহা মিথ্যা বলে উড়িয়ে দিলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস৷ ট্রাম্প প্রশাসনের এই মন্ত্রী সংসদীয় কমিটির সামনে মুখে কুলুপ এঁটে রইলেন৷

জেফ সেশনস
ছবি: Getty Images/AFP/B. Smialowski

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে একাধিক তদন্ত চলছে৷ বিশেষ করে প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তাঁর টিমের সঙ্গে রাশিয়ার যোগাযোগের সম্ভাবনার বিষয়টি বেশ গুরুতর৷ মার্কিন সেনেটের এক কমিটির সদস্যরা অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে জেরা করে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বের করার আশা করছিলেন৷ কিন্তু মঙ্গলবার কমিটির সামনে সেশনস যতটা সম্ভব মুখে কুলুপ এঁটে বসেছিলেন৷

সংসদ সদস্য হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেশনস সত্য উন্মোচনের যাবতীয় প্রচেষ্টা বানচাল করে দিলেন৷ কখনো তিনি সরাসরি প্রশ্ন এড়িয়ে গেলেন, কখনো বললেন তিনি ঠিক মনে করতে পারছেন না৷ আর রাশিয়ার সঙ্গে নিজের অবৈধ যোগাযোগের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিলেন তিনি৷

অ্যাটর্নি জেনারেল সেশনস কিছু প্রশ্নের জবাব দিতে সরাসরি অস্বীকার করেন৷ যেমন এফবিআই-এর তৎকালীন প্রধান জেমস কোমি যেভাবে ট্রাম্প টিমের সঙ্গে রাশিয়ার যোগাযোগের অভিযোগের তদন্ত করছেন, সে বিষয়ে তিনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো আলোচনা করেছিলেন কি না, তা নিয়ে কোনো উচ্চবাচ্য করেননি তিনি৷ উল্লেখ্য, এর পরেই কোমি বরখাস্ত হন৷ চাপের মুখে সেশনস বলেন, তিনি বিচার মন্ত্রণালয়ের নীতি মেনে প্রেসিডেন্টের সঙ্গে তাঁর যোগাযোগ নিয়ে প্রকাশ্যে কিছু বলতে নারাজ৷

সেশনস এ যাত্রা রেহাই পেলেও তাঁর রক্ষণাত্মক ভূমিকার ফলে আবার অভিযোগ উঠছে যে, সামগ্রিকভাবে ট্রাম্প প্রশাসন রাশিয়ার সঙ্গে যোগাযোগের বিষয়টি গোপন রাখতে চাইছে৷ ডেমোক্র্যাটিক দলের সংসদ সদস্য অ্যাডাম শিফ এ অবস্থায় কংগ্রেসকে আরও সক্রিয় ভূমিকা নেবার আহ্বান জানান৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ