1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজবেলারুশ

রাশিয়ার সঙ্গে 'যৌথ সেনা গ্রুপ' করবে বেলারুশ

১১ অক্টোবর ২০২২

সোমবার একথা জানিয়েছেন বেলারুশএর রাষ্ট্রপ্রধান লুকাশেঙ্কো। তবে রাশিয়া এবিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

ইউক্রেন
ছবি: Alexander Zemlianichenko/AP Photo/picture alliance

বেলারুশের রাষ্ট্রপ্রধান আলেকজান্ডার লুকাশেঙ্কো জানিয়েছেন, ইউক্রেনের সীমান্ত সুরক্ষিত করতেই এই পরিকল্পনা হয়েছে। লুকাশেঙ্কোর বক্তব্য, সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে একটি বৈঠকে বসেছিল সাবেক সোভিয়ের রাষ্ট্রটি। সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে। পুটিন অবশ্য এবিষয়ে কোনো মন্তব্য এখনো পর্যন্ত করেননি।

এবিষয়ে লুকাশেঙ্কোর উদ্ধৃতি প্রকাশিত হয়েছে বেলারুশের সংবাদসংস্থা বেলটায়। সেখানে তিনি বলেছেন, ইউক্রেনের হাত থেকে বেলারুশকে রক্ষা করা প্রয়োজন। এবং সে কারণেই রাশিয়ার সেনাকে সঙ্গে নিয়ে একটি যৌথ সেনা দল গড়ার পরিকল্পনা করা হয়েছে। বেলারুশের সেনাও থাকবে সেখানে। যৌথ সেই সেনা দল মূলত ইউক্রেন সীমান্তে থাকবে। তবে কতজন সেনা নিয়ে এই সেনা দল তৈরি হবে, কবে থেকে তা মোতায়েন করা হবে, এবিষয়ে কোনো মন্তব্য করেননি লুকাশেঙ্কো।

লুকাশেঙ্কো জানিয়েছেন, ইউক্রেনএবং পোল্যান্ড ও লিথুয়ানিয়া বেলারুশে আক্রমণ চালানোর পরিকল্পনা করছে। তার কাছে এবিষয়ে নির্দিষ্ট খবর আছে। বেলারুশের চরমপন্থিদের একাজে ব্যবহার করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। একাধিক ক্রাইমিয়ান ব্রিজের পরিকল্পনা তারা করছে বলে জানিয়েছেন তিনি।

বস্তুত, সম্প্রতি ক্রাইমিয়া এবং রাশিয়ার সংযোগকারী একটি ব্রিজ ধ্বংস করা হয়েছে। ইউক্রেন তার দায় স্বীকার না করলেও কাজটি ইউক্রেনের সেনা করেছে বলেই মনে করা হচ্ছে। তারই জেরে ইউক্রেন জুড়ে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে রাশিয়া। তারই মধ্যে এই যৌথ সেনা দল তৈরির কথা জানিয়েছেন লুকাশেঙ্কো।

গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরু হওয়ার পর নিজের দেশ রাশিয়ার সেনার জন্য খুলে দিয়েছিলেন লুকাশেঙ্কো। রাশিয়ার সেনা বেলারুশের ভিতর দিয়ে গিয়ে ইউক্রেনে ঢুকেছে। এবার বেলারুশও রাশিয়ার সঙ্গে যৌথভাবে ইউক্রেন আক্রমণ করতে চাইছে কি না, তা নিয়ে বিশেষজ্ঞমহলে প্রশ্ন উঠেছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ