1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘রাশিয়ার সাথে বাংলাদেশের টিকা কেনার চুক্তি চূড়ান্ত পর্যায়ে’

৬ জুন ২০২১

রাশিয়ার উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা স্পুটনিক-ভি কিনতে যাচ্ছে বাংলাদেশ৷ এ সংক্রান্ত চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার আই ইগনাতোভ৷

Impftstoff Sputnik V
ছবি: Donat Sorokin/dpa/picture alliance

রোববার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করেন তিনি৷ বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এমন তথ্য জানিয়েছে৷ পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুশ রাষ্ট্রদূত বলেন, ‘‘আমরা টিকা সরবরাহে এবং আপনাদের জনগণকে কোভিড মোকাবেলায় সহায়তায় প্রস্তুত৷ এই (চুক্তি) প্রায় হয়ে গেছে এবং ভালো মতোই হবে৷ এটা খুব দ্রুতই হবে৷’’

ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি অনুযায়ী নতুন চালান না আসায় রাশিয়া ও চীনের কাছ থেকে টিকা কেনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ৷ এমনকি রাশিয়ার টিকা বাংলাদেশে উৎপাদনের বিষয়ে আলোচনা চলছে বলেও জানানো হয়েছিল

কবে নাগাদ টিকা পাওয়া যেতে পারে, এমন প্রশ্নের উত্তরে আলেকজান্ডার আই ইগনাতোভ বলেন, ‘‘যৌথ উৎপাদন ও সরবরাহ, দুটো দিকই আছে৷ এটা জটিল প্রক্রিয়া, তবে কোনো সমস্যা হবে না৷’’

চীনের আরেকটি টিকার অনুমোদন

এদিকে রোববার চীনের সিনোভ্যাক এর তৈরি করোনার টিকা জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর৷ দেশটির দ্বিতীয় টিকা হিসেবে এটি ব্যবহারের অনুমোদন দেয়া হল৷ এর আগে দেশটির সিনোফার্মের তৈরি আরেকটি টিকা জরুরি ব্যবহারের অনুমতি দেয়া হয়েছিল৷

সিনোভ্যাকের দেশীয় এজেন্ট হিসেবে বাংলাদেশের ইনসেপ্টা ভ্যাক্সিন ‘করোনা ভ্যাক’ নামের এই টিকার জরুরি ব্যবহারের অনুমোদন চেয়েছিল বলে জানিয়েছে বিডিনিউজ৷

এখন পর্যন্ত মোট পাঁচটি টিকার অনুমোদন দিয়েছে বাংলাদেশ৷ যার মধ্যে রয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার স্পুটনিক-ভি, চীনের সিনোফার্মের বিবিআইবিপি-সিওরভি এবং জার্মানির বায়োএনটেক ও যুক্তরাষ্ট্রের ফাইজারের আবিষ্কৃত টিকা৷

এফএস/এসএস (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ