রাশিয়ার সামরিক ঘাঁটির উপর আবার হামলার প্রচেষ্টা
২৬ ডিসেম্বর ২০২২রাশিয়ার আগ্রাসনের প্রায় দশ মাস পরেও ইউক্রেন হাত গুটিয়ে বসে নেই৷ সোমবার ইউক্রেন সীমান্ত থেকে কয়েকশো কিলোমিটার দূরে রাশিয়ার এংগেলস সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে৷ রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম একটি ড্রোন ধ্বংস করার পর সেটির আঘাতে তিন জন রুশ ব্যক্তি নিহত হয়েছে বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টাস জানিয়েছে৷ উল্লেখ্য, রাশিয়ার সূত্র অনুযায়ী গত ৫ই ডিসেম্বর সেখানে ড্রোন হামলা ঘটেছিল৷ গুরুত্বপূর্ণ এই সামরিক ঘাঁটি থেকে ইউক্রেনের উপর হামলা চালানো হয়ে থাকে৷ ইউক্রেনের সরকার অবশ্য এতকাল রাশিয়ার ভূখণ্ডের মধ্যে হামলা সম্পর্কে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি৷
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি যেমনটা আশঙ্কা করছিলেন, বাস্তবেও তেমনটাই ঘটলো৷ বড়দিনের উৎসব সত্ত্বেও রাশিয়া ইউক্রেনের উপর হামলায় কোনো বিরতি ঘটায় নি৷ ইউক্রেনের সেনাবাহিনীর সূত্র অনুযায়ী মস্কো রোববার খারকিভসহ দেশের পূর্ব ও দক্ষিণ অঞ্চলে রকেট ও গোলাবর্ষণ করেছে৷ জেলেনস্কি বলেন, রাশিয়ার লাগাতার হামলা সত্ত্বেও ইউক্রেনের মানুষ অবিচল থেকে ‘ক্রিসমাস মিব়্যাকেল' দেখিয়ে দিয়েছেন৷ তার মতে, চলতি বছরে রাশিয়া যা হারাবার, সবই হারিয়েছে৷ জেলেনস্কি ইউক্রেনের মানুষকে আস্বস্ত করে বলেন, অন্ধকার সত্ত্বেও দখলদারি শক্তিকে নতুন পরাজয়ের পথে চালিত করা হবে৷
রকেট ও ড্রোন হামলায় জ্বালানিসহ নাগরিক পরিষেবা বিপর্যস্ত হলেও ইউক্রেনের সেনাবাহিনী দেশের দক্ষিণ ও পূর্ব প্রান্তে রাশিয়ার বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে৷ কিন্তু এবার উত্তরে বেলারুশ থেকে হামলা শুরু হলে পরিস্থিতি বদলে যেতে পারে বলে আশঙ্কা বাড়ছে৷ রাশিয়া থেকে সরবরাহ করা ইস্কান্দার ট্যাকটিকাল মিসাইল সিস্টেম সে দেশে মোতায়েন করায় দুশ্চিন্তা দেখা দিচ্ছে৷ সেই ক্ষেপণাস্ত্র এমনকি পারমাণবিক অস্ত্র বহন করার ক্ষমতা রাখে৷ রোববার বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, যে সেই ক্ষেপণাস্ত্র প্রণালী সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে৷
শুধু বেলারুশ নয়, ইরানও রাশিয়াকে যুদ্ধে মদত দেওয়ায় ইউক্রেনে দুশ্চিন্তা বাড়ছে৷ ইউক্রেনের প্রেসিডেন্টের এক শীর্ষ উপদেষ্টা ইরানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস করার ডাক দিয়েছেন৷ যে সব ব্যক্তি সেই কারখানায় উপকরণ ও যন্ত্রাংশ সরবরাহ করে, তাদের গ্রেপ্তারেরও ডাক দিয়েছেন তিনি৷ ইরান অবশ্য রাশিয়াকে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের অভিযোগ অস্বীকার করে আসছে৷
কূটনৈতিক মঞ্চে রাশিয়ার উপর চাপ বাড়াতে ইউক্রেন জাতিংসঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রাশিয়ার বহিষ্কারের ডাক দিতে চলেছে৷ ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেন, সোমবারই সরকারিভাবে সেই অবস্থান জানাচ্ছে৷ তিনি প্রশ্ন তোলেন, রাশিয়ার কি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং আদৌ জাতিসংঘের সদস্য থাকার অধিকার আছে কি? সে দেশ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠায় নানা স্তরে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে বলে কুলেবা দাবি করেন৷
এসবি/কেএম (রয়টার্স, এএফপি)