নিহত তরুণ রবি মৌনের পরিবার তার মরদেহ পাবার জন্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন৷
বিজ্ঞাপন
ভারতের হরিয়ানা রাজ্যের বাসিন্দা ছিলেন রবি মৌন৷ তার পরিবারের দাবি, রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে জোর করে লড়তে পাঠানোর পরই মৃত্যু হয় রবির৷
গত কয়েক মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বেশ কয়েকজন তরুণ ও তাদের পরিবার যোগাযোগ করেন৷ তাদের চাকরি ও পড়াশোনার টোপ দিয়ে রাশিয়ায় সামরিক বাহিনীতে ভর্তি করানো হয়েছে বলে অভিযোগ করেন তারা, জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা৷
রাশিয়ায় যেভাবে প্রতারিত ভারতীয়রা
রাশিয়ার হয়ে লড়তে গিয়ে যেখানে প্রাণ হারান রবি মৌন, সেই একই সংঘর্ষে নিহত হন আরো চারজন৷ ২১ বছর বয়সি রবি জানুয়ারি মাসে এক দালালের মাধ্যমে রাশিয়ায় যান৷
পরিবহন খাতে চাকরির লোভ দেখিয়ে তাকে রাশিয়ায় নিয়ে যায় সেই দালাল, বার্তা সংস্থা রয়টার্সকে জানায় তার পরিবার৷
কিন্তু সেখানে পৌঁছানোর পরই তাকে ঠেলে দেওয়া হয় যুদ্ধের ময়দানে৷
১২ মার্চ শেষবার পরিবারের সাথে কথা হয় রবির৷ তারপর থেকে রবির সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে তার পরিবার৷ সরকারকেও অনুরোধ করে তারা রবিকে খুঁজে বার করতে৷
রাশিয়ার ক্ষেপণাস্ত্রের প্রতি আগ্রহী কেন ভারত?
ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ‘এস-৪০০ মিশাইল ডিফেন্স সিস্টেম’ কিনতে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে ভারত৷ রুশ প্রেসিডেন্টের সাম্প্রতিক ভারত সফরের সময় পাঁচ দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলারের এই চুক্তি স্বাক্ষর করা হয়৷
ছবি: picture-alliance/dpa/S. Malgavko
মজবুত দ্বিপাক্ষিক সম্পর্ক
গত সপ্তাহে ‘মিশাইল ডিফেন্স অ্যাগ্রিমেন্ট’-এ স্বাক্ষর করার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এক যৌথ বিবৃতিতে নতুন দিল্লি এবং মস্কোর মধ্যকার সম্পর্ক ক্রমশ আরো মজবুত হচ্ছে বলে উল্লেখ করেন৷ চলতি বছর মোদী এবং পুটিনের এই নিয়ে তৃতীয়বার সাক্ষাৎ হলো৷
ছবি: picture-alliance/AP Images/Y. Kadobnov
এস-৪০০ ডিফেন্স সিস্টেম আসলে কী?
রাশিয়ার তৈরি এস-৪০০০ সার্ফেস-টু-এয়ার মিশাইল ডিফেন্স সিস্টেম মূলত ধেয়ে আসা ‘ব্যালেস্টিক মিশাইল’ প্রতিরোধ করে৷ এটাকে বর্তমান বিশ্বের অন্যতম আধুনিক এবং মোক্ষম ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয়৷
ছবি: picture-alliance/dpa/S. Malgavko
ভারতের আগ্রহ
মূলত চীন এবং পাকিস্তান থেকে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ভারতের দিকে নিক্ষেপ করা হলে, তা যাতে প্রতিরোধ সম্ভব হয়, সেজন্য এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করতে চাচ্ছে ভারতের সামরিক বাহিনী৷ এই ব্যবস্থা ব্যবহার করে ভারতের পক্ষে অনেক দূরে অবস্থান করা যুদ্ধবিমান, এমনকি রাডার সোনার সিস্টেম সনাক্ত করতে অক্ষম বিমানও ধ্বংস করে দিতে পারবে৷
ছবি: picture-alliance/dpa/AP Photo
আরো চুক্তি স্বাক্ষরের অপেক্ষায়
রাশিয়ার কাছ থেকে চারটি ‘ক্রিভেক-ক্লাস ফ্রিগেট’ কেনারও পরিকল্পনা করছে ভারত৷ এগুলোর মধ্যে দু’টি যুদ্ধজাহাজ গোয়ার শিপইয়ার্ডে জোড়া দেয়া হবে৷ অন্য দু’টো একেবারে তৈরি অবস্থায় রাশিয়া থেকে আনা হবে৷
ছবি: Imago/Itar-Tass
মার্কিন সতর্কবার্তা
মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেছে, যেসব দেশ রাশিয়ার কাছ থেকে প্রতিরক্ষা এবং গোয়েন্দা খাতের জন্য সমরাস্ত্র কিনবে, সেসব দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে৷ এ ধরনের নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রয়োজনীয় সিএএটিএসএ আইন গতবছর অনুমোদন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷
ছবি: Reuters/K. Lamarque
মার্কিন সমরাস্ত্রও কেনে ভারত
শীতল যুদ্ধের সময় ভারতের সামরিক সমরাস্ত্রের আশি শতাংশই এসেছে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে৷ তবে নব্বইয়ের দশক থেকে আরো কয়েকটি উৎস থেকে সমরাস্ত্র কিনতে শুরু করে দক্ষিণ এশিয়ার দেশটি৷ গত দশ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পনের বিলিয়ন মূল্যমানের সমরাস্ত্র কিনেছে ভারত৷
ছবি: picture-alliance/AP Photo/A. Naveed
ভারত কি ছাড় পাবে?
রাশিয়ার কাছ থেকে ‘এস-৪০০ মিশাইল সিস্টেম’ কেনায় চীনের সামরিক বাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ যদিও ভারত আশা করছে, মার্কিন মিত্র দেশ হিসেবে তাদের এ ধরনের নিষেধজ্ঞায় পড়তে হবে না, তবে ট্রাম্প প্রশাসন ছাড় দেয়ার কোনো ইঙ্গিত দেয়নি৷
ছবি: Getty Images/AFP/F. Dufour
7 ছবি1 | 7
কূটনৈতিক জটিলতা
রবির ভাই সোনু মাটোর জানান, রাশিয়া থেকে রবির মরদেহ ফেরাতেও সরকারের সাহায্যের প্রয়োজন পড়বে তাদের৷ তিনি বলেন, ‘‘আমাদের কাছে সেটার জন্য (মরদেহ ফিরিয়ে আনার জন্য) পর্যাপ্ত টাকা নেই৷''
রবির রাশিয়া যাত্রা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘যদি সে জানতো যে যুদ্ধ করতে হবে, তাহলে সে যেতো না... কেন যাবে যদি সে জানতো মৃত্যু তার জন্য অপেক্ষা করছে?''
ভারতীয় সংবাদপত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাস গত সপ্তাহে রবির পরিবারকে একটি চিঠির মাধ্যমে তার মৃত্যুর খবর জানায়৷ কিন্তু কীভাবে, কেমন পরিস্থিতিতে তিনি মারা গেছেন, সেই বিষয়ে কোনো তথ্য সেখানে দেওয়া হয়নি৷
সংবাদপত্রের প্রতিবেদনে উল্লেখিত চিঠিটি লেখেন দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি গ্লোরিয়া ডুংডুং৷ সেখানে বলা হয়, ‘‘রাশিয়ার তরফে এই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে৷''
কিন্তু রয়টার্সকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারতীয় দূতাবাস৷
কিছু দিন আগেই, রাশিয়া ভারতকে কথা দেয় যে, যেসব ভারতীয়কে প্রতারণার মাধ্যমে রুশ সামরিক বাহিনীতে নিযুক্ত করানো হয়েছে, তাদের মুক্ত করা হবে৷
ভারতে থাকা রাশিয়ার দূতাবাস কর্তৃপক্ষও বলেছিল, এ বিষয়ে ‘দ্রুত সমাধানে' পৌঁছাতে তারাও প্রতিশ্রুতিবদ্ধ৷
রাশিয়ায় মানবপাচারের সাথে জড়িত এমন অন্তত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ভারতে৷ শ্রীলঙ্কা ও নেপালও জানিয়েছে, একই কায়দায় তাদের নাগরিকদেরও রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে৷