ইউক্রেনে আক্রমণ তীব্র করেছে রাশিয়া। কিয়েভের দাবি, তারা রাশিয়ার ২৬টি ড্রোন ধ্বংস করেছে।
বিজ্ঞাপন
পূর্ব, দক্ষিণ ও দক্ষিণপূর্ব ইউক্রেনে আক্রমণ করেছিল রাশিয়া। ইরানে তৈরি ২৮টি ড্রোন দিয়ে হামলা করা হয়। ইউক্রেনের সেনার দাবি, তারা ২৬টি ড্রোন ধ্বংস করেছে।
এই ড্রোনগুলি দিয়ে ও়ডেসা, খারকিভ, নিপ্রোপেট্রোভস্ক, ঝাপোরিজ্ঝিয়া অঞ্চলে হামলা করে রাশিয়া।
ঝাপোরিজ্ঝিয়ার গভর্নর জানিয়েছেন, এই ড্রোন হামলায় দুই নারী আহত হয়েছেন। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া ক্ষেপণাস্ত্রও ব্যবহার করেছে।
ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান জানিয়েছেন, ২৮ মার্চ রাতে রাশিয়া ইউক্রেনের উপর মিসাইল হামলা করে। তারা কৃষ্ণসাগর থেকে বেশ কয়েকটি মিসাইল ছোড়ে।
১০ হাজার গোলা দেবে জার্মানি
ইউক্রেনের সেনাকে ১০ হাজার কামানের গোলা দেবে জার্মানি। মেজর জেনারেল ক্রিশ্চিয়ান ফ্রয়েডিং ডিডাব্লিউকে বলেছেন, তিনটি পর্যায়ে ইউক্রেনের হাতে এই গোলা তুলে দেয়া হবে। প্রথম পর্যায়ে তাদের ১০ হাজার গোলা তুলে দেয়া হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে এক লাখ ৮০ হাজার গুলি চেকোস্লোভাকিয়ার মাধ্যমে ইউক্রেনকে দেয়া হবে। পরে বছরের শেষদিকে এক লাখ গোলা-গুলি ইউক্রেনকে দেয়া হবে।
পুটিনের জয়ের ফলে কী পরিবর্তন হতে পারে?
প্রেসিডেন্ট নির্বাচনে পুটিন বিপুলভাবে জিতেছেন। এরপর রাশিয়ায়, ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে কী পরিবর্তন আসতে পারে?
ছবি: Maxim Shemetov/REUTERS
পুটিনের জয় নিয়ে
পুটিন যে জিতবেন তানিয়ে কোনো সংশয় ছিল না। ২০২৩ সালে তিনি কিছুটা সংকটের মুখে পড়েছিলেন। প্রিগোঝিন বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তার ভাগনার বাহিনী মস্কো অভিমুখে আসছিল। তারপর পুটিন সংকট সামলে নেন। তবে হামবুর্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক রেজিনা হেলার বলেছেন, ''এই ভোটের ফলে ভোটদাতার থেকে শাসকের ইচ্ছের প্রতিফলন বেশি হয়েছে।''
ছবি: Alexander Zemlianichenko/AP/picture alliance
অনেক কারণ
পুটিনের এই জয়ের অনেকগুলি কারণ আছে। পশ্চিমা দেশগুলির নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার অর্থনীতি ভালো অবস্থায় আছে। তাছাড়া যারা ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করছেন, তাদের কঠোর শাস্তি হচ্ছে। তাই ক্রেমলিনের শাসন আগের মতোই চলছে।
ছবি: Alexander Zemlianichenko/AP Photo/picture alliance
ইউক্রেন যুদ্ধের কী হবে?
এই জয়ের পর পুটিন ইউক্রেনের বিরুদ্ধে আগের মতোই আক্রমণ চালিয়ে যাবেন বলে রেজিনা হেলার মনে করেন। তার মতে, লড়াইয়ের তীব্রতা বাড়তে পারে।
ছবি: Jose Colon/Anadolu/picture alliance
রাশিয়ায় কর বাড়বে?
প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে পুটিন ফেডারেল অ্যাসেম্বলিকে বলেছেন, ট্যাক্স কোডের সংশোধন করতে। ইনসব্রুক বিশ্ববিদ্যালয়ের গেরহার্ড ম্যানগট বলেছেন, ''সরকারের অর্থ দরকার। কর বাড়িয়ে অর্থ জোগাড় করা সম্ভব। সেই অর্থ দিয়ে যুদ্ধের খরচ মেটাতে পারবে সরকার।''
ছবি: Maxim Shemetov/REUTERS
আরো সেনা লাগবে?
পশ্চিমা দেশগুলি এখন ইউক্রেনকে প্রয়োজনের তুলনায় কম সাহায্য করছে বা বেশি সাহায্য করতে পারছে না। এই অবস্থায় পুটিন আক্রমণ আরো জোরালো করতে পারেন। সেজন্য তার আরো সেনা দরকার হতে পারে এবং তিনি আরো সেনা নিয়োগ করতে পারেন। কিন্তু এর ফলে রাশিয়ার মানুষ যুদ্ধক্লান্ত হতে পারেন বলে বিশেষজ্ঞদের মত।
ছবি: Alexander Polegenko/TASS/dpa/picture alliance
নেতৃত্ব বদল?
বিশেষজ্ঞরা ডিডাব্লিউকে বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনের পরে রাশিয়ায় অন্য নেতৃত্ব বদলের খুব একটা সম্ভাবনা নেই। পূর্ব ইউরোপ বিশেষজ্ঞ হানস হেনিং শ্রোডার ডিডাব্লিউকে বলেছেন, ''আমি রুশ নেতৃত্বের মধ্যে তেমন কোনো দুর্বলতা দেখতে পাচ্ছি না। প্রধানমন্ত্রী, রাশিয়ার সেন্ট্রাল ব্যাংক, দেশের আর্থিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতি নিয়ে ক্রেমলিনের চিন্তার কোনো কারণ ঘটেনি।''
ছবি: Andreas Lander/ZB/picture alliance
6 ছবি1 | 6
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ভারতে
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবা দুইদিনের সফরে ভারতে এসেছেন। শুক্রবার তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। তিনি ভারতের উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গেও কথা বলবেন। রাজঘাটে গিয়ে মহত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধাও জানাবেন কুলেবা।
গত সপ্তাহেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট পুটিনের সঙ্গে ফোনে কথা বলেছেন।
ন্যাটো দেশগুলিকে আক্রমণ নয়: পুটিন
রাশিার প্রেসিডেন্ট পুটিন বলেছেন, ''পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র-সহ কোনো ন্যাটো দেশকে আক্রমণ করার কোনো পরিকল্পনা রাশিয়ার নেই। তবে তারা যদি ইউক্রেনকে এফ ১৬ বিমান দেয়, তাহলে রাশিয়া তা ধ্বংস করে দেবে।''
পুটিন বলেছেন, ''ওরা এফ১৬ পাবে বলে পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে। কিন্তু এফ১৬ পেলেও যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বদলাবে না।''