1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়ায় গ্রেপ্তার বিশিষ্ট বিজ্ঞানী

১৩ আগস্ট ২০২১

বিশ্বাসঘাতকতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বিজ্ঞানীকে। হাইপারসনিক মিসাইল তৈরির দায়িত্বে ছিলেন তিনি।

রাশিয়া
ছবি: Russian Defense Ministry/AP/picture alliance

৭৩ বছরের আলেকজান্ডার কুরানভ দীর্ঘদিন ধরে হাইপারসনিক প্রযুক্তি নিয়ে কাজ করছেন। সোভিয়েত ইউনিয়নের সময়েও তিনি জাতীয় স্তরের বিজ্ঞানী ছিলেন। বহু সামরিক প্রকল্পে কাজ করেছেন। রাশিয়ার প্রশাসনের বক্তব্য, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ওই বিজ্ঞানী। গোপন তথ্য বিদেশি নাগরিকের হাতে তুলে দিয়েছেন। তবে বিজ্ঞানী ঠিক কোন তথ্য পাচার করেছেন এবং কাকে পাচার করেছেন, তা নিয়ে বিস্তারিত জানায়নি রাশিয়ারপ্রশাসন।

দীর্ঘদিন ধরেই হাইপারসনিক মিসাইল নিয়ে কাজ করছেন রাশিয়ার বিজ্ঞানীরা। সেন্ট পিটার্সবার্গে স্টেট হাইপারসনিক সিস্টেম রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর ছিলেন আলেকজান্ডার। ওই সংস্থাতেই হাইপারসনিক মিসাইল নিয়ে কাজ হচ্ছিল। হাইপারসনিকের অর্থ শব্দের চেয়ে অন্তত পাঁচ গুণ বেশি গতিতে উড়তে পারা। রাশিয়ার বিজ্ঞানীরা চেষ্টা করছিলেন ওই গতিতে রকেট ছোড়ার। আলেকজান্ডার ছিলেন সেই প্রকল্পের প্রধান।

অভিযোগ, প্রকল্পের গোপন তথ্য তিনি বিদেশি নাগরিকের কাছে পাচার করেছেন। রাশিয়ায় বিশ্বাসঘাতকতার শাস্তি অন্তত ১৫ থেকে ২০ বছরের জেল। তদন্তকারী অফিসাররা বৃহস্পতিবার আলেকজান্ডারকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে যান। সেখানে তারা দুই মাস আলেকজান্ডারকে পুলিশি হেফাজতে চান।

আলেকজান্ডার প্রথম নন, এর আগেও বেশ কিছু বিজ্ঞানীকে গ্রেপ্তার করেছে রাশিয়া। তারা সকলেই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার দায়িত্বে ছিলেন। হাইপারসনিক টেকনোলজি নিয়ে কর্মরত আরো বিজ্ঞানীকে গ্রেপ্তার করা হয়েছে গত কয়েক মাসে।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ