1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজরাশিয়া

রাশিয়ায় জিনিস বিক্রি বন্ধ করল অ্যাপেল

২ মার্চ ২০২২

অ্যাপেলের আর কোনো জিনিস রাশিয়ায় পাওয়া যাবে না। ইউক্রেনে রাশিয়ার হামলার জন্য সেখানে বাণিজ্য বন্ধ করার সিদ্ধান্ত টেক সংস্থাটির।

ইউক্রেন
ছবি: State Emergency Service of Ukraine/REUTERS

রাশিয়া যেভাবে ইউক্রেনে আক্রমণ চালাচ্ছে, তা নিয়ে তারা অত্যন্ত চিন্তিত। বিবৃতি দিয়ে জানিয়েছে অ্যাপেল। তাদের বক্তব্য, 'রাশিয়ার আক্রমণের ফলে বহু মানুষ আক্রান্ত। বহু মানুষকে ঘর ছেড়ে পালাতে হচ্ছে। আমরা তাদের পাশে আছি।' এই বিবৃতিতেই রাশিয়ায় নিজেদের জিনিস বিক্রি বন্ধ করার কথা জানায় অ্যাপেল। অর্থাৎ, আইফোন, কম্পিউটার, ট্যাবলেট কিছুই আর পাওয়া যাবে না রাশিয়ায়। যদিও রাশিয়া অ্যাপেলের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার ছিল। অ্যাপেলের জিনিসের বিপুল বিক্রি ছিল সেখানে।

অ্যাপেল প্রথম নয়, এর আগে একাধিক সংস্থা রাশিয়ার সঙ্গে বাণিজ্য যোগাযোগ বন্ধ করেছে। সেখান থেকে কোম্পানি গুটিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ তেলের কোম্পানি শেল, চলচ্চিত্র সংস্থা ওয়ার্ল্ড ডিজনি, নরওয়ের এনার্জি কোম্পানি ইকুইনোর এএসএ, ফ্রান্সের টোটাল এনার্জিস এসই ইত্যাদি।

সরেজমিনে পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত

03:37

This browser does not support the video element.

এর আগে অ্যামেরিকা-সহ একাধিক দেশ রাশিয়ার বিরুদ্ধে একাধিক কড়া নিষেধাজ্ঞা জারি করেছিল। ইউরোপীয় ইউনিয়ন একত্রে এবং ইউরোপের দেশগুলি আলাদা আলাদা করে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। নিউজিল্যান্ড, ক্যানাডার মতো দেশও নিষেধাজ্ঞা জারি করেছে। আর্থিক নিষেধাজ্ঞার পাশাপাশি বাণিজ্যিক এবং পর্যটনের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। শুধু তা-ই নয়, ফিফা, উয়েফার মতো ক্রীড়া সংস্থা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

বুধবার মার্কিন কংগ্রেসের বক্তৃতায় বাইডেন বলেছেন, রাশিয়া যতই ইউক্রেনে হামলা চালাক, পুটিন বুঝে গেছেন তার পাশে কেউ নেই। এর খেসারত তাকে দিতে হবে। কঠিন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে তাকে। বস্তুত, এই নিষেধাজ্ঞার মধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ সংস্থা ব্যক্তিগতভাবে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে ফেলার কথা জানালো। যার সর্বশেষ উদাহরণ অ্যাপেল।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ