ইউক্রেনে হামলার জের, রাশিয়ায় আর কোক, পেপসি, ম্যাকডোনাল্ডস-এর বার্গার পাওয়া যাবে না।
বিজ্ঞাপন
অ্যামেরিকার ঠান্ডা পানীয় প্রস্তুতকারক সংস্থা কোকাকোলা এবং পেপসি জানিয়ে দিলো, তারা রাশিয়ার সঙ্গে আর কোনো বাণিজ্যিক সম্পর্ক রাখবে না।
কোকাকোলা সংস্থা একটি বিবৃতি দিয়ে বলেছে, ''আমদের হৃদয় সেই সব মানুষের পাশে আছে, যারা ইউক্রেনে চেতনাহীন কাজের শিকার।''
সোভিয়েত জামানাতেও সেখানে পেপসি-র পানীয় পাওয়া যেত। কিন্তু রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের পর তারাও জানিয়ে দিয়েছে, দুধ ও বেবিফুড ছাড়া অন্য পানীয়ের বিক্রি তারা বন্ধ রাখছে।
এই দুই অত্যন্ত জনপ্রিয় ঠান্ডা পানীয় প্রস্তুতকারক সংস্থার এই ঘোষণার ফলে রাশিয়ায় এখন আর কোক, পেপসি পাওয়া যাবে না।
ইউক্রেনের পাশে থাকতে জার্মানির বেকারিতে ‘পিস ডোনাট’
মিষ্টিমুখে শান্তির বার্তা পৌঁছে দেয়ার চেষ্টা৷ সংকটের পরিস্থিতিতে ইউক্রেনের পাশে থাকতে এমন ‘মধুর’ বার্তা দিলো একটি জার্মান বেকারি৷ ‘পিস ডোনাট’ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে জার্মান বেকারি হাক৷ দেখুন ছবিঘরে....
ছবি: Timm Reichert/REUTERS
‘পিস ডোনাট’
ইউক্রেনের জাতীয় পতাকার রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে বিশেষ এই ‘পিস ডোনাট’৷ ইউক্রেনের পাশে থাকতে ‘পিস ডোনাট’ বিক্রি করে চাঁদা তুলছে ফ্রাঙ্কফুর্টের এই বেকারি৷
ছবি: Timm Reichert/REUTERS
শিশুদের পাশে
নীল এবং হলুদ রংয়ের ফ্রস্টিং রয়েছে এই ডোনাটের উপরে৷ একটি ডোনাটের দাম এক ইউরো৷ ডোনাট বিক্রি করে পাওয়া যাবতীয় টাকা ফ্রাঙ্কফুর্টে আশ্রয় নেয়া ইউক্রেনীয় শিশুদের জন্য অনুদান হিসেবে পাঠানো হবে৷
ছবি: Timm Reichert/REUTERS
সবার জন্য
বেকারির কর্মী তানিয়া হুক বলেন, ‘‘আমরা ভেবেছিলাম সংকটের সময় খুব দ্রুত আমাদের কিছু একটা করতে হবে৷ এমন কিছু বানিয়ে ফেলতে হবে যার দাম খুব বেশি নয়৷ এর ফলে সবাই এই ডোনাট কিনতে পারবেন৷’’
ছবি: Timm Reichert/REUTERS
ডোনাটের চাহিদা
বৃহস্পতিবার সকালের মধ্যে বেকারির ১০টি শাখা থেকে ৬০০টি ডোনাট বিক্রি হয়েছে৷ শুক্রবারের জন্য ৩০০টি ডোনাটের অর্ডারও এসেছিল৷
ছবি: Fotolia/Colian
বিপুল সাড়া
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ‘পিস ডোনাট’-এর কথা৷ বিপুল সাড়াও মিলেছে৷ অনেকেই এই দোকানে ভিড় জমাচ্ছেন বিশেষ ডোনাটটি চেখে দেখতে৷
ছবি: Timm Reichert/REUTERS
ডোনাট প্রস্তুতি
ডোনাট তৈরি হয় কেমন করে? বড় একটা সুঁচ দিয়ে মিষ্টি গোলরুটির ভিতরে জ্যাম ঢুকিয়ে দেওয়া হয়৷ দু’পাশ থেকে অল্প ভাজা এই রুটিতে সবশেষে উপর থেকে চিনি ছড়িয়ে দেয়া হয়, তবে শুধু একদিকে৷ জার্মানির এই বিশেষ পদকে অন্যভাবে পরিবেশন করতে চেয়েছে সংস্থা৷ সাধারণ ডোনাট হয়ে উঠেছে ‘পিস ডোনাট’৷
ছবি: XAMAX/dpa/picture alliance
মধুরেণ সমাপয়েৎ
পোল্যান্ডের এক নারী বর্তমানে ফ্রাঙ্কফুর্টের বাসিন্দা৷ তিনি বেশ কয়েকটি ‘সলিডারিটি পেস্ট্রি’ কিনেছেন৷ তার কথায়, ‘‘এই বেকারি যদি সত্যি অসহায় মানুষের পাশে থাকতে পারে এভাবে, তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না৷’’
ছবি: Robert B. Fishman/picture-alliance
7 ছবি1 | 7
ম্যাকডোলান্ডস, স্টারবাকসের সিদ্ধান্ত
তবে কোক-পেপসির আগেই ম্যাকডোলান্ডস, স্টারবাকস সিদ্ধান্ত নেয়, তারা রাশিয়ার সঙ্গে আর কোনো বাণিজ্যিক সম্পর্ক রাখবে না। রাশিয়ায় তারা আর কোনো ব্যবসা করবে না। ইউক্রেনে রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতেই তাদের এই সিদ্ধান্ত।
আরো সংস্থা
গ্লোবাল কনসাল্টিং সংস্থা ম্যাকেঞ্জিও জানিয়ে দিয়েছে, তারা রাশিয়ার সরকার ও রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার সঙ্গে কোনো কাজ করবে না।
অ্যাপল আগেই জানিয়ে দিয়েছিল, তারা রাশিয়ার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। ডিসনিও একই সিদ্ধান্ত নিয়েছে। শেল জানিয়ে দিয়েছে, তারা আর রাশিয়া থেকে তেল কিনবে না। বোয়িং এবং এয়ারবাসও রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। সবমিলিয়ে একের পর এক সংস্থা রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছে ও জানাচ্ছে।