1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজরাশিয়া

রাশিয়ায় বন্ধ কোক, পেপসি, ম্যাকডোনাল্ডস

৯ মার্চ ২০২২

ইউক্রেনে হামলার জের, রাশিয়ায় আর কোক, পেপসি, ম্যাকডোনাল্ডস-এর বার্গার পাওয়া যাবে না।

ছবি: Jakub Porzycki/NurPhoto/picture alliance

অ্যামেরিকার ঠান্ডা পানীয় প্রস্তুতকারক সংস্থা কোকাকোলা এবং পেপসি জানিয়ে দিলো, তারা রাশিয়ার সঙ্গে আর কোনো বাণিজ্যিক সম্পর্ক রাখবে না।

কোকাকোলা সংস্থা একটি বিবৃতি দিয়ে বলেছে, ''আমদের হৃদয় সেই সব মানুষের পাশে আছে, যারা ইউক্রেনে চেতনাহীন কাজের শিকার।''

সোভিয়েত জামানাতেও সেখানে পেপসি-র পানীয় পাওয়া যেত। কিন্তু রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের পর তারাও জানিয়ে দিয়েছে, দুধ ও বেবিফুড ছাড়া অন্য পানীয়ের বিক্রি তারা বন্ধ রাখছে।

এই দুই অত্যন্ত জনপ্রিয় ঠান্ডা পানীয় প্রস্তুতকারক সংস্থার এই ঘোষণার ফলে রাশিয়ায় এখন আর কোক, পেপসি পাওয়া যাবে না।

ম্যাকডোলান্ডস, স্টারবাকসের সিদ্ধান্ত

তবে কোক-পেপসির আগেই ম্যাকডোলান্ডস, স্টারবাকস সিদ্ধান্ত নেয়, তারা রাশিয়ার সঙ্গে আর কোনো বাণিজ্যিক সম্পর্ক রাখবে না। রাশিয়ায় তারা আর কোনো ব্যবসা করবে না। ইউক্রেনে রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতেই তাদের এই সিদ্ধান্ত।

আরো সংস্থা

গ্লোবাল কনসাল্টিং সংস্থা ম্যাকেঞ্জিও জানিয়ে দিয়েছে, তারা রাশিয়ার সরকার ও রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার সঙ্গে কোনো কাজ করবে না। 

অ্যাপল আগেই জানিয়ে দিয়েছিল, তারা রাশিয়ার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। ডিসনিও একই সিদ্ধান্ত নিয়েছে। শেল জানিয়ে দিয়েছে, তারা আর রাশিয়া থেকে তেল কিনবে না। বোয়িং এবং এয়ারবাসও রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। সবমিলিয়ে একের পর এক সংস্থা রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছে ও জানাচ্ছে।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ