1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়ায় বিতর্কিত ইন্টারনেট আইন কার্যকর

২ নভেম্বর ২০১৯

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন গত মে মাসে একটি ইন্টারনেট আইনে স্বাক্ষর করেন৷ এরপর এর বিরুদ্ধে অনেক বিক্ষোভ হয়েছে৷ তবে শুক্রবার থেকে সেই বিতর্কিত আইন কার্যকর হয়েছে৷

ছবি: Getty Images/AFP/A. Nemenov

নতুন আইন ‘রাশিয়ায় ইন্টারনেট সেন্সরশিপকে নতুন মাত্রায় নিয়ে যাবে' বলে মনে করছে রিপোর্টার্স উইদাইট বর্ডার্স, আরএসএফ৷ সংগঠনটি মনে করছে, আইনের কারণে কর্তৃপক্ষ ব্যবহারকারীদের না জানিয়ে কন্টেন্ট ব্লক করে দিতে পারবে৷

এছাড়া বৈশ্বিক ইন্টারনেট সংযোগ থেকে দেশকে পুরো সংযোগহীন করে দেয়াও সম্ভব বলে সমালোচকরা মনে করছেন৷

তবে সরকার বলছে, সংকট কিংবা বাইরের হামলার সময়ও যেন রাশিয়ার নেটওয়ার্ক ঠিকমতো কাজ করে, সেই লক্ষ্যে এই আইন করা হয়েছে৷

নতুন আইনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, ২০২১ সাল থেকে রাশিয়ার একটি স্বাধীন ‘ডোমেন নেম সিস্টেম' বা ডিএনএস ব্যবস্থা চালু হবে৷ এর মানে হচ্ছে, ইন্টারনেট ব্যবহারকারীরা যখন কোনো ওয়েবসাইটের ঠিকানা লিখবেন, তখন আসলেই যে কোন ওয়েবসাইট খুলবে, তার নিয়ন্ত্রণ ব্যবহারকারীদের হাতে থাকবেনা৷ কারণ কর্তৃপক্ষ ইচ্ছেমতো ব্যবহারকারীদের ভুয়া কোনো ওয়েবসাইটে পাঠিয়ে দিতে পারে৷  কিংবা একেবারেই হয়তো কোনো ওয়েবসাইট নাও খুলতে পারে৷

তবে প্রযুক্তিগতভাবে এটি সম্ভব কিনা, তা এখনও পরিষ্কার নয়৷

এছাড়া সব ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে এমন প্রযুক্তি বসাতে বলা হয়েছে যেন গণমাধ্যম কর্তৃপক্ষ চাওয়া মাত্র তথ্যের আদানপ্রদান বন্ধ করে দিতে পারে৷

আরএসএফ-এর করা গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে রাশিয়ার অবস্থান ১৪৯৷

জেডএইচ/কেএম (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ