1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়ায় বিমান দুর্ঘটনায় পোলিশ প্রেসিডেন্ট নিহত

১০ এপ্রিল ২০১০

রাশিয়ায় শনিবার এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় পোল্যান্ডের প্রেসিডেন্ট লেখ কাচিন্সকিসহ মোট ৯৬ জন নিহত হয়েছেন৷ ঘন কুয়াশার মধ্যে বিমানটি অবতরণকালে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷

লেখ কাচিন্সকিছবি: AP

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত হাজার হাজার পোলিশ কর্মকর্তা ও সৈনিকের মৃত্যুর ৭০তম বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করতে প্রেসিডেন্ট কাচিন্সকি রাশিয়ার শহর স্মোলেনস্কে যাচ্ছিলেন৷ সঙ্গে ছিলেন কাচিন্সকির স্ত্রী, দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, সামরিক বাহিনীর প্রধান, অলিম্পকি কমিটির প্রধান ও কয়েকজন সংসদ সদস্যসহ উর্ধ্বতন সরকারি ও সামরিক কর্মকর্তা৷ দুর্ঘটনায় তাঁরা সবাই নিহত হয়েছেন বলে জানা গেছে৷ কিছুক্ষণ আগে প্রেসিডেন্টের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা জানিয়েছে৷

দুর্ঘটনায় পতিত বিমানছবি: AP

স্মোলেনস্কের গভর্নর বলেছেন, কুয়াশার কারণে বিমানটি কয়েকটি গাছের উপরে আছড়ে পরে কয়েক টুকরো হয়ে যায়৷ পাইলটের ভুলের কারণেই বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷ উদ্ধারকর্মীরা বিমানের দুটি ‘ব্ল্যাক বক্স’-ই খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন৷ বিশেষজ্ঞরা ইতিমধ্যে ব্ল্যাক বক্স থেকে তথ্য উদ্ধারের কাজ শুরু করে দিয়েছেন৷

দুর্ঘটনার পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুটিনকে প্রধান করে একটি তদন্ত কমিশন গঠন করেছেন৷ এছাড়া তিনি জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রীকে দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দেন৷

টেলিভিশনে প্রচারিত এক ভাষণে মেদভেদেভ পোল্যান্ডের জনগণের প্রতি তাঁর ‘গভীরতম’ সমবেদনা ও দু:খ প্রকাশ করেন এবং এই ঘটনার বিস্তারিত তদন্তের আশ্বাস দেন৷ এদিকে নিহত পোলিশ প্রেসিডেন্টের সম্মানে সোমবার রাশিয়ায় শোক দিবস পালন করা হবে বলে জানা গেছে৷

পোল্যান্ডে প্রেসিডেন্ট ভবনে জনগণের শ্রদ্ধা নিবেদনছবি: AP

দুর্ঘটনার পরপরই বিশ্ব নেতৃবৃন্দ তাঁদের গভীর শোক প্রকাশ করেছেন৷ এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হচ্ছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ, জাতিসংঘের মহাসচিব বান কি-মুন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি৷

এই দুর্ঘটনা বিশ্বের জন্য অপূরনীয় এক ক্ষতি বয়ে এনেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা৷ আর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, ‘‘বিমান দুর্ঘটনায় পোলিশ প্রেসিডেন্টের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত৷’’

এদিকে পোল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট লেখ ওয়ালেসা বলেছেন, ‘‘যে রাশিয়ার হাতে কয়েক হাজার পোলিশ মারা গিয়েছিল সেই রাশিয়াতেই শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এবার কয়েকজন শীর্ষ পোলিশ নাগরিক মারা গেলেন৷’’ উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া প্রায় ২২ হাজার পোলিশকে হত্যা করে৷

সংবিধান অনুযায়ী আগামী জুন মাসের মধ্যেই পোল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে জানা গেছে৷ উল্লেখ্য, ২০০৫ সালে কাচিন্সকি পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন৷

প্রতিবেদন : জাহিদুল হক

সম্পাদনা : রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ