রাশিয়ার যুদ্ধবিমান কারখানা ঘুরে দেখেছেন কিম৷ রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তির আশঙ্কা প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া৷
বিজ্ঞাপন
রাশিয়ার পূর্বদিকের শহর কমসমোল্স্কে পৌঁছেছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জংউন। সেখানে একটি সামরিক কারখানা ঘুরে দেখেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
রাশিয়ার গণমাধ্যম কিমের ট্রেনের ছবিও প্রকাশ করেছে। কিমকে সেখানে রীতিমতো রেড কার্পেট লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়।
স্টেশনে নেমেই কিম চলে যান সামরিক কারখানাটি দেখতে। সেখানে এসইউ ৩৫ এবং এসইউ ৫৭ দেখেছেন তিনি। এই কারখানায় যুদ্ধবিমানের পাশাপাশি বেসামরিক বিমানও তৈরি হয়।
কিমের রাশিয়া দর্শন
বিশেষ ট্রেনে চেপে প্রথমবারের মতো রাশিয়ায় গেলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন৷ ১২ বছরের শাসনামলে দক্ষিণ কোরিয়া আর চীনের বাইরে এটি তার প্রথম ভিন্ন দেশে গমন৷
ছবি: Sputnik/Mikhail Metzel/Kremlin via REUTERS
‘চলমান দুর্গে’ চেপে
এই ট্রেনে চেপে ২০ ঘণ্টায় ৬৮০ কিলোমিটার পাড়ি দিয়ে পিয়ং ইয়ং থেকে রাশিয়ায় ভ্লাদিভোস্তকে পৌঁছান কিম জং উন৷ উত্তর কোরিয়ার নিজেদের তৈরি এই ট্রেনটিকে ‘চলমান দুর্গ’ বলা চলে৷ সম্ভাব্য সব নিরাপত্তা ব্যবস্থা তো আছেই, সেই সঙ্গে ভেতরের বিলাসবহুল ব্যবস্থাও অবাক করার মতো৷
ছবি: Telegrammkanal @primamedia via AP/picture alliance/dpa/
সম্পর্কের ৭৫
সম্প্রতি প্রতিষ্ঠার ৭৫ বছর উদযাপন করেছে উত্তর কোরিয়া৷ প্রথম দেশ হিসেবে পিয়ং ইয়ংকে স্বীকৃতি দেয় তৎকালীন সোভিয়েত রাশিয়া৷ সেই হিসাবে দুই দেশের সম্পর্কও ৭৫-এ পা দিয়েছে৷ বুধবার কিমের সঙ্গে পুটিনের বৈঠকে সেই কথাই মনে করিয়ে দেন পুটিন৷
ছবি: Vladimir Smirnov, Sputnik, Kremlin Pool Photo via AP/picture alliance
সঙ্গে বোন
উত্তর কোরিয়ায় কিম জং উনের পরে তার বোন কিম ইয়ো জং-কে সবচেয়ে ক্ষমতাধর বলে মনে করা হয়৷ রাশিয়ার আমুর অঞ্চলে ভস্তচনিতে পুটিনের সঙ্গে বৈঠকের আগে তাকে দেখা যায়৷
ছবি: Vladimir Smirnov, Sputnik, Kremlin Pool Photo via AP/picture alliance
মহাকাশ কেন্দ্র পরিদর্শন
বুধবার কিম জং উনকে ভস্তচনি কসমড্রোম মহাকাশ উড্ডয়ন কেন্দ্রে নিয়ে যান পুটিন৷ এ সময় রকেট উড্ডয়ন প্রযুক্তি নিয়ে নানা তথ্য জানতে চান কৌতুহলী কিম৷ মস্কো কিমকে স্যাটেলাইট নির্মাণে সহায়তা করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুটিন বলেন, ‘‘এই কারণেই এখানে আসা৷’’
ছবি: Yonhap/picture alliance
কিমের মহাকাশ ভাবনা
মহাকাশে সামরিক নজরদারি স্যাটেলাইট স্থাপনে পিয়ং ইয়ং ক্রেমলিনের সহায়তা চায় বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে৷ দক্ষিণ কোরিয়া জানিয়েছে, এই সফরে কিমের সঙ্গী হয়েছেন উত্তর কোরিয়ায় মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি কমিটির চেয়ারম্যান পাক থাই সং ও অ্যাডমিরাল মিয়ং সিক৷ তারা নজরদারি স্যাটেলাইট ও নিউক্লিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম সাবমেরিন তৈরির প্রচেষ্টার সঙ্গে যুক্ত৷
ছবি: Sputnik/Mikhail Metzel/Kremlin via REUTERS
পুটিনের লিমুজিনে কিম
মহাকাশ উড্ডয়ন কেন্দ্রের কম্পাউন্ডে পার্ক করা ছিল পুটিনের ব্যবহৃত রাশিয়ার আউরুস লিমুজিন কার৷ দুই নেতার আলাপকালে কাছাকাছি পৌঁছাতে কৌতুহলী দৃষ্টিতে তাকান গাড়িপ্রেমী কিম৷ বিষয়টি লক্ষ্য করে পুটিন তাকে গাড়িতে বসার আমন্ত্রণ জানান৷ সুযোগ হাতছাড়া করেননি কিম জং৷
ছবি: Sputnik/Mikhail Metzel/Kremlin via REUTERS
যুদ্ধে রাশিয়াকে সমর্থন
সফরে ইউক্রেন যুদ্ধে পুটিনকে ‘শর্তহীনভাবে পূর্ণ সমর্থন’ দিয়ে যাওয়ার কথা জানান কিম৷ নিজেদের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার কথাও বলেন তারা৷ উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ‘সাম্র্রাজ্যবাদী শক্তির সামরিক হুমকি ও উস্কানি বানচাল করতে’ একমত হয়েছেন দুই নেতা৷
ছবি: Sputnik/Mikhail Metzel/Kremlin via REUTERS
যুক্তরাষ্ট্র ও মিত্রদের দুশ্চিন্তা
রাশিয়া উত্তর কোরিয়ার কাছ থেকে গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র সংগ্রহ করতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র৷ এ বিষয়ে উত্তর কোরিয়াকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র৷ বৃহস্পতিবার উদ্বেগ জানিয়েছে জাপানও৷ তবে পিয়ং ইয়ংয়ের কাছ থেকে নিষিদ্ধ অস্ত্র নেয়ার আলোচনার কথা অস্বীকার করেছে মস্কো৷
ছবি: Mikhail Metzel, Sputnik, Kremlin Pool Photo via AP/picture alliance
পুটিনকে আমন্ত্রণ
উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুটিনকে উত্তর কোরিয়া ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন কিম৷ সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন পুটিন৷
ছবি: Sputnik/Artem Geodakyan/REUTERS
রাশিয়ায় প্রথমবার
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার ১২ বছরের শাসনামলে এখন পর্যন্ত সাতবার দেশের বাইরে সফরে বেরিয়েছেন৷ এর মধ্যে দুই কোরিয়ার মধ্যে সীমান্ত পেরিয়েছেন দুইবার৷ আর বাকি চারবার গেছেন উত্তর কোরিয়ার প্রধান রাজনৈতিক মিত্র চীনে৷
ছবি: Korean Central News Agency/Korea News Service/AP/picture alliance
নিরাপত্তা
কিম যেখানেই যান না কেন সঙ্গে থাকে তার চৌকশ নিরাপত্তা দল৷ রাশিয়ায়ও তার ব্যতিক্রম হয়নি৷ ছবিতে ভস্তচনিতে পরিদর্শন শেষে ট্রেনে কিমের সফরসঙ্গীদের ট্রেনে উঠতে দেখা যাচ্ছে৷ বাইরে নজরদারিতে নিরপত্তারক্ষীরা৷
ছবি: Sputnik/Mikhail Metzel/Pool via REUTERS
11 ছবি1 | 11
গত মঙ্গলবার রাশিয়ায় পৌঁছান কিম। দেশের প্রেসিডেন্টের ভ্লাদিমির পুটিনের সঙ্গে বৈঠক হয়েছে উত্তর কোরিয়ার প্রধানের। সেখানে কিম ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে নিঃশর্ত সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
কিমের এই সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে আরো বড় সামরিক চুক্তিতে যাচ্ছে এমন আশঙ্কা তাদের।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, দুই দেশের মধ্য়ে সেনা সহযোগিতা, অস্ত্রচুক্তি এবং উপগ্রহ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ, উত্তর কোরিয়াকে উপগ্রহ চিত্র দিয়েও সাহায্য করবে রাশিয়া।
যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে এবিষয়েত্রিপাক্ষিক বৈঠকের ডাক দিয়ে রেখেছে। দুই দেশের মধ্যে সামরিক চুক্তি জাতিসংঘের নীতির বরখেলাপ হবে বলেও সতর্ক করা হয়েছে।