1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজরাশিয়া

রাশিয়ায় যুদ্ধবিমানের কারখানায় কিম

১৫ সেপ্টেম্বর ২০২৩

রাশিয়ার যুদ্ধবিমান কারখানা ঘুরে দেখেছেন কিম৷ রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তির আশঙ্কা প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া৷

রাশিয়ায় কিম জং উন
রাশিয়া সফরে কিম জং উনছবি: AP/picture alliance

রাশিয়ার পূর্বদিকের শহর কমসমোল্স্কে পৌঁছেছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জংউন। সেখানে একটি সামরিক কারখানা ঘুরে দেখেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

রাশিয়ার গণমাধ্যম কিমের ট্রেনের ছবিও প্রকাশ করেছে। কিমকে সেখানে রীতিমতো রেড কার্পেট লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়।

স্টেশনে নেমেই কিম চলে যান সামরিক কারখানাটি দেখতে। সেখানে এসইউ ৩৫ এবং এসইউ ৫৭ দেখেছেন তিনি। এই কারখানায় যুদ্ধবিমানের পাশাপাশি বেসামরিক বিমানও তৈরি হয়।

গত মঙ্গলবার রাশিয়ায় পৌঁছান কিম। দেশের প্রেসিডেন্টের ভ্লাদিমির পুটিনের সঙ্গে বৈঠক হয়েছে উত্তর কোরিয়ার প্রধানের। সেখানে কিম ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে নিঃশর্ত সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

কিমের এই সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে আরো বড় সামরিক চুক্তিতে যাচ্ছে এমন আশঙ্কা তাদের। 

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, দুই দেশের মধ্য়ে সেনা সহযোগিতা, অস্ত্রচুক্তি এবং উপগ্রহ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ, উত্তর কোরিয়াকে উপগ্রহ চিত্র দিয়েও সাহায্য করবে রাশিয়া।

যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে এবিষয়েত্রিপাক্ষিক বৈঠকের ডাক দিয়ে রেখেছে। দুই দেশের মধ্যে সামরিক চুক্তি জাতিসংঘের নীতির বরখেলাপ হবে বলেও সতর্ক করা হয়েছে। 

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ