1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাংবাদিকদের অস্ত্র দেবে সংবাদপত্র!

২৭ অক্টোবর ২০১৭

রাশিয়ার একটি অন্যতম শীর্ষস্থানীয় সরকার-বিরোধী সংবাদপত্রের সম্পাদক জানিয়েছেন, তিনি নিরাপত্তার জন্য তাঁর সাংবাদিকদের হাতে কম প্রাণঘাতী অস্ত্র তুলে দেবেন৷ সাংবাদিকরা সেগুলো ব্যবহারের প্রশিক্ষণও পাবেন৷

ছবি: Picture-alliance/dpa/C. Rehder

সম্প্রতি রাশিয়ায় ভিন্নমতাবলম্বীদের উপর হামলার সংখ্যা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন ‘নভায়া গাজিয়েটা’ পত্রিকার সম্পাদক দিমিত্রি মুরাটভ৷

চলতি সপ্তাহের শুরুতে রাশিয়ার সরকার-বিরোধী এক বেতার ‘ইকো অফ মস্কো’র ৩২ বছর বয়সি উপস্থাপিকাকে ছুরি দিয়ে আহত করা হয়৷ রেডিওর কার্যালয়ে ঢুকে এই হামলা চালান ৪৮ বছর বয়সি এক ব্যক্তি৷ তবে তিনি আগে থেকে টাটইয়ানা ফেলগেনহাউয়ার নামের ঐ উপস্থাপিকাকে চিনতেন না, বলে ধারণা করা হচ্ছে৷ অবশ্য জিজ্ঞাসাবাদের সময় হামলাকারী জানিয়েছেন, ফেলগেনহাউয়ার তাঁকে ‘টেলিপ্যাথিক যোগাযোগ’ এর সাহায্যে যৌন হয়রানি করেছেন৷

নিরপেক্ষ রুশ সাংবাদিকদের ধারণা, সরকারপন্থি ব্যক্তিরা হয়ত হামলাকারীর মতিবিভ্রমকে কাজে লাগিয়ে তাঁকে ফেলগেনহাউয়ারের উপর হামলা চালানোকে উৎসাহিত করেছেন৷

নভায়া গাজিয়েটা-র সম্পাদক দিমিত্রি মুরাটভ ‘ইকো অফ মস্কো’কে বুধবার জানান, ‘‘আমি নিউজরুমকে অস্ত্র দিব৷ আমরা সাংবাদিকদের আরও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা দিব, যার বিস্তারিত আমি বলতে চাই না৷ আমরা রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে একটি চুক্তি করব৷ এছাড়া আমার আর অন্য কোনো উপায় নেই৷’’

সম্পাদক দিমিত্রি মুরাটভছবি: picture-alliance/dpa/E. Biyatov

মুরাটভ বলেন, তিনি সাংবাদিকদের জন্য ‘ট্রমাটিক ওয়েপন’ কিনবেন৷ এ ধরনের অস্ত্রে রাবার বুলেট ব্যবহার করা হয়৷ আত্ম-প্রতিরক্ষার জন্য এই অস্ত্র কার্যকরী৷ যদিও কখনও কখনও তা প্রাণঘাতীও হতে পারে৷

উল্লেখ্য, নভায়া গাজিয়েটা ও ইকো অফ মস্কো দুটোই ক্রেমলিন-বিরোধী শীর্ষস্থানীয় গণমাধ্যম৷

নভায়া গাজিয়েটা-র বিশেষ প্রতিনিধি পাভেল কানিজিন বার্তা সংস্থা এএফপিকে বলেন, তিনি প্রাণঘাতী নয়, এমন অস্ত্র ব্যবহার করতে রাজি আছেন৷ অপরাধীরা যখন জানবেন, নভায়া গাজিয়েটার সাংবাদিকদের কাছে অস্ত্র আছে তখন তা আরেক রকম প্রতিরক্ষা হিসেবে কাজ করবে, মনে করেন তিনি৷

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বিদ্যমান আইন মেনে নভায়া গাজিয়েটা সাংবাদিকদের অস্ত্র দিলে সমস্যা নেই৷

গত দুই দশকে নভায়া গাজিয়েটার বেশ কয়েকজন সাংবাদিককে হয়ত হত্যা করা হয়েছে, নয়ত তাঁদের রহস্যজনক মৃত্যু হয়েছে৷

জেডএইচ/এসবি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ