1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইউক্রেন

রাশিয়া-ইউক্রেন আলোচনা কি সফল হবে?

১৬ মে ২০২৫

তুরস্কে শুরু হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মুখোমুখি আলোচনা। কিন্তু সেই আলোচনায় কি কোনো ফল হবে?

ইউক্রেন-রাশিয়া আলোচনা নিয়ে বলছেন জেলেনস্কি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন তুরস্কে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় অংশ না নেয়ায় হতাশ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ছবি: Anna Pshemyska

ইস্তাম্বুলে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শান্তি আলোচনায় নেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  

শান্তি বৈঠক কি সফল হবে?

অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার সঙ্গে পুটিনের সাক্ষাৎ হওয়ার আগে শান্তি বৈঠক সফল হবে না। ২০২২-এ যুদ্ধ শুরুর পর এই প্রথম দুই দেশের মধ্যে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হওয়ার কথা।

পুটিনের বৈঠকে না থাকার সিদ্ধান্তে স্বভাবতই ক্ষুব্ধ জেলেনস্কি। রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধ থামানোর সদিচ্ছা নেই বলে জানান তিনি। তিনি বলেন, "পুটিনের অনুপস্থিতি অসম্মানজনক। সেই অসম্মান তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ান এবং ডনাল্ড ট্রাম্পকেও করা হলো।"  

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, শান্তি প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার মূল্য দিতে হবে পুটিনকে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ইউক্রেনের সঙ্গে আলোচনায় অংশ নিলেন না। ছবি: Pavel Bednyakov/AP Photo/picture alliance

থাকবেন তুরস্ক, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা

জার্মান সংবাদ মাধ্যম ডিপিএ কে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এই বৈঠকে সেদেশের আধিকারিকরাও উপস্থিত থাকবেন।  রাশিয়া, ইউক্রেন এবং তুরস্কের মধ্যে একটি ত্রিপাক্ষিক বৈঠক হবে। আরো জানা গেছে, অ্যামেরিকা, ইউক্রেন এবং তুরস্কের মধ্যেও অপর একটি ত্রিপাক্ষিক বৈঠক হবে।

অ্যামেরিকার প্রতিনিধিদলেরনেতৃত্ব দেবেন তাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যদিও তিনি জানিয়েছেন, এই বৈঠক নিয়ে খুব একটা আশাবাদী নন তিনি।

অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কি জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ১০টায় তারা বৈঠকে উপস্থিত হবেন এবং ইউক্রেনের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে তারা আশা করছেন। পূর্বনির্ধারিত শর্ত বাদ দিয়েই আলোচনায় আশাবাদী তারা।

ইউক্রেন এবং রাশিইয়ার মধ্যে শান্তি প্রক্রিয়া নিয়ে ক্রমাগত দর কষাকষি চলছে। সহস্রাধিক মানুষ এই যুদ্ধে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন। ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ এখন রাশিয়ার সামরিক বাহিনীর দখলে।

এসসি/জিএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ